জুলাই মাসে আরও 5 টি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো রিজার্ভ ব্যাংক, গ্রাহকের টাকার কি হবে?
এই ব্যাংকের লাইসেন্স বাতিল করলো রিজার্ভ ব্যাংক, অ্যাকাউন্ট থাকলে জেনে নিন।
ব্যাংকের নিয়ম না মানায় পাঁচ পাঁচটি ব্যাংকের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI). আর এই ব্যাংকের লাইসেন্স বাতিল (Banking License Cancel) করার ফলে আর কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত কাজকর্ম করতে পারবে না নির্দিষ্ট ওই ব্যাংক। ইতিমধ্যেই RBI এর তরফে নির্দেশিকা জারি করে ব্যাংকের লাইসেন্স বাতিল করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
দেশজুড়ে ব্যাংকিং ক্ষেত্রে আর বি আই এর নির্দেশিকা অনুযায়ী নিয়মকানুন লংঘন করলে সেই সমস্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। RBI এর তরকে দেশের ভিতরে আর্থিক লেনদেন প্রক্রিয়া যাতে সহজ-সরল এবং ত্রুটিমুক্ত থাকে, সেই দিকে নজর দিয়েই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। যাতে দেশবাসী কোনোরকম আর্থিক সমস্যার মধ্যে না পড়েন। পাশাপাশি, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিও যাতে সঠিকভাবে তাদের ব্যাংকিং কাজকর্ম চালাতে পারে।
কি কারনে ব্যাংকের লাইসেন্স বাতিল?
যে ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে আরবিআই, তার মূল কারণ ওই ব্যাংকের কাছে মূলধন নেই। ব্যাংকের পুঁজি একেবারে সামান্য হয়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আর বি আই। ব্যাংকটি হল, ইউনাইটেড ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংক (United India Co-operative Bank) এই ব্যাংকের লাইসেন্স বাতিল করার নির্দেশ জারি করেছে RBI ওই নির্দেশিকায় কেন্দ্রীয় ব্যাংকের তরফে আরো জানানো হয়েছে, কোনোভাবেই আর এই ব্যাংক কোনো কাজ করতে পারবে না।
আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নির্দিষ্ট ওই ব্যাংকের আমানতকারীদের টাকার কি হবে? সেক্ষেত্রে DICGC-র বীমার নিয়ম অনুযায়ী প্রতিটি বিনিয়োগকারীর জমা টাকা এবং বিমা সংক্রান্ত বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমানতকারীরা নিয়ম অনুযায়ী টাকা ফেরত পাবেন।
খেলা হবে প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, কি কি সুবিধা পাবেন, জেনে নিন।
কত টাকা ফেরত পাবেন?
তবে কোনো বিনিয়োগকারীর যে পরিমাণেই টাকা থাকুক না কেন, ব্যাংক আর্থিক ক্ষতির সম্মুখীন হলে ৫ লক্ষ টাকা পর্যন্ত সর্বাধিক ক্ষতিপূরণ পাওয়া যায়। DICGC-র এই নিয়ম Commercial Bank, আঞ্চলিক ব্যাংক, স্থানীয় এরিয়া ব্যাংক এবং সহকারী ব্যাংক সমস্ত জায়গাতেই একইভাবে প্রযোজ্য। এই নিয়ে RBI- এর তরফে চলতি আর্থিক বছরে ৫টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে।
আরও পড়ুন, বাংলার কৃষকদের মুখে হাসি ফুটলো, ধানের সহায়ক মূল্য বাড়ালো রাজ্য সরকার। জানুন নতুন রেট।
কোন কোন ব্যাংকের লাইসেন্স বাতিল?
জুলাই মাসেই লাইসেন্স বাতিল হয়েছে কর্নাটকের তুমকুরে অবস্থিত মহিলা সরকারি ব্যাংকের।
আর বি আই এর তরফে মহারাষ্ট্রের সাতারায় হরিহরেশ্বর ব্যাংকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, বেঙ্গালুরু সুশ্রুতি সৌহার্দ্য সরকারি ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে। RBI- এর নিয়মকানুন লংঘন করলে ব্যাংকগুলির লাইসেন্স বাতিল করা হয় বা আর্থিক জরিমানা করা হয়ে থাকে।