RBI – নিয়ম না মানায় জনপ্রিয় 5 টি সরকারি ব্যাংকের লাইসেন্স বাতিল। টাকা তোলা যাবে না। সমস্যায় কোটি গ্রাহক।
বার বার RBI তথা রিজার্ভ ব্যাংকের নিয়ম ভাঙ্গায় এই সরকারি ব্যাংক ও ৪টি সমবায় ব্যাংকের লাইসেন্স বাতিল করল ভারতীয় রিজার্ভ ব্যাংক। যার ফলে সমস্যায় পড়তে পারেন কোটি কোটি গ্রাহক। যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা ঝটপট দেখে নিন। এবং সেই সাথে গ্রাহকদের টাকার কি হবে জেনে নিন।
RBI Cancelled Bank License
চলতি মাসেই ভারতীয় জীবন বীমা নিগমের (Life Insurance Corparation of India) আওতায় থাকা IDBI ব্যাংকের অনেকটা শেয়ার কেন্দ্রীয় অর্থ দপ্তর মারফত বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাইভেট সংস্থার কাছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই ব্যাংকের আংশিক বেসরকারিকরণ সম্পন্ন হয়ে যাবে।
কিন্তু এরই মাঝে দেশের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ব্যাংককে নিয়ে বড় ঘোষণা জারি করল ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI. বাতিল করা হলো এক ব্যাংকের লাইসেন্স। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জানানো হয়েছে ব্যাংকিং সেক্টরের রেগুলেশন সঠিকভাবে মেনে না চলার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই সরকারি ব্যাংক।
আর স্বাভাবিকভাবেই এর ফলে এখন চিন্তায় মাথায় হাত পড়েছে সেই ব্যাংকের সকল অ্যাকাউন্ট হোল্ডারদের। তাহলে কি এবার চোট যেতে চলেছে তাদের সমস্ত টাকা? চলুন দেখে নেওয়া যাক কি বলল এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক।
তবে শুধু ব্যাংকের লাইসেন্স বাতিল করাতেই শেষ নয়, সাথে আরো একটি খবর পাওয়া গেছে RBI রিজার্ভ ব্যাংক সূত্রে। ব্যাংকের নিয়ম কানুন লঙ্ঘন করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জরিমানার দায়ভার দেওয়া হয়েছে মোট ৪ টি ব্যাংককে। রিজার্ভ ব্যাংক কর্তৃক প্রকাশ করা হয়েছে এই সমস্ত অভিযুক্ত ব্যাংক গুলির তালিকা। দেখে নিন কোন কোন ব্যাংকের নাম ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক।
RBI cancelled license of which bank in 2023?
কোন কোন ব্যাংকের নাম রয়েছে তালিকায়?
১. প্রথমেই যে ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে রিজার্ভ ব্যাংক। এই ব্যাংকটি ভারতের কেরালায় অবস্থিত। এর নাম হলো অনন্তশয়নম কো-অপারেটিভ ব্যাংক। ১৯৮৭ সালে প্রতিষ্ঠা হয় এই ব্যাংক।
এই ব্যাংকটি RBI Act 1934 এর তালিকায় কোঅপারেটিভ ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছিল। কিন্তু ব্যাংকিং রুলস ফলো না করার জন্য এই ব্যাংককে বন্ধ করে দিল এবার রিজার্ভ ব্যাংক। ১৯৪৯ সালের RBI Act এর ৪৬ এবং ৫৬ ধারার অধীনে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২. এরপর পরবর্তী ব্যাংক গুলো, যেগুলির উপর জরিমানা আরোপ করেছে RBI কর্তৃপক্ষ। এগুলো প্রত্যেকটি হল এক একটি কোঅপারেটিভ ব্যাংক। প্রথমেই যে নাম এর মধ্যে উঠে এসেছে সেটি হল মহারাষ্ট্রের কোলহাপুরের শ্রীবর্ণ কোঅপারেটিভ ব্যাংক। এই ব্যাংকের উপর এক লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে আরবিআই।
৩. এছাড়াও মহারাষ্ট্রের আরো এক ব্যাংককে জরিমানা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক। তালিকায় থাকা সেই দ্বিতীয় ব্যাংকটির নাম হল দ্য স্টেট ট্রান্সপোর্ট কোঅপারেটিভ ব্যাংক। এটিকে মোট ২ লক্ষ টাকা জরিমানা দিতে বলেছে রিজার্ভ ব্যাংক।
৪. উত্তরপ্রদেশের লখনৌ শহরের একটি কোঅপারেটিভ ব্যাংককেও ১১ লক্ষ টাকার জরিমানা দেওয়া হয়েছে। এই ব্যাংকের নাম হলো এইচবিসিএল কো-অপারেটিভ ব্যাংক। শুধু তাই নয় চলতি বছর মার্চ মাসে আরও ৬ টি কো অপারেটিভ ব্যাংকের গেটে তালা পড়ে গেছে। যার জেরে কো অপারেটিভ ব্যাংক নিয়ে অনেকেই আতংকে রয়েছেন।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে রেশন কার্ড নিয়ে চালু নতুন নিয়ম। খুশি হলো 9 কোটি রেশন গ্রাহক।
৫. আর সবশেষে যে ব্যাংকের কথা বলব সেটি হল জম্মু ও কাশ্মীরে অবস্থিত দ্য সিটিজেনস কোঅপারেটিভ ব্যাংক। এটিকে আরবিআই মারফত নোটিশ দেওয়া হয়েছে মোট ৬ লাখ টাকা জরিমানা দেওয়ার জন্য।
পোস্ট অফিসের এই স্কীমে টাকা রাখুন। গ্যারান্টি সহকারে সর্বোচ্চ সুদ পাবেন।
গ্রাহকের টাকার কি হবে?
কেন্দ্র সরকার ও রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনও ব্যাংক দেউলিয়া অথবা বন্ধ হয়ে গেলে, গ্রাহকেরা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ক্লেইম বা দাবী করতে পারেন। এর চেয়ে বেশি টাকা থাকলেও ৫ লাখ টাকার বেশি পাবেন না। সেক্ষেত্রে গ্রাহকেরা ৫ লাখ টাকা পর্যন্ত পেয়ে যাবেন।
Written by Nabadip Saha.