Post Office Scheme: পোস্ট অফিসের স্কিমে প্রতিমাসে পাবেন 20,500 টাকা! সুদের হার 8.2 শতাংশ! কিভাবে আবেদন করবেন জেনে নিন

ভারতীয় পোস্ট অফিস (Post Office Scheme) বেশ কিছু লাভজনক প্রকল্প চালু রেখেছে গ্রাহকদের জন্য। পোস্ট অফিসের অধিকাংশ প্রকল্পতে উচ্চহারে সুদ পাওয়া যায় এবং একই সাথে এই প্রকল্পগুলি অপেক্ষাকৃত অনেক বেশি নির্ভরযোগ্য। আর সেই কারণেই পোস্ট অফিসের স্কিম(Post Office Scheme) গুলি সাধারণ মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছে।

আজকে আমরা আলোচনা করব এমন একটি স্কিম সম্পর্কে যেই স্কিমে(Post Office Scheme) আপনি প্রতি মাসে ২০,৫০০ টাকা করে পাবেন।‌ পাশাপাশি, এই স্কিম ৮.২ শতাংশ হারে সুদ অফার করে। অতএব যারা পোস্ট অফিসের এই প্রকল্পে টাকা বিনিয়োগ করেন সেই সকল গ্রাহকরা অনেক বেশি লাভবান হন। ‌

Post Office Scheme 2024

ভারতীয় পোস্ট অফিস(Post Office Scheme) বিভিন্ন স্বল্পমেয়াদি ও দীর্ঘ মেয়াদি স্কিম অফার করে। যে স্কিমগুলির সুদের হার যথেষ্ট বেশি। তাই সেই স্কিমগুলিতে টাকা জমিয়ে আপনি নির্দিষ্ট সময়ের ব্যবধানে লাভবান হতে পারবেন। বিভিন্ন বয়সী গ্রাহকদের জন্য পোস্ট অফিস বিভিন্ন স্কিম অফার করে থাকে(Post Office Scheme). যার মধ্যে সিনিয়র সিটিজেনদের জন্য স্কিম রয়েছে।

সুখবর! প্রতিমাসে 5000 টাকা দিচ্ছে পোস্ট অফিস! কিভাবে আবেদন এই স্কিমে? জানুন

সমাজের প্রবীণ নাগরিকেরা পোস্ট অফিসে টাকা রেখে ভবিষ্যতের জন্য নিশ্চিত হতে পারেন। পোস্ট অফিস এমন স্কিম অফার করে যেখানে প্রতিমাসে ২০,৫০০ টাকা আপনার একাউন্টে ঢুকতে পারে। ‌আজকের প্রতিবেদনে আমরা পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন প্রকল্প নিয়ে আলোচনা করব। সমাজের প্রবীণ নাগরিকদের চিন্তা থাকে অবসর গ্রহণের পর বাকি জীবনটা কিভাবে সুখে স্বাচ্ছন্দ্যে কাটবে।

অনেকে বেসরকারি চাকরি থেকে অবসর নেন। সেখানে নিয়মিত পেনশন আসে না। তাই বাকি জীবনটা যাতে সুন্দরভাবে কাটানো সম্ভব হয় তার জন্য পোস্ট অফিস(Post Office Scheme) -এর একটি নির্দিষ্ট স্কিম প্রবীন নাগরিকদের চিন্তা থেকে অব্যাহতি দিতে পারে। আর এই স্কিমটি এমন যে এতে কোনো ঝুঁকি থাকে না। আবার নিশ্চিন্তও হওয়া যায়।‌

Post Office Senior Citizen Scheme 2024

আজকের প্রতিবেদনে যে স্কিমটির বিষয়ে কথা হচ্ছে, সেটি হল পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম(Post Office Senior Citizen Scheme). এই স্কিমটি প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত ভাল এই স্কিম রূপে বিবেচিত। ৬০ বছর পেরিয়ে যাওয়া যেকোনো গ্রাহক পোস্ট অফিসের এই স্কিমে (Post Office Savings Scheme) বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ টাকা জমাতে পারবেন।

1 লাখ টাকা রাখুন 4 লাখ টাকা রিটার্ন পান। কিভাবে? টপ সিক্রেট জেনে নিন

এখানেই শেষ নয়, যাঁদের বয়স ৫৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে যাঁরা বর্তমানে ভিআরএস নিচ্ছেন, তাঁরাও এই স্কিমে টাকা বিনিয়োগের সুযোগ পাবেন। বর্তমানে পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিমে ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। আপনি মাত্র ১০০০ টাকা থেকে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

তবে যদি কোনও প্রবীণ নাগরিক পোস্ট অফিসের স্কিমে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তিনি প্রতি বছর ২ লক্ষ ৪৬ হাজার টাকা পেয়ে যাবেন। আর এভাবে তিনি প্রতিমাসের হিসেবে ২০৫০০ টাকা পেয়ে যেতে পারেন। যার অর্থ, এই স্কিমে বিনিয়োগ করে একজন সমাজের প্রবীণ নাগরিক ঝুঁকি ছাড়া প্রতি মাসে পেনশন পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button