Dearness Allowance: সুপ্রিমকোর্ট ছাপিয়ে এবার পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ। প্রকাশ্যে বড় আপডেট
President Deputation On WB DA Case
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা নিজেদের প্রাপ্য ডিএ (Dearness Allowance) থেকে বঞ্চিত। আর তার জন্য তাঁরা সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরেছেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানাননি। তাই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দ্বিধাগ্রস্থ। এখন সুপ্রিম কোর্টে উঠেছে মামলা সে মামলার জল কোন দিকে গড়ায় তাই নিয়ে চিন্তায় বাংলার সরকারি কর্মীরা। এরই মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলায় আসলে নামলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু (Droupadi Murmu).
Government Employees Dearness Allowance Case
শুধু বছরের পর বছর কেটে যাচ্ছে। কিন্তু ডিএ মামলার ফয়সালা হচ্ছে না। ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলা। অনেকদিন ধরেই সেই মামলা কার্যত ঝুলে রয়েছে। এখনো প্রায় ছয় মাস পর গত ৭ জানুয়ারি নাগাদ ডিএ মামলার (DA Case) সুপ্রিম শুনানি হবে বলে আশা করা হচ্ছিল। ফলস্বরূপ স্বপ্ন দেখেছিলেন রাজ্যের বহু সরকারি কর্মীরা। তবে বাস্তবে দেখা গেল যে সব আশায় জল।
আগামী ২৫ মার্চ তারিখে পুনরায় শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।এরমধ্যে এবার সরকারি কর্মীদের জন্য ফের সামনে এল বড় আপডেট। সরকারি কর্মীদের এই বিষয়ে জানালেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি! সঙ্গে DA বাড়ানো নিয়েও সুখবর
বাংলার ডিএ মামলায় রাষ্ট্রপতি যোগ?
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে মাঝেমধ্যেই সমাজ মাধ্যমে বিভিন্ন পোস্ট করেন মলয় মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দিন ঠিক তেমন একটি পোস্ট করেছেন তিনি। বৃহস্পতিবার তিনি সমাজ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট করেছেন। আর সে পোস্টে তিনি একাধিক বিষয়ের উল্লেখ করেছেন।
মলয়বাবু সমাজমাধ্যমের পোস্টে লিখেছেন যে, ‘আমাদের সম্প্রতি করা একটি পোস্টে অনেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষন করার কথা শোনাচ্ছেন।” মলয়বাবু এই বিষয়ে আরো লেখেন, অনেকেই তো বলছেন যে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে মহার্ঘ্য ভাতা মামলাটির ব্যাপারে এবার আলোকপাত করা হোক। তিনি লেখেন, আর সেই প্রেক্ষিতে আমরা বলছি তা আমরা করেছি।
মলয় বাবুর বক্তব্যে এটা স্পষ্ট, আমাদের অবসর প্রাপ্ত কর্মচারি সংগঠনও এক সাথে বিগত প্রধাণ বিচারপতিকে মেল করে তা জানিয়েছে। তাঁর পক্ষ থেকে খবর, রাষ্ট্রপতিকে জানান হয়েছে, তিনি সেই চিঠি সি. এস কে ফরওয়ার্ড করে দিয়েছেন। আর এইসব চিঠি পাবলিক ডোমেনে প্রকাশ করাটা যেহেতু অনুচিত তাই তিনি প্রকাশ্যে আনেননি বলে উল্লেখ করেছেন। তবে মলয় বাবু বললেন যে, কেউ দেখতে চাইলে দেখাতেও পারি।’ তবে এখন সরকারি কর্মীরা আশা করছেন, হয়তো বাংলার ডিএ মামলায় কিছু ফয়সালা হতে পারে। আর সেটা যত দ্রুত হয় ততই ভালো বলে আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা।