Post Office Time Deposit – অল্প সময়েই টাকা ডবল! পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম সাড়া ফেলেছে সারা দেশে।
সাধারণত টাকা পয়সা জমা রাখার ক্ষেত্রে পোস্ট অফিসের (Post Office Time Deposit) জুড়ি মেলা ভার। কারণ পোস্ট অফিসে টাকার ওপর অতিরিক্ত হারে সুদ এবং অন্যান্য আকর্ষণীয় সুবিধা। এই জন্য দেশের অনেক মানুষ অর্থবিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিসকেই অগ্ৰাধিকার দেন । আর এই সকল বিনিয়োগকারীদের জন্যই আজ ভারতীয় পোস্ট অফিস নিয়ে হাজির হয়েছে এক দুর্দান্ত Post Office Time Deposit স্কিম।
Post Office Time Deposit Scheme Calculator
এখানে কম টাকা বিনিয়োগেই আপনি পেয়ে যাবেন ডবল রিটার্নের সুবিধা। দারুন জনপ্রিয় পোস্ট অফিসের এই Post Office Time Deposit স্কিম। কারণ কোটি কোটি গ্রাহক ব্যাপক সুবিধা লাভ করেছে এর থেকে। তবে আপনি কেন সেই লাভ ওঠাবেন না? এখনই জানুন এই স্কিম সম্পর্কে।
কারা কারা বিনিয়োগ করতে পারবেন?
যেকোনো ব্যাক্তি পোষ্ট অফিস টাইম ডিপোজিট স্কীম বা Post Office Time Deposit স্কিমের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। যেমন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি থেকে শুরু করে বাবা-মার তত্ত্বাবধানে 18 বছরের কম বয়সী নাবালকদেরও অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এই স্কিমে একক বা যৌথ উভয় মোডে অ্যাকাউন্টে খোলা যেতে পারে। যৌথ অ্যাকাউন্টে তিনজনের নাম অন্তর্ভুক্ত করা যাবে।
Post Office Time Deposit Scheme
কত বছরের মেয়াদে বিনিয়োগ করা যাবে?
এই স্কিমের ক্ষেত্রে আপনি 1,2, 3 ও 5 বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের মেয়াদ বাড়াতেও পারেন। সেজন্য আপনাকে পোস্ট অফিসের কাছে একটি লিখিত অ্যাপ্লিকেশন জমা দিতে হবে।
Post Office Time Deposit interest rate
সুদের বিবরণ
1 এই স্কিমে বিভিন্ন মেয়াদে বিভিন্ন হারে সুদ প্রদান করা হয়। যেমন, 1 Year-6.9%, 2 Years -7%, 3 Years-7%, 5 Years-7.5%.
2 পোস্ট অফিসের এই স্কিমের অধীনে বছরে সুদ দেওয়া হয়।
আরও পড়ুন, প্রত্যেক মোবাইলের জন্য দেওয়া হবে আলাদা আইডি নম্বর।
Post Office Time Deposit Calculator
টাকা জমা করার নিয়ম
1 এই স্কিমে, আপনি 1000 টাকা দেওয়ার পর যত খুশি বিনিয়োগ করতে পারেন।
2 এখানে বিনিয়োগের ক্ষেত্রে সর্বদা 100 টাকার গুনিতকে টাকা জমা দিতে হবে।
Post Office Deposit benefits
আয়কর ছাড়ের সুবিধা পাওয়া যায়
পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্টে (Post Office Time Deposit) বিনিয়োগ করে আপনি আয়কর ছাড়ের সুবিধাও পেতে পারেন। এই ছাড় আয়করের ধারা 80C এর অধীনে পাওয়া যায়। এর মাধ্যমে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা নিতে পারবেন।
আরও পড়ুন, মাত্র 9 লাখে সরকারী ফ্ল্যাট কিনুন। মধ্যবিত্তের স্বপ্ন পুরণ। কীভাবে বুক করবেন?
সময়সীমার আগে অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে
পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্টে (Post Office Time Deposit) বিনিয়োগ করার পরে আপনি প্রথম 6 মাসের মধ্যে অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন না। আপনি যদি 6 মাস থেকে এক বছরের মধ্যে অ্যাকাউন্টটি বন্ধ করেন তবেই আপনি সুদের সুবিধা পাবেন। মেয়াদপূর্তি হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করলে 2 শতাংশ সুদের হার কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে নমিনি সব টাকা পাবেন।
Written by, Nabadip Saha.