RBI এর নির্দেশে এই নামি ব্যাংক কে জরিমানা ও লাইসেন্স বাতিল। বিরাট ধাক্কা গ্রাহকদের!

অর্থনৈতিক দিক দিয়ে সাধারণ মানুষের ভরসার জায়গা হল ব্যাংক। সাধারণ মানুষ RBI দ্বারা পরিচালিত ব্যাংকের ওপরে ভরসা করেই নিজের অতি কষ্টার্জিত অর্থ সঞ্চয় করেন। কিন্তু এবারে আবার এই নামি ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিল Reserve Bank of India. আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

এবারে RBI চালিত এই ব্যাংক গ্রাহকদের টাকাও ফেরত দিতে পারবে না।

ব্যাংকের গ্রাহকদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে একটি নামি ব্যাংকের ক্ষেত্রেও কোন রকম পক্ষপাতিত্ব না করে তাদের জরিমানা সহ লাইসেন্স বাতিল করা হল। Babaji Date Mahila Sahakari Bank Limited-এর লাইসেন্স বাতিল করা হয়েছে। এরফলে গ্রাহকরা কতটা অসুবিধার সম্মুখীন হলেন? দেখে নেওয়া যাক।

কি কি অসুবিধায় পড়লেন?
এক্ষেত্রে সরাসরি জানানো হয়েছে যে, টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্তও ব্যাংক নিতে পারবে না। এছাড়া নতুন গ্রাহকদের একাউন্ট করাতে পারবেন না। এর আগে রুপি কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছিল RBI. এই ব্যাংকের লাইসেন্স কেন বাতিল হল, জেনে নিন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন লাইসেন্স বাতিল করলো?
শুক্রবার লাইসেন্স বাতিল করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, ব্যাংকের মূলধন বা উপার্জনের সম্ভাবনা নেই। অর্থাৎ এই ব্যাংক ঋণে জর্জরিত। কোন আয় হচ্ছে না ব্যাংকের। সেই বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে গ্রাহকদের জন্য এই খবর খুব একটা সুখকর নয়।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফে কি জানানো হয়েছে?
ব্যাঙ্কের প্রকাশিত তথ্য অনুসারে যা জানা যাচ্ছে যে, ঐ ব্যাঙ্কের সব আমানতকারীদের প্রায় 79 শতাংশ Deposit Insurance and Credit Guarantee Corporation Act (DICGC) -এর আওতায় তাঁদের সঞ্চিত অর্থ পুরোটাই পাওয়ার অধিকারী। DICGC ইতিমধ্যেই 16 অক্টোবর পর্যন্ত, মোট বিমাকৃত অর্থের 294.64 কোটি টাকা গ্রাহকদের ফেরত দিয়েছে।

এবারে ATM Card ব্যবহার সম্পূর্ণ ফ্রি করে দিল রিজার্ভ ব্যাংক। যত খুশি টাকা তুলুন অনায়াসে! বিস্তারিত দেখুন।

RBI লাইসেন্স বাতিল করায় কি সমস্যা হচ্ছে?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর দেওয়া তথ্য অনুসারে, এই লাইসেন্স বাতিলের ফলে Babaji Date Mahila Sahakari Bank Limited আর তাদের ব্যাঙ্কিং পরিষেবা চালিয়ে যেতে পারবে না। কোনও গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়া বা টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্তও ব্যাঙ্ক নিজে থেকে নিতে পারবে না।

RBI – এর কি বক্তব্য?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – এই প্রসঙ্গে জানিয়েছে, “ব্যাঙ্কটির যা বর্তমান আর্থিক অবস্থা তাতে এটি আমানতকারীদের পুরো টাকা ফেরত দিতে পারবে না। যদি ব্যাঙ্কটিকে তার ব্যাঙ্কিং ব্যবসা চালিয়ে যেতে দেওয়া হয় তবে জনস্বার্থের উপর বিরূপ প্রভাব পড়বে।”

এর আগে কোন ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে?
রুপি কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছিল RBI। গত 22শে সেপ্টেম্বর থেকেই বন্ধ করে দেওয়া হয় ঐ ব্যাঙ্কের সমস্ত পরিষেবা। ওই ব্যাঙ্কের ক্ষেত্রেও RBI – এর ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট মেনে না চলায় বাতিল হয়েছিল লাইসেন্স।

এই সরকারি ব্যাংকের লাইসেন্স বাতিল করল RBI রিজার্ভ ব্যাংক। টাকা তোলায় নিষেধাজ্ঞা।

তারও আগে নিয়ম না মানার জন্য একটি বেসরকারি ব্যাঙ্ককে 36 লাখ টাকার জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( Reserve Bank of India) বা RBI। ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্ক অফ সাউথ কোরিয়াকে ( Industrial Bank of South Korea) এই মোটা অঙ্কের টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

সাধারণ মানুষের কাছে এ এক চরম ভোগান্তি। যদিও গ্রাহকেরা তাদের সম্পূর্ণ আমানত ফেরত না পেলেও অধিকাংশই পেয়ে যাবেন। এমন আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button