Ration Card

পশ্চিমবঙ্গে বসবাসকারী নাগরিকদের কাছে রেশন কার্ড (Ration Card) যে কতটা জরুরী সেটি আলাদা করে বলার নয়। বিনামূল্যে খাদ্যশস্য পাওয়া থেকে বাজার দামের চাইতে কমদামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ, প্রায় সমস্ত ক্ষেত্রেই প্রয়োজনীয় রেশন কার্ড। এবার রেশন কার্ড নিয়ে সরকার নিল এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাধ্যতামূলক করা হলো এই কাজটি।

তা না হলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে।‌ পুজোর পরেই কোমর বেঁধে লেগেছে প্রশাসন। বাতিল করা হচ্ছে লাখ লাখ রেশন কার্ড। চিন্তায় আমজনতা। কিভাবে বাঁচাবেন আপনার রেশন কার্ড? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন। আজকের এই প্রতিবেদনে রেশন কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরা হলো।

Ration Card Important Update in WB

পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য জারি করা হলো একটি নতুন নিয়ম। এই নতুন নিয়ম রেশন কার্ড (Ration Card) সম্পর্কিত। এই নতুন নিয়মে কি বলা হয়েছে? তবে আপনি কিভাবে বাঁচাতে পারেন আপনার রেশন কার্ড? এই নির্দিষ্ট কাজ না করলে কি বন্ধ হয়ে যাবে আপনার রেশন পাওয়া? আগের থেকে জেনে নেওয়া জরুরি। কারণ দীপাবলির আগে সামনে এলো গুরুত্বপূর্ণ আপডেট।

সাধারণত, প্রায়শই কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে অভিযোগ করা হয় যে, বাংলায় খুব সহজে অনুপ্রবেশ কারীরা পাচ্ছেন নতুন রেশন কার্ড। শুধু তাই নয়, এও বলা হয় যে, বাংলায় সংখ্যায় অনেক বেড়ে গিয়েছে ভুয়ো রেশন কার্ড। আর সেই সকল রেশন কার্ড বাতিল করতে সদর্থক পদক্ষেপ করছে না রাজ্য সরকার। এমনই সব অভিযোগ বারংবার উঠে আসছে।

চালু হলো নতুন গ্রিন রেশন কার্ড। কী কী সুবিধা মিলবে? কিভাবে পাবেন এই রেশন কার্ড?

আর এইসব অভিযোগের প্রেক্ষিতে এবার চিরস্থায়ী জবাব দিতে পদক্ষেপ করল রাজ্য খাদ্য দফতর। খাদ্য দপ্তর নিলো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবার থেকে, নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে গ্রাহকদের আধার কার্ড নম্বরটি বাধ্যতামূলক করল তাঁরা। সম্প্রতি এমনই একটি জরুরী পদক্ষেপ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

তাই এবার থেকে আপনিও যদি নতুন কার্ডের আবেদন করতে চান, তাহলে আপনার আবেদনপত্রের সঙ্গে দিতে হবে আধার কার্ডের প্রতিলিপি। সম্প্রতি খাদ্য দফতরের একটি সূত্র জানাচ্ছে, নতুন রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনতেই সরকার নিয়েছে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গত কয়েক বছর ধরে ভুয়ো রেশন কার্ডের সংখ্যা যেমন বেড়েছে, ঠিক তেমনভাবেই এই সকল রেশন কার্ড বাতিল করার জন্য আরো বেশি সক্রিয় হয়েছে খাদ্য দফতর।

আর এই কাজে নেমে দেখা গিয়েছে, সাধারণত এক ব্যক্তির নামে রয়ে গিয়েছে একাধিক রেশন কার্ড। আবার বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, রেশন কার্ডের সঙ্গে কোথাও আধার কার্ডের সংযোগ নেই। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই বিভিন্ন ঠিকানায় একাধিক রেশন কার্ড রয়েছে এক একজন ব্যক্তির।

বিজয়ার উপহার! টানা 5 বছর ফ্রিতে রেশন পাবেন! বাম্পার ঘোষণা সরকারের

আপনার রেশন কার্ড বাঁচাতে হলে কি করবেন?

সাম্প্রতিক খাদ্য দফতরের তরফে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বিষয়টি আলোচনা করার জন্য। আর এই বৈঠকেই ঠিক করা হয়েছে, এ বার থেকে কোনো নতুন রেশন কার্ডের আবেদন করতে গেলে আপনাকে আধার কার্ডের প্রতিলিপি জমা দেওয়া বাধ্যতামূলক হবে। তবে একটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এ বিষয়ে। জানা যাচ্ছে খাদ্য দফতর সূত্রে।

খাদ্য দপ্তরের তরফে জানানো হয়, এক থেকে পাঁচ বছরের মধ্যে থাকা শিশুদের নতুন রেশন কার্ড তৈরি করার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। সেক্ষেত্রে সেই শিশুর জন্মের শংসাপত্র দেখিয়েই তাঁর অভিভাবকেরা শিশুদের রেশন কার্ড তৈরি করতে পারবেন। তবে যখনই পাঁচ বছরের ঊর্ধ্বে বয়স হয়ে যাবে, তখন রেশন কার্ড আপডেট করার সময় জমা দিতে হবে ব্যক্তির আধার কার্ড প্রতিলিপি।