Recruitment Update: বর্তমানে কোন কোন চাকরির আবেদন চলছে? একনজরে দেখে নিন সেরা 10 চাকরি
আপনি কি একজন চাকরিপ্রার্থী? ভালো চাকরির সন্ধানে আছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য(Recruitment Update). আমরা এখানে আলোচনা করব মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক পাস যোগ্যতায় আপনি কোন কোন চাকরি পেতে পারেন(Recruitment Update). আপনার জন্য রইল সেরা দশটি চাকরির হদিশ। এর মধ্যে থেকে আপনি যে চাকরিতে আবেদন করতে চান নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন জমা করুন(Recruitment Update).
টাটা স্টিলে ৬৮,৩০০/- টাকা বেতনে নতুন চাকরি! ৬০০০ শূন্যপদে নিয়োগ! আবেদন জানান অনলাইনে
Recruitment Update: Top 10 Job 2024
১) রাজ্যে আশা কর্মী নিয়োগ (Asha Karmi Recruitment)
এই চাকরির আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাশ। প্রার্থীর বয়সসীমা হলো ১ ডিসেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী নূন্যতম ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। এই নিয়োগের জন্য আপনি অনলাইনে আবেদন জমা করতে পারেন। চাকরির আবেদনের শেষ তারিখ হল ৩০ আগস্ট, ২০২৪।
২) অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ (Anganwadi Recruitment)
এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাশ। আবেদন কারী প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩৫ বছর। অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সাবমিট করতে হবে আগ্রহী প্রার্থীদের। এই চাকরিতে আবেদনের শেষ তারিখ হলো ২৫ আগস্ট, ২০২৪।
৩) ভারতীয় সেনায় কনস্টেবল (Indian Army Constable Recruitment)
এই নিয়োগে চাকরি পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাশ। আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। এই চাকরি পাওয়ার জন্য আবেদন কারীদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ২৬ আগস্ট, ২০২৪।
৪) সরকারি দপ্তরে সুপারভাইজার (Supervisor Recruitment 2024)
এই চাকরির শিক্ষাগত যোগ্যতা হলো সাইন্স গ্র্যাজুয়েট। প্রার্থীর বয়স নিয়ে আলাদা করে কিছু বলা হয়নি।অর্থাৎ, যে কোনো প্রাপ্তবয়স্ক প্রার্থী এই পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগের আবেদন জমা করা যাবে অনলাইন মাধ্যমে। আপনি নাম নথিভুক্ত করতে পারেন নির্দিষ্ট সরকারি পোর্টালের মাধ্যমে। এই নিয়োগে আবেদনের শেষ তারিখ হলো ২৪ আগস্ট, ২০২৪।
৫) সুপ্রিম কোর্টে জুনিয়ার অ্যাটেন্ডেন্ট (Suprime Courte Recruitment)
এই নিয়োগে যারা চাকরি পেতে চান তাদের সবাই যে Cooking অথবা Culinary বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। এই নিয়োগে আবেদন জমা দেওয়া যাবে আগামী ১২ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত।
কলকাতা মেট্রোয় চাকরির সুযোগ! 1,50,000 টাকা বেতনে নিয়োগ! আবেদন পদ্ধতি জেনে নিন
৬) জেলায় মহিলা কর্মী পদে নিয়োগ (Female Worker Recruitment)
এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ। চাকরির বয়সসীমা হলো সর্বোচ্চ ৬০ বছর। এই নিয়োগের আবেদন জানানো যাবে অফলাইন পদ্ধতিতে। আবেদনের জন্য লাস্ট ডেট হলো আগামী ৩১ আগস্ট, ২০২৪।
৭) অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (Anganwadi Recruitment)
এই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাশ। আবেদন রত প্রার্থীর বয়সসীমা হবে ১৮ বছর থেকে ৩৫ বছর। অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের শেষ তারিখ হলো ১৮ সেপ্টেম্বর, ২০২৪।
৮) সমাজ কল্যাণ দপ্তরে হেল্পার নিয়োগ (Helper Recruitment)
এই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যামিক পাশ। প্রার্থীর বয়সসীমা নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। আবেদনের লাস্ট ডেট হলো ১২ সেপ্টেম্বর, ২০২৪।
৯) কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগ (Calcutta Highcourt Recruitment)
এই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাশ। আবেদন কারীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানানো যাবে অনলাইন মারফত। আবেদনের লাস্ট ডেট হলো ২৬ আগস্ট, ২০২৪।
১০) রাজ্যের জেলা পরিষদ দপ্তরে কর্মী নিয়োগ
এই নিয়োগে আবেদন জানানোর জন্য শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক পাশ সহ BHMS অথবা BAMS ডিগ্রী। প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে। এই নিয়োগে আবেদন জানানো যাবে অফলাইন পদ্ধতির মারফত। আর এই নিয়োগের আবেদনের শেষ তারিখ হলো ২৭ আগস্ট, ২০২৪।