Ration Items October

পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য রেশন (Ration) যে কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলার নয়। বাজার দরের চাইতে কম দামে দ্রব্য সামগ্রী এই রাজ্যের মানুষের হাতে তুলে দেয় রাজ্য সরকার। ‌পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিভিন্ন ধরনের রেশন কার্ড (Ration Card) আছে। এই রেশন কার্ডের দ্বারা সাধারণ মানুষ সরকারের থেকে সুবিধা পেয়ে থাকেন। কিন্তু এখন শোনা যাচ্ছে একটি বড় খবর। অক্টোবর মাসে নাকি একসঙ্গে দুই মাসের রেশন দেওয়া হবে। আর এই খবর সামনে আসতেই শুরু হয়ে গেল চারিদিকে তোলপাড়।

রেশন কার্ড থাকলে এই কাজটি দ্রুত করুন! কড়া নির্দেশ রাজ্যের! নয়তো আর পাবেন না রেশন

Big News For Ration Card Holders 2024

সাধারণত দেশের সাধারণ মানুষের কাছে চাল, গম, বিভিন্ন খাদ্য সামগ্রী, প্রতিমাসে বিনামূল্যে পৌঁছে দেওয়া হয়। রাজ্যবাসী বহু মানুষের কাছে তাঁদের দৈনন্দিন জীবনে রেশন (Ration) অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শোনা যাচ্ছে, গত সেপ্টেম্বর মাসে রেশন ডিলাররা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। আর এর কারণে গ্রাহকেরাও হতাশ হয়েছিলেন।

সেপ্টেম্বর মাসের শেষে নির্ধারিত রেশন বিতরণের আগের দিন, বিভিন্ন প্রান্তে সার্ভার সমস্যার কারণে ভুক্তভোগী হন রেশন ডিলাররা এবং আমজনতা। এর ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তাই এই সমস্যার সমাধানের কারণে সাধারণ মানুষের জন্য রেশন সামগ্রী বিতরণ,‌ তাঁদের ই-কেওয়াইসি যাচাইকরণ-সহ প্রয়োজনীয় সমস্ত কাজগুলি প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলস্বরূপ, অনেক জায়গায় দেখা গিয়েছে যে, গ্রাহকরা খালি হাতে ফিরেছেন, তাঁদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে।

এখন প্রশ্ন হল সমস্যা সমাধানের জন্য কি আদৌ কোন ব্যবস্থা নেওয়া হয়েছে? বিভিন্ন প্রান্তে যে অসুবিধা চলছে, তার সমাধানের জন্য রাজ্যের রেশন ডিলাররা খাদ্য বিভাগের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন। যে চিঠিতে তাঁরা জানিয়েছেন যে, আগামী 28 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে সার্ভার ডাউন ছিল। তার ফলে গ্রাহকদের পরিষেবা দেওয়া সম্ভব হয়নি। আবার, পরের দিন সকালেও পরিস্থিতির কোনোরূপ উন্নতি হয়নি। ডিলাররা এই সমস্যার, দ্রুত সমাধানের জন্য অনুরোধ জানাচ্ছেন।

বাড়িতে ফ্রিজ থাকলে আর পাবেন না রেশন কার্ড! সরকার জারি করলো নতুন নিয়ম

Ration Card থাকলেই পাবেন বেশি বেশি রেশন!

জানা যাচ্ছে, ঘটনার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে ডিলারদের উপর চাপ পড়েছে। তাঁরা রীতিমতো গ্রাহকদের ক্ষোভের মুখোমুখি হয়েছেন। তাই বিশেষজ্ঞের মত, সার্ভার সমস্যা সমাধান শুধু নয়, খাদ্য বিভাগকে‌ রাজ্যের রেশন গ্রাহকদের সঙ্গেও যোগাযোগ বাড়াতে হবে। এখানে প্রতি মাসের শুরুতে রেশন বরাদ্দ সম্পর্কে মেসেজে পাঠানোর প্রস্তাব রাখা হয়েছে। এর দরুণ ডিলারদের প্রতি গ্রাহকদের আশ্বাস আবার ফিরবে বলে মনে করা হচ্ছে।

আর এখান থেকেই জানা যাচ্ছে যে, ডিলাররাও প্রস্তাব দিয়েছেন, যে সকল ‌গ্রাহকরা সেপ্টেম্বরে সার্ভারের সমস্যার কারণে তাঁদের রেশন সংগ্রহ করে উঠতে পারেননি, তাঁদের অক্টোবরে ডবল রেশন দেওয়া হবে। অর্থাৎ সেই সকল গ্রাহকদের একেবারে দুই মাসের রেশন নেওয়ার অনুমতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আর এটা যদি হয় তাতে উপকৃত হবেন বহু মানুষ। তাই এখন দেখা যাক চূড়ান্তভাবে কি সিদ্ধান্ত হয়।