SCSS Scheme – নতুন বছরে 8.2% সুদ দিচ্ছে কেন্দ্র সকারের সঞ্চয় প্রকল্প। সাথে আয়কর ছাড় পাবেন

Senior Citizen Savings Scheme Investment

পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS Scheme) সমাজের প্রবীণ নাগরিকদের জন্য ভীষণ উপকারী এক প্রকল্প। কর্মজগত থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর প্রবীণ নাগরিকদের এই চিন্তা থাকে যে অবসর জীবনে কিভাবে আয়ের প্রবাহ বজায় থাকবে, অবসরে জীবনধারণ কিভাবে হবে ইত্যাদি। তবে বর্তমানে পোস্ট অফিসের SCSS স্কিম সিনিয়র সিটিজেনদের (Senior Citizen Savings Scheme) সেই সমস্ত সমস্যার সমাধান করবে।

Post Office SCSS Scheme

বর্তমানে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম রয়েছে (Post Office Scheme). যে স্কিমগুলি সকল গ্রাহকদের নানান ভাবে সুবিধা প্রদান করে থাকে। এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়া যায়। আপনি যদি এখানে বিনিয়োগ করেন তাহলে নিঃসন্দেহে নিশ্চিত হয়ে থাকতে পারবেন কারণ আপনার টাকা ভাল রিটার্ন নিয়েই ফিরবে আপনার কাছে। প্রতিটি মানুষ এখন সেভিংস নিয়ে চিন্তিত। কোথায় বিনিয়োগ করলে ভাল লাভ হবে তার খোঁজে থাকেন। তাই আপনিও যদি ভেবে থাকেন টাকা ইনভেস্ট করবেন, তাহলে অবশ্যই খোঁজ নিয়ে সঠিকভাবে বিনিয়োগ করবেন। এই প্রতিবেদনে উল্লেখ করা হল পোস্ট অফিসের প্রকল্প নিয়ে।

16 লাখ টাকা পাবে মেয়েরা এই স্কিমে! সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটর

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বিনিয়োগ

আজ যেহেতু আমাদের আলোচনার বিষয় পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম তাই এই স্কিমে আপনার অর্থ বিনিয়োগের নিয়মগুলি জেনে রাখা জরুরি। পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় স্কিম হল ২০০৪ সাল থেকে চালু হওয়া সিনিয়র সিটিজেনদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। যারা সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক, তারা এখানে টাকা রেখে নিজ জীবনকে নিশ্চিত করতে পারেন। এখানে টাকা বিনিয়োগ করতে পারবেন ৬০ বছর বা তার বেশি বয়সের মানুষদের। তবে এটাও মনে রাখা জরুরি যে, এই স্কিমে টাকা রাখতে পারবেন ৬০ বছরের নিচে যাদের বয়স রয়েছে তারাও।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার

বর্তমানে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার রয়েছে ৮.২ শতাংশ। আপনি এখানে নিজের চাহিদামত টাকা বিনিয়োগ করতে পারেন। পোস্ট অফিসের এই প্রকল্পে ট্যাক্স বেনিফিটের সুবিধাও রয়েছে। সিনিয়র সিটিজেন স্কিমে একজন বিনিয়োগকারী সুদ পাবেন প্রত্যেক তিনমাস অন্তর। একজন প্রবীণ নাগরিক এখানে যেমন বিনিয়োগ করতে পারবেন ঠিক তেমনি অবসরপ্রাপ্ত কর্মীরাও টাকা বিনিয়োগ করার সুবিধা পারবেন। একজন ব্যক্তি এখানে ১ হাজার টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন।

500 টাকা রাখলে হাতে পাবেন 1 লাখ। পোস্ট অফিসের এই স্কিম দিচ্ছে বছরের সেরা অফার। বিস্তারিত জানুন

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে একজন ব্যক্তি সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগকারীরা টাকা জমাতে পারবেন ৫ বছর সময় ধরে। তারপর যদি গ্রাহক পরবর্তীতে আরো সময় বাড়াতে চান তবে তিনি আরও তিন বছর পর্যন্ত সেই সময় সীমা বাড়াতে পারেন। এবার প্রশ্ন হল, আপনি এখানে বিনিয়োগ শুরু করবেন কিভাবে বা কিভাবে আবেদন জানাবেন। সেক্ষেত্রে আপনি পোস্ট অফিসে ভিজিট করুন সেখানে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করে নিন। আর তারপর আপনিও এখানে বিনিয়োগ করে উপকৃত হতে পারবেন

Related Articles

Back to top button