দিওয়ালী ধামাকা, ব্যাংকে একাউন্ট থাকলেই RBI দিচ্ছে বিরাট উপহার, এখুনি লুফে নিন।
বর্তমানে দেশের প্রায় অধিকাংশ নাগরিকদেরই ব্যাঙ্ক একাউন্ট রয়েছে। তাছাড়া অনেকেই RBI কার্ড ব্যবহার করে থাকেন। সেটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হতে পারে। আগামী মাসের শুরু থেকেই কার্ড ব্যবহারে পরিবর্তন আসতে চলেছে। এর ফলে কি কি সুবিধা হবে, জেনে নেওয়া যাক।
কবে থেকে মিলবে RBI এর এই সুবিধা?
টাকা লেনদেনের ক্ষেত্রে প্রয়োজন হয় ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের। আর আগামী মাস থেকে বদলে যেতে চলেছে কার্ড ব্যবহারের নিয়ম। RBI এর তরফ থেকে এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয়েছে। যার ফলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, এতে গ্রাহকের টাকা আরও সুরক্ষিত থাকবে। সম্প্রতি ব্যাংক জালিয়াতি বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ।
কবে থেকে পরিবর্তন আনা হয়েছে?
আগামী ১ অক্টোবর থেকে কার্ড সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনা হচ্ছে। RBI এর তরফ থেকে আগামী ২৭ অক্টোবর থেকে কার্ডের টোকেনাইজেশন সংক্রান্ত নিয়মে পরিবর্তন করা হবে। RBI জানিয়েছে, টোকেনাইজেশন সিস্টেমে এই কার্ডের ক্ষেত্রে পরিবর্তনের পর থেকে কার্ডধারীরা অনেক বেশি সুবিধা ও নিরাপত্তা পেতে চলেছেন।
ফেসবুক স্কলারশিপ, উচ্চ শিক্ষার জন্য নগদ টাকা দিচ্ছে ফেসবুক, কিভাবে আবেদন করবেন
এছাড়া কার্ডের নিয়ম পরিবর্তনে ব্যবহারকারীরা আরো সুবিধা পাবেন। নতুন টোকেন সিস্টেমের ফলে কার্ডের সমস্ত ডেটা বদলে যাবে টোকেনে। এতে করে কোনও শপিং ওয়েবসাইট কার্ডের কোনও তথ্য পাবে না। কার্ড টোকেনাইজেশন পদ্ধতিতে কার্ড ব্যবহারকারীকে ১ টাকাও খরচ করতে হবে না। শপিং ওয়েবসাইটগুলি যে তথ্য পাবে, টোকেন আকারে মিলবে। অর্থাৎ এবার থেকে CVV নম্বর জানলেই টাকা তোলা যাবে না।
উল্লেখ্য ইতিমধ্যেই পহেলা অক্টোবর থেকে পরীক্ষামুলক ভাবে এই পরিষেবা চালু হয়েছে। ধীরে ধীরে দেশের সমস্ত ব্যাংকে এই পরিষেবা চালু হবে। এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
Sandipdas. SBI.FALAKATA