RB I

RB I এর নির্দেশে কত টাকা জরিমানা করা হয়েছে?

আর্থিক দিক থেকে সঞ্চয় করতে সকল মানুষই ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের ওপর ভরসা করেন। কিন্তু এই ভরসা যদি ভেঙে যায়, তবে মুশকিলে পড়বেন লক্ষ লক্ষ গ্রাহক। সম্প্রতি নিয়ম ভাঙার ফলে RB I বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশের 5 টি ব্যাঙ্ককে বাতিলের হুঁশিয়ারি দিলো।

এর আগে RB I এর তরফ থেকে নানা সময়ে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে। এবার সমবায় ব্যাঙ্কগুলির বিষয়ে কড়া নজর দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। এছাড়াও একাধিক সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত করা হয়েছে। মোট 5 টি সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরোপ করা হয়েছে জরিমানা।

বেকারদের জন্য জন দরদি প্রকল্প, আবেদন করলেই পাবেন মাসিক 1500 টাকা

কোন কোন ব্যাঙ্ককে নির্দেশ দিল RB I-
১) বেঙ্গালুরুর কর্ণাটক স্টেট কো অপারেটিভ অ্যাপেক্স ব্যাঙ্ক।
২) ঝাঁসির রানি লক্ষ্মীবাই আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক।
৩) থানে ভারত কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড।
৪) তামিলনাড়ুর নিকেলসন কো অপারেটিভ টাউন ব্যাঙ্ক।
৫) রাউরকেল্লার দ্য আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক।

জরিমানার পরিমান-
RB I এর তরফ থেকে জানানো হয়েছে, কর্ণাটক স্টেট কো অপারেটিভ অ্যাপেক্স ব্যাঙ্ককে ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। হাউজিং ফাইন্যান্স সংক্রান্ত ব্যাঙ্কিং রুলসগুলি না মানায় দোষী সাব্যস্ত করে এই জরিমানা করা হয়েছে।

PPF Account বা যেকোনো PF থাকলেই মিলবে এই বিরাট সুবিধা

নিকলসন কোঅপারেটিভ টাউন ব্যাঙ্ককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রানী লক্ষ্মীবাই আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ককে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, ভারত সহকারী ব্যাঙ্ক লিমিটেডকে ইলেকট্রনিক ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থরক্ষার সতর্কতা না নেওয়ার জন্য ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিদিন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manika Basak.

SBI Account থাকলে পাওয়া যাবে 6000 টাকা? কিভাবে পাবেন, কি জানালো ব্যাংক