RBI Guidelines না মানায় SBI ও PNB সহ 4 টি ব্যাংক কে জরিমানা করলো রিজার্ভ ব্যাংক। মহা চিন্তায় 40 কোটি গ্রাহক।
স্টেট ব্যাংক সহ ৪টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর জরিমানা আরবিআই এর। রিজার্ভ ব্যাংক জানিয়েছে RBI Guidelines না মানায় গ্রাহকের টাকা সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত। এখন প্রশ্ন হচ্ছে, স্টেট ব্যাংক সারা দেশের মধ্যে সবচেয়ে গ্রাহক পূর্ণ ও নির্ভরযোগ্য ব্যাংক। আর সেই ব্যাংক ই যদি RBI Guidelines না মানে তবে গ্রাহকদের টাকার কি হবে? গ্রাহকদের অ্যাকাউন্টে কি প্রভাব পড়তে চলেছে? জেনে নিন।
SBI Bank violates RBI Guidelines
দেশের দুটি বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank). দুটি ব্যাংকই তার গ্রাহকদের টাকা পয়সার সুরক্ষা এবং আর্থিক লেনদেনের প্রতি যথেষ্ট নজর রাখে। কিন্তু তা সত্ত্বেও এই দুই ব্যাংকের বিরুদ্ধে এবার অভিযোগ উঠেছে যে রিজার্ভ ব্যাংকের ব্যাংকিং রুলস বা RBI Guidelines নাকি মেনে চলেনি এই দুই ব্যাংক।
আর তাই শাস্তি স্বরূপ তাদের ওপর চাপানো হয়েছে বিরাট অংকের জরিমানা। আর স্বাভাবিকভাবে এই দুই ব্যাংকের ওপর জরিমানা চাপার কারণে ব্যাঙ্কগুলির অনেক গ্রাহকেরই মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাদের ভয় যে RBI Guidelines এর জন্য তাদের অ্যাকাউন্টে কোনরকম প্রভাব পড়বে না তো? দেখা যাক এ ব্যাপারে কি বলছে রিজার্ভ ব্যাংক তথা RBI.
কয়েকদিন আগেই দেশের বেশ কয়েকটি সমবায় ব্যাংকের লাইসেন্স বাতিল ও জরিমানার ভার চাপায় রিজার্ভ ব্যাংক। এমনকি সেইসঙ্গে বাতিলও করা হয় কেরালার এক সমবায় ব্যাংকের লাইসেন্স। এর মাঝেই এবার পালা এল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এবং স্টেট ব্যাংকের (SBI). আরবিআই মারফত জানা গেছে ব্যাংকের অগ্রিম লোন সংক্রান্ত কিছু নিয়মকানুন বা RBI Guidelines না মানার জন্য এক্ষেত্রে পাঞ্জাব এবং স্টেট ব্যাংকের উপর জরিমানা আরোপ করা হয়েছে।
তবে শুধু পাঞ্জাব এবং স্টেট ব্যাংকই নয়, আর বি আই এর প্রকাশিত তালিকা অনুযায়ী সম্প্রতি আরো দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে জরিমানার শাস্তি দিয়েছে আরবিআই। Depositor education and awareness fund scheme এর কিছু নিয়ম মেনে না চলার জন্য এই অপর দুটি ব্যাংককে শাস্তি দেওয়া হয়েছে। এই দুটি ব্যাংকের নাম হলো ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং সিন্ধ ব্যাংক।
কোন ব্যাংকের উপর কত টাকা জরিমানা?
১. এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর ১.৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
২. পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ককে ১ কোটি টাকা করে জরিমানা দেওয়ার আদেশ করা হয়েছে।
৩. ইন্ডিয়ান ব্যাঙ্কের উপর ১.৬২ কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
তবে এখানেই শেষ নয়, উপরোক্ত এই সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বাদ দিয়েও একটি বেসরকারি ব্যাংকের ওপরে জরিমানা দেওয়ার শাস্তি চাপিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। Fedbank Financial Services Pvt Ltd কে এক্ষেত্রে ৮.৮০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার জন্য বলা হয়েছে।
আরও পড়ুন, রোজগার মেলায় মোট 10 লাখ চাকরি দেবে নরেন্দ্র মোদী। কিভাবে পাবেন এই চাকরি
গ্রাহকদের টাকার কি হবে?
অপরদিকে টাকা পয়সার লেনদেনে জালিয়াতি সংক্রান্ত নির্দিষ্ট কিছু নিয়ম কানুন না মানার জন্য নন ব্যাংকিং সংস্থাগুলিকেও জরিমানা প্রদানের শাস্তি দেওয়া হয়েছে আরবিআই মারফত। যার ফলে গ্রাহকেরা দুসচিন্তায় পড়ে গেছেন। যদিও টাকার সুরক্ষা রয়েছে।
আরও পড়ুন, বাংলার রেশন গ্রাহকদের জন্য সুখবর। পুজোর আগে খুশি 9 কোটি রেশন গ্রাহক।
তবে যারা মিউচুয়াল ফান্ড ও শেয়ার কিনে থাকেন, তাদের লস কিন্তু হচ্ছেই। কারন যেকোনো বদনাম যেকোনো সংস্থার শেয়ার ভ্যালু কমিয়ে দেয়। এই ব্যাপারে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের সাথে জুড়ে থাকতে WhatsApp এ আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন।
Written by Nabadip Saha.