Power Grid Recruitment – জরুরীভিত্তিতে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়মাবলী ও আবেদন করার লিংক।
দেশের সকল শিক্ষিত বেকার কর্ম প্রার্থীদের জন্য ফের সুখবর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার তথা Power Grid Recruitment Board. কয়েকদিন আগেই এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে কয়েকশো ছেলে মেয়েকে কাজে নিয়োগ করা হতে চলেছে এখানে। নিয়োগ হবে সমগ্র দেশের বিভিন্ন এলাকায়। তাই যেকোনো প্রান্তের নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এখানে। দেখে নিন এই নিয়োগের আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ এবং বিভিন্ন শূন্যপদ সম্পর্কে।
Power Grid Recruitment 2023
নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদের বিবরণ
কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ সংস্থা পাওয়ার গ্ৰিড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Power Grid Recruitment) এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কেবল একটি বা দুটি নয়, একসঙ্গে অনেকগুলি শূন্য পদে নিয়োগ করা হতে চলেছে কর্মী। প্রধানত ইঞ্জিনিয়ার পদেই নিয়োগের কথা বলেছে সংস্থা। যেমন,
- ট্রেনি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
- ট্রেনি ইঞ্জিনিয়ার (সিভিল)
- ট্রেনি ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স)
- ট্রেনি ইঞ্জিনিয়ার (কম্পিউটার সাইন্স)
শূন্যপদ
Power Grid Recruitment এ মোট শূন্য পদ রয়েছে ১২৮ টি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিমাণ শূন্য পদ রয়েছে। সংরক্ষিত শ্রেনির প্রার্থীদের জন্যও নির্দিষ্ট সংখ্যার আসন রয়েছে। বিস্তারিতভাবে জানার জন্য অনুরোধ করা হচ্ছে বিজ্ঞপ্তি দেখতে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
Power Grid Recruitment এর বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন,
১. ট্রেনি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
আবেদনকারীদের যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের অধীনে Electrical/
Electrical(Power)/ Electrical and Electronics/
Power Systems Engineering/ Power Engineering (Electrical) বিভাগে BE বা BSc পাস করে থাকতে হবে নূন্যতম ৬০% নম্বর সমেত।
২. ট্রেনি ইঞ্জিনিয়ার (সিভিল)
আবেদনকারীদের যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের অধীনে Electronics /
Electronics &
Communication/
Electronics & Telecommunication / Electronics & Electrical
Communication /
Telecommunication Engg বিভাগে বিই বা বি এস সি বা বিটেক পাস করে থাকতে হবে নূন্যতম ৬০% নম্বর সমেত।
৩. ট্রেনি ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স)
Power Grid Recruitment আবেদনকারীদের যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের অধীনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিই বা বি এস সি বা বিটেক পাস করে থাকতে হবে নূন্যতম ৬০% নম্বর সমেত।
৪. ট্রেনি ইঞ্জিনিয়ার (কম্পিউটার সাইন্স)
আবেদনকারীদের যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের অধীনে Computer Science/ Computer Engg./ Information
Technology বিভাগে বিই বা বি এস সি বা বিটেক পাস করে থাকতে হবে নূন্যতম ৬০% নম্বর সমেত।
এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স সীমার মাপকাঠি হতে হবে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। বয়স সীমা হিসাব করতে হবে ১০ নভেম্বর ২০২৩ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সে নির্দিষ্ট কিছু বছরের ছাড় দেওয়া হয়েছে। বয়সসীমা সম্পর্কে আরো বিশদে জানতে হলে বিজ্ঞপ্তি চেক করুন।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য,
১. প্রথমে রাজ্য বিদ্যুৎ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট Power Grid Recruitment এ ভিজিট করতে হবে।
২. যাদের Power Grid Recruitment এ রেজিস্ট্রেশন সম্পন্ন করা নেই তারা নাম, বৈধ ইমেইল আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
৩. এরপর প্রদত্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৪. তারপর Career অপশনে গিয়ে নির্দিষ্ট নিয়োগের লিংকটি খুঁজে পাবেন।
৫. এর পাশেই থাকবে বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিংক এবং তার পাশে থাকবে আবেদন করার লিঙ্ক।
৬. আবেদন করার লিংকে ক্লিক করুন।
৭. তারপর যে আবেদনপত্র দেখতে পাবেন সেটিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে নিন।
৮. তারপর প্রয়োজনীয় নথিপত্রের প্রমাণ স্ক্যান করে আপলোড করে দিন।
৯. সবশেষে নির্দিষ্ট আবেদনমূল্য ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইউ পি আই বা নেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে জমা করে সাবমিট করে দিলেই আবেদনের কাজ শেষ। নিজের নিজের আবেদনপত্র ও পেমেন্ট রিসিপ্ট কপির একটি প্রিন্ট বের করে নিন।
আবেদন মূল্য
Power Grid Recruitment এর সাধারণ প্রার্থীদের জন্য ৫০০ টাকা এবং SC, ST, OBC, PH বা সংরক্ষিতদের আবেদনের জন্য কোনও টাকা লাগবে না।
প্রয়োজনীয় নথিপত্র
১. এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার।
২. যে কোন এক কপি পরিচয় পত্রের প্রমাণ।
৩. যেকোনো এক কপি বয়সের প্রমাণ।
৪. জাতিগত শংসাপত্র যদি থাকে।
৫. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।
বেতন ক্রম
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংস্থার অধীনে এই চাকরিতে যে সকল প্রার্থীরা শেষ পর্যন্ত নিয়োগ পাবেন তাদেরকে প্রথম এক বছর ট্রেনিং পিরিয়ড চলাকালীন প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন প্রদান করা হবে। তবে পরে যখন স্থায়ী ভাবে তারা নিয়োগ পেয়ে যাবেন তখন এই বেতন বেড়ে ৫০ হাজার পর্যন্ত হতে পারে। বিভিন্ন পদের ক্ষেত্রে বেতন সীমা বিভিন্ন রকমের। তবে সবক্ষেত্রে থাকছে প্রভিডেন্ট ফান্ড, ডিএ, টিএ, এইচআরএ ইত্যাদি সুযোগ সুবিধা।
আরও পড়ুন, রাজ্যে 8400 কনস্টেবল এবং 3600 লেডি কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
নিয়োগ প্রক্রিয়া
১. গেট ২০২৩ (GATE 2023) পরীক্ষার ভিত্তিতে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এজন্য গেট ২০২৩ পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর যাচাই করা হবে প্রথমে।
২. উপযুক্ত প্রার্থীদের শর্ট লিস্ট করে ডাকা হবে ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশন এর জন্য। দুই পর্যায়ে মিলিয়েই উত্তীর্ণ এবং মনোনীত প্রার্থীদের নিয়োগ দেবে সংস্থা।
আরও পড়ুন, বহু প্রতীক্ষার পর রাজ্যে শিক্ষক নিয়োগ শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রীর ছাড়পত্র।
আবেদনের সময়সীমা
এই নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত ২০ অক্টোবর ২০২৩ থেকে। এই আবেদন চলবে ১০ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। এই আবেদনের তারিখ ফুরোবার আগেই ঝটপট আবেদন সেরে ফেলুন।
Written by Nabadip Saha.