Provident Funding

Provident Funding – কিভাবে ব্যালেন্স চেক করবেন?

প্রভিডেন্ট ফান্ডে সুদের হার অনেকটাই বেশি (Provident Funding)। তাই কবে মিলবে সেই টাকা, আসায় বসে রয়েছেন দেশের লক্ষাধিক বেতনভুক্ত কর্মচারীগণ। দীর্ঘ অপেক্ষার অবসান। ৮.১% হারে পাওয়া যাবে EPFO এর টাকা।

প্রসঙ্গত, পূর্বে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ৮.৫% সুদের হারে দেওয়া হত EPFO এর টাকা। কিন্তু বর্তমানে সেই সুদের হার অনেকটাই হ্রাস পেয়েছে (Provident Funding)। আর্থিক বছরে দেশে প্রভিডেন্ড ফান্ডের সুদের হার ৮.১% করা হয়েছে। অর্থাৎ সুদের পরিমাণ কমানো হয়েছে ০.৪%।

LIC এর এই পলিসিতে মাত্র একবার বিনিয়োগেই মিলবে, প্রায় 6000 টাকা মাসিক পেনশন

কবে মিলবে EPFO এর টাকা?
৮.৫% সুদের হারের টাকা দেওয়া হলেও, মেলেনি ৮.১% হারে টাকা। জল্পনা উঠেছে, খুব শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকতে চলেছে EPFO- র টাকা। যদিও এ নিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোন আপডেট মেলেনি। (Provident Funding)

কিভাবে চেক করা যাবে ব্যালেন্স?
১) EPFO- র সঙ্গে বেতনভুক্ত কর্মচারীদের নিজস্ব অ্যাকাউন্ট থাকলে, একটি নম্বরের মাধ্যমে PF ব্যালান্স চেক করতে পারবেন। 7738299899 কিংবা 011-22901406 এই নম্বরে ফোন করে ব্যালেন্স জানা যাবে।
২) এম্পলয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO-এর সদস্যদের নিজেদের রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে ‘EPFOHO UAN LAN’ লিখে এই নম্বরে 7738299899 একটি SMS পাঠাতে হবে।

পশ্চিমবঙ্গের মেধাবী ও সাধারণ প্রত্যেক পড়ুয়াকে এবার 10 হাজার টাকা করে দিচ্ছে সরকার, কিভাবে আবেদন করবেন দেখুন

৩) রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 এই নম্বরে মিসড কল দিয়ে PF এর ব্যালান্স চেক করা যাবে। (Provident Funding)
৪) EPFO-র পোর্টালে গিয়ে লগইন করে চেক করা যাবে PF -এর ব্যালেন্স।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

পুরনো ৫ টাকার নোট থাকলেই মিলবে ৩ লক্ষ টাকা