RBI Rules – এই ব্যাংকে একাউন্ট থাকলে আগামী 6 মাস টাকা তুলতে পারবেন না।
মাঝে মাঝেই শোনা যায়, RBI অধীনস্ত ব্যাংকের বিভিন্ন নিয়মে রদবদল। আর এই নিয়ম বদল মেনেই আগামী 6 মাস ধরেই গ্রাহকদের মেনে চলতে হবে এই বিশেষ নিয়ম কানুন। বিশেষ কারণেই বদল আনা হচ্ছে এই নিয়মে। তবে এর ফলে গ্রাহকদের বেশ সমস্যার সম্মুখীন হতে হবে। আরও কি কি নিয়ম মেনে চলতে হবে, একবারে এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক।
RBI এর নির্দেশ মেনে চলার নির্দেশ ব্যাংক কর্তৃপক্ষের।
ভারতের ব্যাংকিং ব্যবস্থাকে স্বচ্ছ এবং সুরক্ষিত রাখতে সর্বদা নজরদারি জারি রাখে RBI. কোনো ব্যাঙ্কের ক্ষেত্রে RBI এর নিয়ম না মানা বা আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো অনিয়মের অভিযোগ উঠলে আরবিআই এর রোষানলে পড়লে হয় তাদের। ঠিক এই রকমই একটি ব্যাঙ্কের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল আরবিআই। এর জেরে সমস্যায় পড়তে পারেন এই ব্যাঙ্কটির গ্রাহকরা।
তাই এখানে আপনার অ্যাকাউন্ট থাকলে এখনই সতর্ক হয়ে নিন। এবার তামিলনাড়ুর মুসিরি আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ জারি করেছে RBI তথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে এই ব্যাঙ্কের গ্রাহকরা বর্তমানে সর্বাধিক ৫০০০ টাকা তুলতে পারবেন নিজেদের অ্যাকাউন্ট থেকে। এই নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য বজায় থাকবে বলে আরবিআই সূত্রে খবর।
এই নিষেধাজ্ঞা জারির ফলে বেশ বিপাকে পড়েছে তামিলনাড়ুর এই ব্যাঙ্কটি। কারণ, আগামী ৬ মাস আরবিআই-এর অনুমতি ছাড়া কাউকে ঋণ দিতে পারবে না তারা। শুধু এটাই নয়, ব্যাঙ্কটি কোনও রকম বিনিয়োগও করতে পারবে না। রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি বিবৃতি জারি করে এগুলি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, তামিলনাড়ুর মুসিরি আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকরা একসাথে পাঁচ হাজার টাকার বেশি তোলার অনুমতি পাবেন না। ফলে এই ব্যাঙ্কের যাঁদের অ্যাকাউন্ট আছে, তাঁরা এবার বিপদে পড়তে পারেন। কখনো এমন হতেই পারে যে কোনও গ্রাহকের একসাথে অনেক বেশি টাকার দরকার হল, কিন্তু ব্যাঙ্কের নিষেধাজ্ঞা থাকায় সেই টাকা তোলা সম্ভব হবে না।
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, এই ব্যাঙ্কের যোগ্য আমানতকারীরা ৫ লক্ষ টাকা অবধি আমানতের উপর ডিপোজিট ইন্স্যুরেন্স ক্লেম পাবেন। ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের থেকে এই ক্লেম পাবেন তাঁরা।
দোল হলিতে Jio এর চমৎকার রিচার্জ অফার, মাত্র ১ টাকায় আনলিমিটেড ফ্রি নেট ও কলিং।
পাশাপাশি আরবিআই আরও জানিয়েছে, এই কো-অপারেটিভ ব্যাঙ্কটির লাইসেন্স বাতিল করা হচ্ছে না। তবে ব্যাঙ্কের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার ফলেই এই পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে তাদের বিরুদ্ধে। ব্যাঙ্কের আর্থিক অবস্থার সার্বিক উন্নতি হলে আবার সব কিছু আগের মতো করা হবে। সমস্ত জারি করা নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে।
Written by Parna Banerjee.