Ration Card : রেশন কার্ড নিয়ে সাবধান করল রাজ্য সরকার, Big News!
Ration Card : রেশন কার্ড হস্তান্তর না করলে নেওয়া হবে বড়োসড়ো পদক্ষেপ, জানালো সরকার
গত প্রায় দু’বছর ধরে অতিমারির সাথে ঝড় ঝঞ্ঝার কারণে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন সমাজের বিশেষ কিছু শ্রেণীর মানুষ (Ration Card) । তাই তাদের কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে সহায়তা প্রদানের জন্য ফ্রিতে রেশন প্রদান করা হয়। তবে সকলেই এই সুবিধা আওতাধীন না হওয়া সত্ত্বেও দেখা গেছে এমন অনেকেই আছেন যারা এই সুবিধা নানাভাবে ভোগ করে থাকেন।
এবার সরকারের তরফে বেশ কয়েকটি ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত দিয়ে রেশন কার্ড হস্তান্তর করার নিয়ম দেওয়া হয়েছে (Ration Card)। যেটি অগ্রাহ্য করলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ফাইন পর্যন্ত গুনতে হতে পারে। অতিমারীর সময়ে চালু হওয়া ফ্রি রেশন পরিষেবা চালু রয়েছে এখনও।
সম্প্রতি কেন্দ্রের নজরদারিতে ধরা পড়েছে, বেশ কিছু পরিবার আছে যারা বিনামূল্যে রেশন নেওয়ার যোগ্য না হয়েও দিনের পর দিন বিনামূল্যে রেশন (Ration Card) নিয়ে চলেছে। অন্যদিকে, বেশ বেশ কয়েকটি পরিবার আছে যারা এগুলো পাওয়ার যোগ্য হয়েও এই সুবিধা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে।
তবে সরকারের জারি করা নিয়মে বলা (Ration Card) হয়েছে, কোনও ব্যক্তির ১০০ স্কোয়ার মিটার বা ১০৭৬ স্কোয়ার ফুটের জমি, বাড়ি বা ফ্ল্যাট থাকে, পাশাপাশি গাড়ি অথবা ট্রাক্টর থাকে এবং যদি গ্রামে বসবাসের ক্ষেত্রে বছরে ২ লক্ষ টাকা ও শহরে বসবাসের ক্ষেত্রে বছরে ৩ লক্ষ আয় টাকার বেশি থাকেবা আয় হয়, তবে এই বিষয়ে DSO অফিসে জানাতে হবে।
আরও জানা গিয়েছে, এমন যোগ্য ব্যক্তিরা নিজেদের রেশন কার্ড হস্তান্তর না করলে খুব তাড়াতাড়ি কেন্দ্র এ ব্যাপারে বড়সড় পদক্ষেপ নিতে পারে এবং স্কুটিনির (Ration Card) পরে তাদের রেশন কার্ড বাতিলও হতে পারে। এক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়ার সঙ্গে সঙ্গে ফাইনও দিতে হতে পারে, এমনটাই জানা গিয়েছে।
তবে সকলের ভয় পাওয়ার কারণ নেই। যারা সত্যিই আর্থিক দিক থেকে অসচ্ছল অর্থাৎ বিনামূল্যে রেশন পাওয়ার ক্ষেত্রে যোগ্য, তারা আগের মতোই যতদিন সরকারের তরফ থেকে এই সহায়তা করা হবে ততদিনই তা পাবেন। প্রতিদিন আরও লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
আরও পড়ুন, কিছু ব্যাংকে বাড়লো সুদের হার, কিছু ব্যাংকে কমলো সুদ, দেখুন তালিকা।