Post Office Scheme: পোস্ট অফিসের সেরা 4 স্কিমের বিবরণ! সুদ 8.2 শতাংশ! বিনিয়োগ করে ব্যাপক লাভ করতে পারবেন
উপার্জনের পাশাপাশি সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সঞ্চয় করার জন্য ব্যাংক ও পোস্ট অফিসের(Post Office Scheme) প্রতি মানুষের অগাধ ভরসা। অধিকাংশ মানুষের এটাই মত যে, এখানে টাকা রাখলে রিটার্ন যেমন ভাল পাওয়া যায়, ঠিক তেমনভাবেই অনেক বেশি ভরসাযোগ্য। অতএব বহু মানুষ এখানে(Post Office Scheme) টাকা রাখেন।
পোস্ট অফিসের বেশ কিছু প্রকল্প রয়েছে যেখানে টাকা রাখলে দুর্দান্ত রিটার্ন পাওয়া যায়। কিছু কিছু প্রকল্পের সুদের হার ৮.২ শতাংশ! তাই টাকা রাখার আগে অবশ্যই পোস্ট অফিসের(Post Office Scheme) জনপ্রিয় প্রকল্পগুলি সম্পর্কে জেনে নিতে হবে। আজকের প্রতিবেদনে রইল ঠিক এমনই চারটি দুর্দান্ত প্রকল্পের বিবরণ।
Post Office Scheme 2024
পোস্ট অফিস সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের লাভজনক প্রকল্প (Post Office Scheme) অফার করে। যার মধ্যে অন্যতম পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম(Post Office Senior Citizen Scheme), পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme), প্রাইভেট প্রভিডেন্ট ফান্ড স্কিম (Private Provident Fund Scheme), এছাড়া, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate) ও সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট (Sukanya Samriddhi Yojana Scheme). আসুন বিস্তারিত জানা যাক এর মধ্যে কোন প্রকল্পে সুদের হার কত।
টাকা জমাতে চান? তাহলে মেনে চলুন এই টিপস! কয়েক মাসের মধ্যে ব্যাংকে জমবে লাখ টাকা
Top Five Savings Scheme In Post Office
১) পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম একাউন্টে টাকা রাখলে প্রত্যেক মাসে নির্দিষ্ট আয়ের প্রবাহ বজায় থাকে। এখানে একক একাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা আর যৌথ একাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জমা রাখতে পারবেন। বর্তমানে এই পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে ৭.৪ শতাংশ হারে সুদ প্রদান করা হয়। এই স্কিমে অর্থ জমা রাখা যায় পাঁচ বছরের জন্য। এছাড়া বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।
পোস্ট অফিসের স্কিমে প্রতিমাসে পাবেন 20,500 টাকা! সুদের হার 8.2 শতাংশ! কিভাবে আবেদন করবেন জেনে নিন
২) সুকন্যা সমৃদ্ধি যোজনা
কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় বাবা মায়েরা এই যোজনায় টাকা বিনিয়োগ করতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনায় কন্যা সন্তানের জন্য টাকা জমা করা যায়। সন্তানের ১৮ বছর বয়স হলে টাকা তুলে নেওয়া সম্ভব। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২ শতাংশ হারে সুদ প্রদান করা হয়। অর্থাৎ বোঝা যাচ্ছে, এখান থেকে রিটার্ন যথেষ্ট বেশি আসে।
৩) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম
পোস্ট অফিসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। সমাজের প্রবীণ নাগরিকেরা পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমা করতে পারেন। বর্তমানে সিনিয়র সিটিজেন স্কিমে সুদের হার ধার্য হয়েছে ৮.২ শতাংশ। একজন ব্যক্তি ৬০ বছর পার করলে এই স্কিমে টাকা বিনিয়োগ করার সুযোগ পান। সিনিয়র সিটিজেনদের জন্য এই স্কিম যথেষ্ট উপকারী।
৪) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ও মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট উভয় স্কিম স্থায়ী আমানতের মতো। ভারতবাসী যেকোনো নাগরিক 5 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসের এই প্রকল্পে। বর্তমানে এই প্রকল্পটি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত। দেশের মহিলাদের উৎসাহিত করার জন্য সরকারি উদ্যোগ নিয়ে গড়ে তোলা হয়েছে মহিলা সম্মান সেভিংস একাউন্ট।