WBBPE TET – প্রাথমিক শিক্ষক নিয়োগে 2টি কঠোর নির্দেশ জাস্টিস গাঙ্গুলির। আগের নিয়ম বাতিল। বিশদে দেখুন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ (WBBPE TET) সংক্রান্ত মামলায় কোলকাতা হাইকোর্ট নতুন আদেশ দিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে। WB প্রাথমিক TET পাশ না করলেও অংশগ্রহন করা যাবে ইন্টারভিউতে! নতুন নির্দেশিকা অনুসারে সুবিধা পাবেন অনেকেই। তবে সুবিধা দিতে গিয়ে পর্ষদকে প্রতি পদে পদে আনতে হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার নিয়মে নানা পরিবর্তন।
এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় বাড়ছে প্রতিযোগীতা। আদতে কতটা সুবিধা পাচ্ছেন পরীক্ষার্থীরা? এছাড়াও অপর একটি নির্দেশে অবশ্য বয়স সংক্রান্ত পরিষ্কার বার্তা দিল মহামান্য কোলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রেও একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই রায়ের ভিত্তিতেই নির্দেশনামা। আজকের এই বিশেষ প্রতিবেদনে সম্পূর্ণ বিষয় জেনে নেওয়া যাক।
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতি পদে পদে নিয়ম বদল।
রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রতি পদে পদে নিয়ম বদল হবার ফলে পরীক্ষার্থীদের মধ্যে দেখা দিচ্ছে হতাশা। আবার এর মধ্যেই অনেকের মধ্যে জেগে উঠছে নতুন আশার আলো। তবে প্রত্যেক নতুন নিয়মে যেন রাজ্যের এই Primary Teacher Recruitment পদ্ধতিতে প্রতিযোগীতা বেড়েই চলেছে। পরীক্ষার আগে যে নিয়মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে সেই নিয়ম আর থাকছে না।
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে, মহামান্য কোলকাতা হাইকোর্টের নির্দেশে সেই সকল নিয়মে আনা হচ্ছে পরিবর্তন। এর প্রধান কারণ হিসেবে বলা যায় যে, পর্ষদের সর্ব প্রথম প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি তড়িঘড়ি করে হবার ফলে বেশ কিছু বিষয় পর্ষদের নজর এড়িয়ে যায়। তবে পরবর্তীতে পর্ষদের বিষয়গুলি নজরে আসার সাথে সাথে তাতে তৎক্ষণাৎ সংশোধনী বিজ্ঞপ্তি জারি করা হয়।
তবে এবারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে নিয়মে বদল হল, তাতে অবশ্য মহামান্য হাইকোর্টের এক্কেবারে স্পষ্ট বার্তা পরিলক্ষিত হল। আসুন তবে জেনে নেওয়া যাক গোটা বিষয়টি। রাজ্য সরকারের নেওয়া এই প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় রাজ্যে। তবে কেন্দ্রের তরফ থেকেও প্রায় প্রতি বছরই অনুষ্ঠিত হয় Central Teachers’ Eligibility Test অর্থাৎ CTET.
এবার থেকে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ তথা Primay Teacher Recruitment এর ক্ষেত্রে আবেদন করতে পারবেন CTET পাশ করা পরীক্ষার্থীরা। এতে তাদের জন্য খুলে গেল নতুন দরজা। সম্প্রতি এমনই একটি নির্দেশ দিয়েছে মহামান্য কোলকাতা হাইকোর্ট। আসুন জেনে নেওয়া যাক বিজ্ঞপ্তির সারমর্ম।
প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেমো নং – 2298/WBBPE/2022, তারিখ:- 27.12.2022 বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক্ষেত্রে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে বিষয়ে তা হলো CTET পরীক্ষায় যোগ্য প্রার্থীদের রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য। এই বিজ্ঞপ্তিটি 21.12.2022 তারিখের মেমো নং 2235/WBBPE/2022 দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় জারি হয়েছে।
প্রাথমিক শিক্ষক নিয়োগে CTET তথা কেন্দ্রের টেট পরীক্ষায় পাশ করা আবেদনকারীরা যারা 2022 নিয়োগ প্রক্রিয়ায় বিবেচিত হতে চান তারা WPA 24618/2022 এ পাস করা 22.12.2022 তারিখের অন্তর্বর্তী নির্দেশনা মানতে হবে। মহামান্য কোলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল বিশ্বনাথ মন্ডল এবং Anr. বনাম পশ্চিমবঙ্গ রাজ্য এবং Ors. এর মধ্যে। সেক্ষেত্রে মহামান্য কোলকাতা হাইকোর্টের আদেশ নামা মেনে সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।
জিও 75GB ফ্রি ইন্টারনেট সহ লঞ্চ করলো New Year’s Best রিচার্জ প্ল্যান। জানতে ক্লিক করুন।
এই বিজ্ঞপ্তি অনুসারে, সমস্ত ইচ্ছুক যোগ্য CTET পাস প্রার্থীদের 2022 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে এবং তাদের অনলাইন নিবন্ধনের পরে আলাদাভাবে সাক্ষাৎকার নেওয়া হবে। এই ধরণের অংশগ্রহণ, মাননীয় আদালতের নির্দেশ অনুসারে অংশগ্রহণকারী প্রার্থীদের পক্ষে কোনো সমতা তৈরি করবে না এবং তাদের সুপারিশ এবং পরবর্তী নিয়োগের জন্য বিবেচনা করা হবে কিনা তা WPA 24618/2022-এর চূড়ান্ত ফলাফল মেনে চলবে।
অন্য আরও একটি নির্দেশ দিয়েছে পর্ষদ। TET-2017 যোগ্য প্রার্থী যারা 12/05/2017 এবং 27/12/2022 এর মধ্যে বয়সের সীমা অতিক্রম করেছে 2022 নিয়োগ প্রক্রিয়ায় বিবেচনা করা হবে। অর্থাৎ যাদের বর্তমান বয়স (জাতিগত শংসাপত্রের ছাড় অনুযায়ী) সর্বোচ্চ 50 বছরেরও বেশি, তারাও সুযোগ পাচ্ছেন। 22.12.2022 তারিখের চূড়ান্ত আদেশের সাথে সম্মতিতে WPA 242564/2022 তে পাস করা হয়েছে।
31 ডিসেম্বরের আগে মাত্র 1 টাকা জিও রিচার্জেই পাবেন বিরাট সুবিধা।
24253/2022; 24973/2022; 24707/2022; 24709/2022; 26426/2022 এবং 26883/2022, সমস্ত ইচ্ছুক যোগ্য TET-2017 যোগ্য প্রার্থীরা (যারা পাস করেছে, 12/05/2017 এবং 27/12/2022-এর মধ্যে বয়সের সীমা) 2022 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে এবং তাদের অনলাইন নিবন্ধনের পরে আলাদাভাবে সাক্ষাৎকার নেওয়া হবে। 21.12.2022 তারিখের বিজ্ঞপ্তির অন্যান্য অংশগুলি অপরিবর্তিত রয়েছে৷
প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এমন আরও গুরুত্বপূর্ণ খবরের সন্ধান সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। আপনার যেকোনো রকমের মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। এছাড়াও সরকারি ও বেসরকারি নান রকমের নিয়োগ, টেলিকম অফার, সরকারি নানা প্রকল্পের বিষয়ে নজর রাখুন ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.
2016 er tet pass ,interview appeared ,bayas periye geche DOB 20.05.1972.ekhan ki kora uchit jodi bolen.
Village- kanpur, p.o- amritakhad p.s – balurghat diste- dashing dinajpur ,pin-733133
Official Answer key কবে প্রকাশিত হবে?