Wireless Emergency Alert – হঠাৎ সবার ফোনে ইমারজেন্সি অ্যালার্ট! কি কারনে এই মেসেজ? কোনও বিপদ আসছে?

গত কয়েকদিন ধরেই ভারত সরকারের টেলিকম মন্ত্রক (DoT) থেকে Wireless Emergency Alert সংক্রান্ত মেসেজ পাঠানো হচ্ছেইয়Emergency alert system নিয়ে যেখানে বলা হচ্ছে,
গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি:
আপনি আপনার মোবাইলে একটি ভিন্ন শব্দ এবং কম্পন সহ একটি জরুরী ……. সহযোগিতায় ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ দ্বারা পাঠানো হচ্ছে।”

Advertisement

Reason for Wireless Emergency Alert

আর এর পরই প্রচুর মানুষের ফোনে হটাত সাইরেন এর মতো মেসেজ এলার্ট (Wireless Emergency Alert) ও ভাইব্রেট হতে থাকে। যার ফলে অনেকেই চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়েন। তার মূল কারন হলো অনেকেই টেলিকম মন্ত্রকের আগের মেসেজ টি দেখেন নি, কিম্বা পান নি। আর কি কারনে এই মেসেজ ও এলার্ট পাঠানো হয়েছে, জেনে নিন।

Reason for Emergencu Alert

আজকাল আমাদের মধ্যে বহু মানুষের কাছেই স্মার্টফোন রয়েছে। Google দ্বারা প্রস্তুত এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি মানুষের জীবনযাত্রা সহজ করে দিয়েছে অনেক। কারণ এই ফোনে যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে খুব সহজে ঘরে বসেই অনেক গুরুত্বপূর্ণ কাজও করে ফেলা যায়। তাই বর্তমানে যদি স্মার্ট ফোন হাতে না থাকে তাহলে দুনিয়া অন্ধকার বলে মনে হয়।

Ads

কিন্তু প্রতিটি কয়েনের যেমন দুপিঠ থাকে তেমনি প্রযুক্তির প্রতিটি দিকের ও ভালো খারাপ দুই দিক রয়েছে। ব্যতিক্রম ঘটেনি এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রেও। বর্তমানে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম ঘটে চলে এই স্মার্টফোনের মাধ্যমে। জালিয়াতরা বিভিন্নভাবে হ্যাকিং করে নিজেদের কব্জার মধ্যে করে ফেলে আপনার স্মার্টফোনকে। তারপর আপনার মোবাইলের সমস্ত তথ্য চুরি করে নেয়। যার মাধ্যমে বিপদে পড়েন আপনি।

Advertisement

বর্তমানকালের বিশ্বে এরকম বহু ঘটনার নিদর্শন আছে। এভাবে প্রতারিত হচ্ছেন কোটি কোটি মানুষ। গত শুক্রবার এ রকমই একটি ভয়ের সম্মুখীন হয়েছিলেন আপামর ভারতবাসী। হঠাৎ করে বেলার দিকে ফোনে আসে একটি এমার্জেন্সি এলার্ট (Wireless Emergency Alert). যার দ্বারা হতভম্ব হয়ে পড়েন অনেক মানুষই। অনেকে আতঙ্কিতও হয়েছিলেন। কিন্তু কেন এমন করা হলো? এখানে কি আদৌ সরকারের হাত আছে, নাকি কোন প্রতারক এই কাজ করছে? সকলের মনে ঘুরতে থাকে এই ভাবনা। এ বিষয়ে সরকারের তরফে কি বলা হলো দেখে নেওয়া যাক।

Advertisement

গত শুক্রবার বেলা ১২:৪৪ নাগাদ দেশের মধ্যে বহু স্মার্টফোন ব্যবহারকারীর মোবাইলে একটি এলার্ট (Wireless Emergency Alert) আসে। এই Wireless Emergency Alert ম্যাসেজে লেখা ছিল “এটা একটা ‘স্যাম্পল টেস্টিং মেসেজ’, যা পাঠানো হচ্ছে ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের তরফে। দয়া করে এই মেসেজকে অগ্রাহ্য করুন, কেননা আপনার তরফে কিছুই করার নেই। এই মেসেজ আসলে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে প্যান-ইন্ডিয়া এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করতে পাঠানো হয়েছে। জন নিরাপত্তা ও আপৎকালীন পরিস্থিতিতে সকলকে সতর্ক করতেই এমনটা করা হচ্ছে।”

Ads

এটি কোন মেসেজ (Wireless Emergency Alert) রূপে ইনবক্সে ঢোকেনি। সরাসরি ফোনের স্ক্রিনে ফ্ল্যাশ মেসেজ হিসেবে উপস্থিত হয় এটি। এর সঙ্গে মুহূর্তের মধ্যে ভাইব্রেশন হয় ফোনে। আচমকা এরকম ঘটনায় ভয় পেয়ে যান অনেক স্মার্টফোন ব্যবহারকারীরা। কি হলো এটা? এর আগে তো এরকম কোনদিন হয়নি। এদিকে ফোনের সেই মেসেজে বলা হয়েছিল যে ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের তরফ থেকে Wireless Emergency Alert স্যাম্পেল টেস্টিংয়ের জন্য নাকি এই মেসেজ পাঠানো হয়েছিল সকলের মোবাইলে।

তবুও এই ঘটনায় বিচলিত হয়ে পড়েন অনেকেই। অনেকে বিষয়টিকে ভুয়া ভাবতে থাকে। অনেকের মনে এই প্রশ্ন আসে যে হয়তো কেউ তাদের ফোন হ্যাক করার চেষ্টা করছে। এইভাবে বিভিন্ন জল্পনা কল্পনা করতে থাকেন মানুষ। অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন তারা। এমনকি ভয়ে অনেকে ওকে অপশনটিতে ক্লিক করে ম্যাসেজটি সরিয়ে দিতেও সাহস দেখাতে পারেননি।

জিও স্পেস ফাইবার (Jio Space Fiber Satellite Internet)

তবে সম্প্রতি ভারত সরকারের টেলি কমিউনিকেশন মন্ত্রকের তরফে বিষয়টি নিয়ে বার্তা দেওয়া হয়েছে জনগণের উদ্দেশ্যে। তারা বলেছেন এখানে ভয়ের কোন কারণ নেই। এই বছরের জুলাই মাসে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মিলে একটি কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির নাম হলো ইমারজেন্সি অ্যালার্ট সিস্টেম (Wireless Emergency Alert System).

আরও পড়ুন, কম্পিউটার জানা থাকলে, বাড়ি বসে কাজ করার সুযোগ দিচ্ছে, ভারত সরকার। ক্লিক করে জেনে নিন।

কি কারনে এই ইমার্জেন্সি মেসেজ

এর লক্ষ্য হল, জরুরি অবস্থা তৈরি হলে দেশের নাগরিকদের সহজেই যাতে অ্যালার্ট করা যায়। এর আওতায় মাঝেমধ্যে দেশের বহু স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে এরকম মেসেজ পাঠানো হয়। মাসখানেক আগেও এটাই ঘটেছিল। দেশের সকল নেটওয়ার্ক ব্যবহারকারীরাই এই মেসেজ পেয়ে থাকেন। এবারও তাই হয়েছে। আগামী দিনে আরও ব্যবহারকারীর ফোনে এরকম মেসেজ ঢুকতে পারে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন, গ্রাহক বাড়াতে অ্যান্ড্রয়েড ফোনের দামেই মিলবে iPhone, দিওয়ালীর আগে অবশ্যই কিনুন।

এই মেসেজ আসার পর ওকে অপশনটিতে যতক্ষন না ক্লিক করবেন ততক্ষণ ফোনটি ভাইব্রেশন হবে এবং মেসেজ দেখা যাবে স্ক্রিনে। টেলিকমিউনিকেশন বিভাগের সিইও জানিয়েছেন, এই ধরনের অ্যালার্টের জন্য আগে বিদেশি প্রযুক্তির সাহায্য নিতে হতো। বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই এবার থেকে এমন সিস্টেম তৈরি করা হচ্ছে।
Written by Nabadip Saha.

সুখবর বাংলা

Leave a Comment

Advertisement