Ration Card 2024: পুজোর মাঝে রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা। এবার ব্যাপক সুবিধা পাবেন লাখ লাখ মানুষ

ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের কাছে রেশন কার্ড (Ration Card) ও রেশনের গুরুত্ব অপরিসীম। তা আলাদা করে বলার নয়। দেশের সাধারণ মানুষ যাতে কম দামে খাদ্য সামগ্রী পেতে পারেন সেই উদ্দেশ্য সফল করতে Ration Card সুবিধা দেয় সরকার। এদিকে অক্টোবর মাসে দুর্গোৎসবের কারণে উদযাপনের মেজাজ রাজ্য জুড়ে। এর মাঝে রেশন নিয়ে বড় খবর সামনে এল।

কারণ ঢাকে পড়েছে কাঠি। দুর্গাপুজোয় মেতেছেন আট থেকে আশি। আর ঠিক এই আবহে শোনা গেল রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম। আপনার কাছে যদি রেশন কার্ড থাকে, তাহলে এই খবর অবশ্যই পড়ে নেবেন। কারণ সরকার নতুন নিয়ম জারি করেছে। নতুন স্কিম এনেছে সরকার। আসুন সেই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানা যাক।

Ration Card New Rule

সম্প্রতি রেশন কার্ড (Ration Card) নিয়ে দেশের সরকার নতুন একটি নিয়ম জারি করেছে। কারণ সরকারের উদ্দেশ্য হলো, যাতে ভারতের জনতা আরো অনেক নিম্ন মধ্যবিত্ত মানুষ সস্তায় খাদ্যদ্রব্য কিনতে পারেন, বিনামূল্যে খাদ্যদ্রব্য পেতে পারেন। আর এই উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে সরকার। আর তার জন্য দেশের সরকার খেয়াল করছে বিভিন্ন ভুয়ো রেশন কার্ডগুলি।

দেশের দরিদ্র ও অভাবী পরিবারগুলির কাছে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে সরকার। দেশের সকল অযোগ্য ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করা হবে বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে, দেশের সরকার নিয়ে এসেছে একটি নতুন স্কিম। যাকে বলা হচ্ছে, রেশন কার্ড স্কিম। যদিও এই স্কিম শুরু হয়েছে চলতি বছরের ১ মে থেকে। এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত জানুন।

এবার রেশন কার্ড থাকলেই হাতে আসবে মোটা টাকা। কেন্দ্র সরকারের এই স্কীম সম্বন্ধে জেনে নিন।

Ration Card Scheme By Government

সরকারের নতুন রেশন কার্ড স্কিমের রয়েছে বহু প্রয়োজনীয়তা। যেমন, রেশন কার্ড স্কিমের দ্বারা আপনি বিভিন্ন সুবিধা পেতে পারবেন। তবে সুবিধা পেতে আপনাকে অবশ্যই আপনার কেওয়াইসি আপডেট করতে হবে। আর আপনার আধার লিঙ্ক করা থাকতে হবে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনাকে নিয়মিত আপনার রেশন সংগ্রহ করতে হবে। তবে সরকারের নয়া সিদ্ধান্ত অনুসারে অনেকের রেশন কার্ড বাতিল হতে পারে।

যেমন, ১) যে সকল ব্যক্তিদের কাছে গাড়ি রয়েছে ২) যারা নিয়মিত আয়কর বা ইনকাম ট্যাক্স দেন ৩) যারা গত ছয় মাস রেশন সংগ্রহ করেননি ৪) যাঁরা তাঁদের KYC আপডেট করেননি ৫) যাদের পারিবারিক বার্ষিক আয় তিন লাখ টাকার বেশি ৬) যারা কোন বড় ব্যবসার মালিক ৭) যে সকল ব্যক্তিদের পাঁচ একরের বেশি কৃষি জমি রয়েছে। এখন প্রশ্ন হল, আপনি কিভাবে আপনার রেশন কার্ড ঠিক রাখবেন? এর জন্য আপনাকে ঠিক কি করতে হবে? আসুন সেই বিষয়ে জানা যাক।

রেশন কার্ড ঠিক রাখতে হলে কি করবেন?

  • KYC আপডেট: আপনার রেশন কার্ডটি ঠিক রাখতে অবশ্যই KYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আর এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনার নিকটস্থ রেশনের দোকান বা সরকারি কেন্দ্রে যেতে হবে।
  • আধার লিঙ্ক করুন। রেশন কার্ড যদি ঠিক রাখতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার রেশন কার্ডটির সিঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করুন।
  • নিয়মিত রেশন সংগ্রহ করতে হবে।কার্ড বাতিল হওয়া এড়াতে আপনাকে নিয়মিত রেশন সংগ্রহ করতে হবে। এর জন্য প্রতি মাসে আপনার রেশন সংগ্রহ করা নিশ্চিত করুন অবশ্যই।
  • সর্বদা সঠিক তথ্য প্রদান করুন।একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনার রেশন কার্ডের সমস্ত বিবরণ সঠিক এবং সে সকল তথ্য আপডেট করা রয়েছে।
  • আপনার যোগ্যতা পরীক্ষা: আর একটি বিষয় গ্রাহকদের মনে রাখতে হবে, আপনি যদি রেশনের সুবিধা পাওয়ার জন্য যোগ্য না হন, তবে স্বেচ্ছায় আপনার কার্ডটি সারেন্ডার করুন।

Related Articles

Back to top button