Ration Card – রেশন কার্ড রয়েছে তো? না হলে পাবেন না বিনামূল্যে চাল, গম। New Rules 2022.

Ration Card – রেশন কার্ড তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় কোন কোন নথি?

বর্তমানে রেশন কার্ড ছাড়া যেমন খাদ্যশস্য পাওয়া সম্ভব নয় (Ration Card)। তেমনি এর সাথে সাথে বড়োসড়ো সুযোগ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রেশন কার্ড না থাকলে পাওয়া যাবে না বিনামূল্যে চাল, গম, চিনি কোনো কিছুই। তবে চিন্তা করার কিছু নেই। কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব সেই সম্পর্কে এই প্রতিবেদনে জানানো হবে।

করোনা অতিমারীর সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিনামূল্যে দেওয়া হয়েছিল খাদ্যশস্য (Ration Card)। রেশন কার্ড ছাড়া সম্ভব ছিল না। রেশন কার্ডের বিনিময় দেওয়া হয়েছে এই সুবিধা। কিন্তু যদি কোন ব্যক্তির রেশন কার্ডই না থাকে, তারা সেই সুবিধা পাবেন না। উপায়? এই সমস্যা থেকে সমাধানের জন্য নিজের নামে থাকতে হবে রেশন কার্ড। খুব সহজেই এটি করা সম্ভব।

অপেক্ষার অবসান, আর দুদিনের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে PF এর প্রায় ১ লাখ টাকা

রেশন কার্ড তৈরির জন্য নিজের কাছে রাখতে হবে বিশেষ কয়েকটি নথি। প্রথমত, ব্যক্তিকে ভারতীয় নাগরিক হতে হবে। ১৮ বছরের কম বয়স হলে হবে না। সেক্ষেত্রে নিজের নামে রেশন কার্ড তৈরি করা সম্ভব না। অপ্রাপ্তবয়স্কদের নাম তাদের বাবা মায়ের রেশন কার্ডে অন্তর্ভুক্ত করা থাকে। কেবলমাত্র প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর সম্পন্ন হলে ব্যক্তি পৃথক রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। (Ration Card)

তবে সাথে থাকতে হবে নিজের ভোটার আইডি বা প্যান কার্ড বা পাসপোর্ট। এই নদীগুলি দরকার পড়বে নিজের পরিচয় প্রমাণপত্র হিসেবে। এছাড়া লাগবে সম্প্রতি তোলা নিজের পাসপোর্ট সাইজের ছবি। খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের অন্তর্গত রেশন কার্ড সাধারণ মানুষের উদ্দেশ্যে দেওয়া হয়। এটির মাধ্যমে TPDS বা টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পালন করার জন্য চাল, গম, চিনি, কেরোসিন, সার, এলপিজি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি উচ্চ ভর্তুকি মূল্যে প্রদান করা হয়। (Ration Card)

বকেয়া ৩১% না হলেও, পশ্চিমবঙ্গে অন্তত দুই কিস্তি ডিএ, জানালেন রাজ্য সরকারী কর্মীরা

অতিমারীর আবহে দেশবাসীকে সাহায্য করতে সরকারের তরফ থেকে বিনামূল্যে চাল, ডাল, গম ইত্যাদি খাদশস্য প্রদান করা হয়েছে। আবারও জরুরি পরিস্থিতির সম্মুখীন হলে বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করা হবে না তা নিশ্চিতভাবে বলা যায় না (Ration Card)। সেক্ষেত্রে প্রয়োজন হবে রেশন কার্ডের। এখনো যদি রেশন কার্ড তৈরি না করে থাকেন। চটপট তৈরি করার জন্য আবেদন করুন। না হলে নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ারই সম্ভাবনা বেশি।

এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Jio নিয়ে এলো দুর্দান্ত রিচার্জ প্ল্যান, ব্যবহার করা যাবে আনলিমিটেড ডেটা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button