RBI New Announcement : RBI-এর বড় ঘোষণা! যাতে লাভ হতে চলেছে মধ্যবিত্তের। জানুন কি? Breaking News!

RBI  New Announcement : আগামী দুটি ঋণনীতিতে বৃদ্ধি করা হতে পারে সুদের হার। জানুন বিস্তারিত

অতিমারির প্রভাবে একেই ব্যবসা-বাণিজ্যের লোকসান, তার মধ্যে অত্যধিক মৃত্যু সংখ্যা (RBI  New Announcement)। সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। বাজারে প্রয়োজনীয় জিনিসের অত্যধিক দাম। সংবাদ সূত্রে খবর, RBI-এর আগামী দুটি ঋণনীতিতে সুদের হার বৃদ্ধি পাবেই, তা মনে করছে স্টেট ব্যাঙ্কের অর্থনীতিবিদেরা।

আরও পড়ুন, সাবধান! আবারও থাবা বসাতে চলেছে ওমিক্রন! সতর্ক করল WHO।

আগের মাসে গম, মাংস, আলু, লঙ্কা, দুধ, জ্বালানি কাঠ এবং রান্নার গ্যাসের দাম এতটাই বেড়েছে যার ফলে মধ্যবিত্তদের পকেট বাঁচানোর আর কোনও উপায় থাকেনি (RBI  New Announcement)। তাই মার্চে দেশের খুচরো বাজারে মূল্য বৃদ্ধির হার ৬.৯৫ শতাংশে পৌঁছেছে। বর্তমানে কাঁচা মালের সাথে সাথে অন্যান্য পণ্যের দাম যেভাবে বেড়েছে তা কমার সম্ভাবনা নেই এমনটাই জানা গেছে সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে স্টেট ব্যাংকের গবেষণা শাখার রিপোর্ট থেকে।

প্রসঙ্গত, এর জেরে রিজার্ভ ব্যাংকের আগামী দুটি ঋণনীতিতে সুদের হার বৃদ্ধি পাবেই, তা মনে করছে স্টেট ব্যাঙ্কের অর্থনীতিবিদেরা (RBI  New Announcement)। ভবিষ্যতে বাজারে অন্যান্য প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে কেরোসিন এবং জ্বালানি কাঠের দাম আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

শুধু তাই নয়, কৃষিক্ষেত্রে যেসব কাঁচামাল ব্যবহার করা হয় সেগুলির দামও দিন দিন বাড়ার ফলে ভবিষ্যতে চাষের খরচ ৮-১০% বাড়তে পারে, আশঙ্কা রিপোর্ট অনুযায়ী। সংবাদ মাধ্যম সূত্রে খবর, অগ্নিমূল্যের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়ার আগেই তাতে লাগাম টানতে আরবিআই (RBI  New Announcement)-কে জুন এবং আগস্টের ঋণনীতিতে ২৫ বেসিস পয়েন্ট করে সুদ বাড়াতে হতে পারে এবং সারা অর্থবর্ষে ৭৫ বেসিস পয়েন্ট বাড়াতে হতে পারে। তাতে সাধারণ মানুষের মনে সুদের কথা ভেবে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।

এই সম্পর্কিত আরও নানা খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।

আরও পড়ুন, এবার জমির দলিল ও কাস্ট সার্টিফিকেটেও আধার লিংক ও ইনকাম সার্টিফিকেট যুক্ত করতে হবে, বিস্তারিত জানুন, Breaking News

Written By- Manika Basak.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button