Jio Plans: মাত্র 26 টাকায় 28 দিনের মহাপ্যাক! রিলায়েন্স জিও-র বিরাট অফার! কুপোকাত VI, Airtel
Jio Internet Plan 2025
রিলায়েন্স জিও (Reliance Jio) আবার তার গ্রাহকদের নতুন প্ল্যান এনে চমকে দিল। এবার টানা ২৮ দিনের মহাপ্যাক আনল জিও। যারা এখনো এই প্যাক সম্পর্কে জানেন না আজকের এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন। বলা যায়, এয়ারটেল ও বিএসএনএল-কে একপ্রকার কুপোকাত করেই রিলায়েন্স জিও এই নতুন প্ল্যান এনেছে। এর থেকে আপনারা কি সুবিধা পাবেন এক নজরে দেখে নিন।
Reliance Jio Super Pack 2025
খুব স্বাভাবিকভাবেই বলা যায়, বর্তমানে দাঁড়িয়ে ইন্টারনেট ছাড়া আমাদের এক মুহূর্ত কাটানো সম্ভব নয়। প্রায় সর্বত্র আর সব সময় ইন্টারনেট জরুরী হয়। তবে ভাবুন তো, মাত্র 26 টাকায় পুরো 28 দিন চলছে আপনার প্রয়োজনীয় ইন্টারনেট! ভাবতে অবাক লাগলেও বিষয়টা সত্যি। মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও ফের এরকম একটি বিশেষ অফার নিয়ে হাজির। আবার তারা বাজার ধরতে মোক্ষম একটি প্ল্যান এনেছে।
আরও পড়ুন: একবার রিচার্জে চলবে পাঁচটি সিম। সবার ঘুম উড়িয়ে ধামাকাদার প্ল্যান আনলো Airtel!
বর্তমানে ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও। আর এবার জিও তার সকল গ্রাহকদের জন্য মাত্র 26 টাকায় 28 দিনের একটি দারুন প্ল্যান (Jio Internet Plan) এনে হাজির। আর সেটা হল একটি বিশেষ ধরনের ডেটা প্যাক। এটি পাওয়া যাচ্ছে মাত্র ২৬ টাকায়। আপনি এতে বিপুল ইন্টারনেট পাবেন একথা সত্যি। তবে এই প্ল্যান কল অথবা এসএমএস এর কোন সুবিধা দিচ্ছে না। 26 টাকার প্ল্যানে একজন গ্রাহক পাচ্ছেন 2GB-র হাইস্পিড ইন্টারনেট। শুধু তাই নয়, ডেটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট কিন্তু আপনার চালু থাকছে। তবে এর গতি নেমে যাবে 64 kbps-এ।
এই বিশেষ প্ল্যানের সুবিধা কারা পাবেন?
এই বিশেষ প্ল্যানের সুবিধাটি দেওয়া হচ্ছে একমাত্র JioPhone ব্যবহারকারীদের জন্যই। অর্থাৎ, যারা JioPhone ব্যবহার করেন, তাদের যদি মূল প্ল্যান যেটি তিনি ভরিয়েছেন, তার ডেটা শেষ হয়ে যায়, তাহলে তিনি সস্তায় একটি দুর্দান্ত প্ল্যানে রিচার্জ করে নিতে পারবেন। তাই যদি আপনি ডেটা শেষ হওয়ার সমাধান খুঁজতে থাকেন, তাহলে এই প্ল্যান আপনার জন্যই।
আরও পড়ুন: জিও গ্রাহকদের বিরাট সুখবর। রিলায়েন্স জিও কয়েনের ব্যবহার, সুবিধা ও জিও কয়েন কিভাবে উপার্জন করবেন?
এয়ারটেল ও VI এর ২৬ টাকার প্ল্যান!
রিলায়েন্স জিওর পাশাপাশি এয়ারটেল ও VI দুটি কোম্পানিও 26 টাকার ডেটা প্যাক চালু রেখেছে। সেখানে মিলছে মাত্র 1.5GB ডেটা। তাও 1 দিনের জন্য প্রযোজ্য। এদিকে, একই দামে জিও 28 দিন-এর ভ্যালিডিটি যুক্ত প্ল্যান দিচ্ছে। তাই বেশি করে সুবিধা পেতে চাইলে দ্রুত রিচার্জ করুন।
উপসংহার: রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য শুধুমাত্র ইন্টারনেটের জন্য এই ২৬ টাকার প্ল্যান এনেছে। তাই আপনারা যদি এতে রিচার্জ করেন তাহলে অতিরিক্ত নেটে আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন। এছাড়া জিওর অন্যান্য প্ল্যান সম্পর্কে জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে ভুলবেন না।