Ration Card s – বিনামূল্যে রেশন পাওয়ার দিন শেষ, 3 মাস পর চালু করা হল নয়া নিয়ম।

Ration Card s – প্রতি কেজি চাল ও গমের মূল্য কত পড়বে?

রেশন কার্ড ছাড়া তোলা যায় না কোনো খাদ্য সামগ্রী (Ration Card s)। বিনামূল্যে রেশন পাওয়ার দিন শেষ, এবার নয়া নিয়ম চালু করা হল। অতিমারীর সময় এই কার্ডের সাহায্যে দেওয়া হয়েছিল বিনামূল্যে চাল-গম। এরপরেও চলতি বছরেও দেওয়া হচ্ছিলো বিনামূল্যে খাদ্যসামগ্রী। তবে এবার নেওয়া হল নয়া পদক্ষেপ।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সরকারের NFSA-এর অধীনে বিনামূল্যে বিতরণের প্রকল্পটি জুন মাস পর্যন্ত বহাল রাখা হয়েছিল। তবে সম্প্রতি এ বিষয়ে নয়া সিদ্ধান্ত নেওয়া হল। যোগী সরকার ক্ষমতায় আবারও আসার পর, এপ্রিল-জুন পর্যন্ত বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা হয়েছিল (Ration Card s)।

সপ্তম শ্রেণী পাশে মিলবে 12,000 টাকা স্কলারশিপ, আবেদনের শেষ তারিখ জেনে নিন

তবে সংবাদ মাধ্যম সূত্রে খবর, ডিএসও সুনীল কুমার সিং জানান, ২৫ আগস্ট থেকে নিয়মিত রেশন বিতরণ করা হবে। রেশনকার্ডের গ্রাহকদের চাল এবং গমের জন্য দিতে হবে টাকা। প্রতি কেজি গমের জন্য ২ টাকা এবং চালের জন্য ৩ টাকা করে দিতে হবে। (Ration Card s)

শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী অফিসে আরও দুটি নতুন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, নতুন ছুটির লিস্ট দেখুন

এই মাসে বিনামূল্যে দেওয়া হবে ছোলা, তেল এবং লবণ। এরপরের মাসেও এইগুলি দেওয়া হবে কিনা সে বিষয়ে নতুন আপডেট মেলেনি।এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

জিও অ্যাপ ইনস্টল করে অনলাইনে বাড়ি বসে রোজগার করুন মাসে কমপক্ষে 20 হাজার টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button