Central-Government-SchemeCentral-Government-Scheme

কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সহায়তায় সমাজের প্রতিটি মানুষ বর্তমানে নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে চলছেন (Government Scheme)। এই সমাজে বহু মানুষ আছেন যারা আর্থিকভাবে দুর্বল। এই মানুষদের পাশে এসে দাঁড়ায় সরকার। চালু করা হয় বিভিন্ন প্রকল্প (Government Scheme)। এই মুহূর্তে ভারতবর্ষে শতাধিক প্রকল্প (Government Scheme) চালু রয়েছে।

এমন অনেক প্রকল্প আছে যেগুলির সম্পর্কে সবাই জানেন। আবার এমনও প্রকল্প রয়েছে, যেগুলি কম প্রচারের কারণে কম সংখ্যক মানুষের কাছ অবধি পৌছাচ্ছে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারি একটি প্রকল্পের (Government Scheme) বিষয়ে জেনে নেব।

এই প্রকল্পের হাত ধরে ভারতীয় জনতা ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য পেতে পারেন। তবে অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পের ক্ষেত্রেও বেশ কিছু যোগ্যতার মানদন্ড রয়েছে। আপনিও যদি এই যোগ্যতার অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সরকারি প্রকল্পে (Government Scheme) নিজ আবেদন জমা করুন।

Central Government New Scheme 2024

ভারতের সরকার মাঝেমধ্যেই জনসাধারণের জন্য একাধিক নতুন যোজনা ও প্রকল্প চালু করে। আর চালু করার সময় প্রকল্পগুলি সম্পর্কে সমস্ত তথ্য উল্লেখ করা হয় (Government Scheme)। কারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন, কিভাবে এই প্রকল্পে আবেদন জানানো যাবে ইত্যাদি।

তাই আবেদন জানানোর আগে সরকারি তরফে সমস্ত তথ্য যেগুলি দেওয়া হয়েছে সেগুলি জেনে নিতে হবে (Government Scheme)। আজকের এই প্রতিবেদনে আমরা যে প্রকল্পটি সম্পর্কে আলোচনা করছি, সে প্রকল্প সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য উল্লেখ উল্লেখ করা হচ্ছে। আপনারা আবেদন জানানোর আগে এই বিষয়গুলো জেনে তবেই আবেদন জমা করুন। সরকারি তরফে সাহায্য পান।

Government Scheme: কেন্দ্রীয় সরকারি প্রকল্পে প্রতিমাসে 5000 টাকা! কিভাবে আবেদন জানাবেন? বিস্তারিত জানুন

কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প সম্পর্কে তথ্য

আমাদের ভারতবর্ষ শস্য, শ্যামলা দেশ। এই দেশ কৃষিজমি, খাল, বিল, পুকুর, নদীর সমন্বয়ে গঠিত। ভারতবর্ষ কৃষি প্রধান রাষ্ট্র। এখানকার অধিকাংশ অধিবাসী কৃষি কাজের সঙ্গে যুক্ত। এদিকে শস্য শ্যামলা ভারতবর্ষে কার্যকরী হয় মৌসুমী বায়ু। আর এই মৌসুমী বায়ুর উপর নির্ভর করেই কৃষিকার্য চলে।

যেহেতু ভারতবর্ষ এখনো আধুনিক কৃষির সঙ্গে সম্পূর্ণরূপে পরিচিত হয়নি, তাই আবহাওয়ার উপর নির্ভরশীলতা, প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজ এখনো ভারতবর্ষের প্রায় সর্বত্র দেখা যায়। অতএব খরা ও বন্যার প্রাদুর্ভাবে অসুবিধায় পড়েন ভারতের কৃষকরা। ‌প্রচুর ফসল নষ্ট হয়। খরা ও বন্যা ছাড়াও ঘূর্ণিঝড়ের প্রকোপে কৃষিজমির বহু ফসল নষ্ট হয়। লাভের চাইতে লোকসান বেশি হয়ে যাওয়ায় এই দেশের কৃষকদের জীবনযাপন কঠিন হয়ে পড়ে। ‌

তাই সরকার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারতের কৃষক দের রোজগারের সম্বল নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে সরকার। কৃষকদের সমস্যার হাত থেকে রক্ষা করতে সরকার চালু করেছে ফসল বীমা যোজনা (Central Govt New Yojana) প্রকল্পটি। প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

কেন্দ্রের ‘ফসল বীমা যোজনা’ সুবিধা

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে আবেদন জানানো কৃষকের কৃষিজমির হেক্টর প্রতি ১৪,৭০০ টাকা ফসল বীমা প্রদান করা হয়। একজন কৃষক সর্বোচ্চ ২ লক্ষ টাকার বীমা সাহায্য পেতে পারেন। তবে প্রায় সমস্ত ক্ষেত্রে বীমার জন্য প্রিমিয়াম দেওয়া আবশ্যক। এই ক্ষেত্রেও কৃষকদের নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হবে। নিয়ম বলছে, এই প্রকল্পের অধীনে কৃষকরা ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত প্রিমিয়ামের জন্য টাকা জমা দেবেন।

Subhadra Yojana – শুরু হলো সুভদ্রা যোজনার আবেদন প্রক্রিয়া। মহিলারা এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন?

‘ফসল বীমা যোজনা’ প্রকল্পে আবেদন যোগ্যতা

কেন্দ্রের এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন শুধুমাত্র কৃষকরা। আবেদনরত কৃষকদের ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হবে অর্থাৎ তাঁকে এই দেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। ফসল বীমা যোজনা প্রকল্পের আবেদনকারী কৃষকের কিষাণ মিত্র সহায়তা সংগঠনে নাম থাকতে হবে। ‌

‘ফসল বীমা যোজনা’ প্রকল্পের আবেদন

  • প্রথম ধাপ: প্রথমে আপনাকে ভিজিট করতে হবে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে
  • দ্বিতীয় ধাপ: ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  • তৃতীয় ধাপ: এরপর নিবন্ধিত ফর্মটি পড়ে সেটি যথাযথভাবে পূরণ করুন ও সাবমিট করুন।
  • চতুর্থ ধাপ: এরপর ওটিপি ভেরিফিকেশন প্রক্রিয়া হবে।
  • পঞ্চম ধাপ: এরপর আবেদনকারী পোর্টালে লগ ইন করুন।
  • ষষ্ঠ ধাপ: এবার যে আবেদনপত্রটি পাবেন সেটি সঠিক ভাবে ফিল আপ করুন।
  • সপ্তম ধাপ: এরপর যে যে নথি চাওয়া হয়েছে, সেগুলি একে একে আপলোড করুন।
  • অষ্টম ধাপ: একবার গোটা ফর্মটি রিচেক করে নিন তারপর অনলাইনে সাবমিট করে দিন। এই সংক্রান্ত বিষয়ে পরবর্তী আপডেট পেতে অপেক্ষা করতে হবে। আরও তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।