Ration Card: রেশন ব্যবস্থায় নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার থেকে বেশি করে রেশন পাবেন? রইল জরুরি আপডেট
New Rule In West Bengal Rationing System
রেশন কার্ড (Ration Card) প্রত্যেক মানুষের কাছেই খুব জরুরি একটি নথি। এই নথি সঙ্গে থাকলে বিনামূল্যে রেশন, বাজারের চাইতে কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পেয়ে যান সাধারণ মানুষ। তবে এবার রেশনের নিয়মে নয়া
বদল আনছে রাজ্য সরকার। খুব শীঘ্রই আসছে বদল। সেক্ষেত্রে সুবিধা বাড়বে নাকি জটিলতা বাড়বে রেশনের নিয়মে? আসুন সে বিধিয়ে জেনে নেওয়া যাক।
West Bengal Ration Card Rules
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে দুয়ারে রেশন (Duare Ration) পরিষেবা নিয়ে এবার প্রকাশ্যে এল বড় খবর। এমনিতে যা দেখা যায়, বিগত বেশ কিছু মাস ধরেই রেশন বন্টন ব্যবস্থায় (Rationing System) দুর্নীতির অভিযোগ উঠছে। আর সেই ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে সমগ্র বাংলা। রাজ্যের উচ্চপদস্থ নেতা থেকে শুরু করে একাধিক রেশন ডিলারদের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। এদিকে, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে খুব শীঘ্রই বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর নবান্ন তরফে। এখানেই শেষ নয়, এবার রেশন বন্টন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে এবার দুয়ারে রেশন ঘোষণা করা হল সপ্তাহে দুবার করে। নিঃসন্দেহে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।
রেশন কার্ড বাতিল সঙ্গে জরিমানা। রেশন কার্ড আধার লিংক না করলে এখনই সতর্ক হন
তবে আগামী দিনে এই রেশন বন্টন ব্যবস্থা নিয়ে সরকারকে যাতে আর অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য সম্প্রতি বড় পদক্ষেপ নেওয়া হল। এবার সবকিছুর জন্য হিসেব রাখবে খাদ্য দফতর। যদি কোনোরকম কারচুপির অভিযোগ ওঠে আর সেই অভিযোগ নজরে আসে, তাহলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। আর এমনিতে রেশন ডিলারদের বিরুদ্ধে প্রায় সবসময়ই বেআইনিভাবে রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রির অভিযোগ শোনা যায়। শুধু তাই নয় সেইসঙ্গে ভুলভাল ওজন করেও অনেক সাধারণ মানুষকে ঠকানোর অভিযোগ ওঠে।
এহেন অবস্থায় এবার নয়া সিদ্ধান্ত সরকারের বহু রেশন দোকানে দোকানে গিয়ে অভিযান চালাবেন খাদ্য দফতরের আধিকারিকরা। রেশন দোকানে সরকার থেকে বরাদ্দ চাল এবং গমের হিসেব না মিললেই তখন ডিলারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে খাদ্য ও সরবরাহ দফতর। এছাড়া ওজন মেশিনের মাধ্যমেও কিছু গরমিল করা হচ্ছে কিনা সেই বিষয়েও নজরদারি চালানো হবে। বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে।
রেশন নিয়ে উঠছে নানা অভিযোগ
তবে এবার বহু মানুষের অভিযোগ যে, খাদ্য দফতরের তরফে দেওয়া পস মেশিন বন্ধ রেখে সাধারণ দাঁড়িপাল্লায় ওজন করে জিনিস দেওয়া হচ্ছে। আর অভিযোগ ওজনমাপার যন্ত্রের বদলে অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে বাটখারা হিসাবে ইট-বালি-পাথর। আর এই অভিযোগ উঠতেই কার্যত নড়েচড়ে বসেছে খাদ্য দফতর। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলা থেকে এই ধরনের অভিযোগ এসেছে।
কোটি কোটি রেশন কার্ড বাতিল হচ্ছে। এই কাজ না করলে রেশন বন্ধ। আপনার কার্ড সুরক্ষিত থাকবে কিভাবে?
এদিকে সূত্রের খবর, রাজ্যে রেশন বন্টনে দুর্নীতি হাতেনাতে ধরতে এবার নাকি ডিলারদের দুয়ারে আচমকাই হানা দেবেন খাদ্য দফতরের তরফে আধিকারিকরা। রাজ্যে আলিপুরদুয়ারের কুমার গ্রাম এলাকায় এধরনের একটি ঘটনা সামনে আসার পর থেকেই কিন্তু পদক্ষেপ প্রশাসনের।