Ration Card – রাজ্যের একাধিক রেশন কার্ড বাতিল! রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত হতে না চাইলে এখনই এই কাজ করুন
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো রেশনিং ব্যবস্থা (Ration Card). এই প্রকল্পের মাধ্যমে একজন দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবার খাদ্যদ্রব্য পেয়ে থাকেন। আমাদের দেশে এখনো এমন কিছু পরিবার আছে যারা দুবেলা দু মুঠো অন্ন সংস্থানের জন্য হিমশিম খায় তাদের এই রেশনিং ব্যবস্থার মাধ্যমে চাল, আটা, চিনি ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণ পেয়ে থাকেন।
Ration Card Will Cancel if You HaveThese Things
ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ড তথা Ration Card দু ধরনের হয়। বি পি এল (BPL) ও এ পি এল (APL). এছাড়া আরেকটি কার্ড রয়েছে যেটা হলো অন্নপূর্ণা কার্ড (Annapurna Card). ক্যাটাগরি অনুযায়ী কার্ড ভিত্তিক খাদ্যদ্রব্যের পরিমাণ ও ভিন্ন হয়। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে দরিদ্ররা আগামীদিনে আরও পাঁচ বছর পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন।
যার মাধ্যমে দেশের মোট ৮০ কোটির বেশি মানুষ উপকৃত হতে চলেছেন। এই রেশন পেয়ে দেশের একটা বিরাট অংশের পরিবারের অনেকটাই আর্থিক সহায়তা হয়। তবে জানা যাচ্ছে কিছু শর্ত পূরণ না করতে পারলে রেশন পাওয়া থেকে বঞ্চিত হতে চলেছে অনেক পরিবার।
প্রসঙ্গত, একজন ব্যক্তির অর্থনৈতিক অবস্থার উপর একজন ব্যক্তি কোন ক্যাটেগরির রেশন কার্ড পাবেন সেটা নির্ভর করে। অর্থনৈতিক দিক থেকে একটু উচ্চ তাদের জন্য এ পি এল রেশন কার্ড এবং তারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের তাদের জন্য বিপিএল রেশন কার্ড দেওয়া হয়।
আর যারা চরম দারিদ্র, তাঁরা অন্নপূর্ণা রেশন কার্ড পেয়ে থাকেন। একজন ব্যক্তি কোন রেশন কার্ড নিবেন সেটা তার অর্থনৈতিক অবস্থা বুঝে নির্বাচন করতে হয়। নির্বাচনের জন্য কিন্তু শর্ত রয়েছে শর্ত অনুযায়ী তিনি কোন রেশন কার্ড পাবে সেটি বোঝা যায়।
জেনে নেওয়া যাক শর্তগুলো কি কি?
- যদি কোনো ভারতীয় নাগরিক দারিদ্র্যসীমার উপরে থাকেন তাহলে তিনি APL রেশন কার্ড পাবেন।
- এছাড়া যেসমস্ত নাগরিক দারিদ্র্যসীমার নীচে বাস করেন তারা বিপিএল রেশন কার্ড পাবেন।
- আর যাঁরা চরম দারিদ্র, তাঁরা পাবেন অন্নপূর্ণা রেশন কার্ড।
- যে বা যাঁরা ভারতের স্থায়ী বাসিন্দা নন তারা রেশন কার্ড পাবেন না।
ই শ্রম কার্ড অনলাইনে আবেদন কিভাবে করবেন? ই শ্রম কার্ডের সুবিধা ও অসুবিধা জেনে নিন।
- যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার বেশি তারা এই কার্ড পাবেন না।
- যাদের নিজস্ব ২.৫ একরের বেশি জমি আছে তারাও এই কার্ড পাওয়ার যোগ্য নয়।
- আয় বেশি হওয়ার কারণে যাদের আয়কর প্রদান করতে হয় তারাও এই কার্ডের যোগ্য নন।
- গাড়ি, বাড়ি আছে এমন পরিবার-ও রেশন কার্ডের সুবিধা পাবেন না।
রেশন কার্ড তথা Ration Card এর জন্য আবেদন করছেন তখন নিজের আয়ের উপর বিবেচনা করে রেশন কার্ড বা Ration Card নির্বাচন করুন। নইলে পরবর্তী সময়ে আপনি অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন।
পশ্চিমবঙ্গের অজস্র রেশন কার্ড বাতিল! তালিকা দেখুন ও Ration Card বাঁচাতে চাইলে আজই এই কাজ করুন।
আপনি যদি এ পি এল ক্যাটাগরির (APL Categories) পর্যায়ে পড়েও বিপিএল কার্ডের (BPL Card) জন্য আবেদন করেন এবং সেটা যদি পড়ে জানা যায় তাহলে আপনার রেশন কার্ড বা Ration Card সম্পূর্ণ বাতিল হয়ে যেতে পারে। তাই এই বিষয়টিতে সচেতন থাকুন।