Reliance জিও 75GB ফ্রি ইন্টারনেট সহ লঞ্চ করলো New Year’s Best রিচার্জ প্ল্যান। জানতে ক্লিক করুন।
2022 সালের শেষে Reliance জিও নিয়ে এলো বছরের সেরা প্ল্যান। এই প্ল্যনের সুবিধা নিতে পারবেন সকলেই। এই 2022 সালে প্রত্যেকটি টেলিকম সংস্থাই তাদের ট্যারিফ বাড়িয়েছে। তবে 5G পরিষেবা চালু করার ফলে অনেকেই এটা ধারণা করেছিলেন যে, নতুন বছরে ট্যারিফ বাড়াবে জিও। সেই ধারণাকে নষ্ট করেই Jio লঞ্চ করলো বর্ষসেরা প্ল্যান। আসু জেনে নেওয়া যাক।
জিও সর্বদা টেলিকম জগতের গ্রাহকদের জন্য Best Plan এর সুবিধা দিয়ে থাকে।
আসছে নতুন বছর 2023. আর এই নতুন বছরে প্ল্যান ভ্যালুও গ্রাহকদের আকর্ষণ করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এমনিতেই জিও এর গ্রাহক সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নতুন বছরের জন্য কলিং, ডেটা আর SMS এর সুবিধাযুক্ত এই আকর্ষণীয় প্ল্যান যে নজর কাড়বে গ্রাহকদের, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
কি কি সুবিধা থাকছে এই প্ল্যানে?2023 সালের এই প্যানে থাকছে প্রতিদিন 2.5 জিবি করে ডেটা সার্ফিং করার দারুণ সুবিধা। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, গ্রাহকেরা এই প্ল্যানের আওতায় এলে পাবেন 630GB ডেটা। তবে যেহেতু অফুরন্ত ডেটা দেবে জিও। সে কারণে এই নির্দিষ্ট পরিমাণ ডেটা শেষ হয়ে গেলেও গ্রাহকেরা পাবেন ইন্টারনেট করার সুবিধা আর তাও আবার 64kbps স্পিডে।
এর সাথে সাথে মিলবে প্রাইম মেম্বারশিপ Subscription সহ Jio Apps. পাশাপাশি পাওয়া যাবে প্রতিদিন 100 টি করে ফ্রি SMS করার দুর্দান্ত সুযোগ। তবে এক্ষেত্রে বৈধতা মিলবে না 365 দিনের। এই প্ল্যানে বৈধতা দেওয়া হবে মাত্র 252 দিনের জন্য। অর্থাৎ আপনি পাবেন 28 দিনের হিসেবে মোট 9 টি প্ল্যান অর্থাৎ 28*9=252 দিন। এই প্ল্যান পাবেন মাত্র 2023 টাকার বিনিময়ে।
25শে ডিসেম্বরের বড়দিনে BSNL Recharge এর বেস্ট ক্যাশব্যাক অফার। দেখে নিন, কোন রিচার্জে কত লাভ!
এবারে আসা যাক, 2999 টাকার প্ল্যানের আলোচনায়। এক্ষেত্রে কোম্পানির তরফ থেকে আনা হচ্ছে বেশ কিছু পরিবর্তন। এই প্ল্যানেও জিও তার গ্রাহকদের জন্য অফার করে প্রতিদিন 2.5GB করে ডেটা সার্ফিং করার এই বিশেষ সুবিধা। তবে এক্ষেত্রে সব মিলিয়ে ডেটা পাওয়া যায় 912.5GB. এর সাথে দেওয়া হবে আরও 75GB ডেটা ফ্রি। শুধু তাই নয়, পাওয়া যাবে আরও 23 দিনের অতিরিক্ত বৈধতা।
এর সাথে সাথে মিলবে 100 টি ফ্রি SMS করার বিশেষ সুবিধা। আর করা যাবে Unlimited Calling. এই সুবিধা পাবেন 365 দিনের জন্য। সমস্ত ধরণের সাবস্ক্রিপ্সন পাওয়া যাবে এই প্ল্যানে। এর সাথে জিও লঞ্চ করল আরও একটি প্ল্যান যার রিচার্জ মূল্য 749 টাকা। এর বৈধতা দেওয়া হচ্ছে 90 দিনের জন্য। এই প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড প্ল্যানের সাথে থাকছে প্রতিদন 2GB করে ডেটা।
গ্রাহক টানতে Jio এর চমক, 100 টাকার কমে সবচেয়ে সস্তার মোবাইল রিচার্জ প্ল্যান বাজারে এলো।
প্রতিদিন 100 টি করে ফ্রি SMS এর সাথে মিলবে Jio Apps এর সম্পূর্ণ সুবিধা। এই রকম নানা আকর্ষণীয় অফার জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। নতুন নতুন প্ল্যানের খোঁজ পাবেন এখানেই। আপনার মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। এছাড়া সরকারি চাকরী, ব্যবসা, স্কুল, কলেজের নানা আপডেট, সরকারি ও বেসরকারি পকল্প সহ নানাবিধ বিষয়ে খোঁজ পেতে আমাদের সাথে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন। ধন্যবাদ।
Written by Mukta Barai.