Post Office Scheme: পোস্ট অফিসের নতুন স্কিমে টাকা রাখলেই তা তিনগুণ হবে। জেনে নিন বিনিয়োগের নিয়ম

Post Office Special Scheme Investment

পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পগুলি (Post Office Scheme) জনসাধারণকে বিভিন্ন ভাবে লাভ দিয়ে থাকে। এখানে বিনিয়োগ করে একদিকে যেমন আপনি লাভবান হবেন ঠিক তেমন ভাবেই আপনি নিশ্চিন্ত হতে পারবেন। আজকের প্রতিবেদনে রইল পোস্ট অফিস স্কিম সম্পর্কে বেশ কিছু তথ্য। আপনি যদি টাকা বিনিয়োগের জন্য চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আজকের প্রতিবেদন পড়ে নেবেন। আশা করা যায়, আপনারা উপকৃত হবেন।

Post Office Scheme Investment

উপার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করে ভালো রিটার্ন পেতে কে না চান? আর তাই জন্য অবশ্যই ভালো বিকল্প ব্যাংক এবং পোস্ট অফিস। এই দুই জায়গায় টাকা রেখে আপনি নিশ্চিন্ত বোধ করতে পারবেন। তবে আপনিও জানলে অবাক হবেন যে, পোস্ট অফিসের একটি নির্দিষ্ট প্রকল্পে আপনার টাকা প্রায় তিনগুণ হয়ে যাবে। তবে আর অবাক না হয়ে আসুন জেনে নেওয়া যাক কোন প্রকল্পের কথা বলা হচ্ছে, আর সেখানে আপনি কিভাবে বিনিয়োগ করতে পারেন। সব ডিটেলস রইল আজকের প্রতিবেদনে।

পোস্ট অফিসের প্রকল্পের টাকা তিনগুণ

ব্যাঙ্কের মত পোস্ট অফিস অবশ্যই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আর এখানে অর্থ রেখে সাধারণ মানুষ নিশ্চিন্ত হতে পারেন। আবার এখানেই আপনার টাকা তিনগুণ হবে। শুধু বুঝতে হবে কোন স্কিমে বিনিয়োগ করবেন। ভালো লাভ পেতে হলে কিন্তু আপনাকে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। সেক্ষেত্রে পোস্ট অফিস ডিপোজিটে সুদের হার ৭.৫ শতাংশ নির্দেশ করে।

পোস্ট অফিসে টাকা জমা রাখার নিয়ম কি? জেনে নিয়ে বিনিয়োগ করুন

মনে রাখবেন,এখানে ট্যাক্সের ক্ষেত্রেও কিছু সুবিধা থাকে। পোস্ট অফিসের এই ফিক্সড ডিপোজিট (Fixed Diposit Scheme) আপনার টাকাকে তিনগুণ সুবিধা দিতে পারে। যদি নিজের টাকা আপনি পোস্টে অফিসে জমা রাখেন তাহলে সেই টাকা তিনগুণ করতে পারে। তবে এই ফিক্স ডিপোজিটর সময়সীমা হতে হবে ১৫ বছর।‌ মনে করুন, আপনি যদি ১০ লক্ষ টাকা ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে ওই টাকার ওপর ৭.৫ শতাংশ হারে সুদ যুক্ত করে হবে ৪ লক্ষ ৪৯ হাজার ৯৪৮ টাকা। আর এই টাকা মিলবে ৫ বছরে। এক্ষেত্রে আপনার মোট টাকা হবে ১৪ লক্ষ ৪৯ হাজার ৯৪৮ টাকা।

আবার যদি আপনি এই স্কিমে আরও ৫ বছর বেশি বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি পেতে পারেন ১১ লক্ষ ২ হাজার ৩৪৯ টাকা। আর তাহলে ১০ বছর পর আপনি পাবেন মোট ২১ লক্ষ ২ হাজার ৩৪৯ টাকা। সেই বিনিয়োগ আরও পাঁচ বছর ধরে বাড়াতে পারেন তাহলে আপনি পেতে পারেন মোট ২০ লক্ষ ৪৮ হাজার ২৯৭ টাকা। তবে মোট ১৫ বছরের সুদ অনুসারে আপনি পাবেন ৩০ লক্ষ ৪৮ হাজার ২৯৭ টাকা।

পোস্ট অফিসের এই স্কিমে পাবেন 5,00000/- টাকা। বছরের শেষে ধামাকা অফার মিস করবেন না

প্রসঙ্গত উল্লেখ্য, বিনিয়োগের জন্য পোস্ট অফিস স্কিম ফিক্সড ডিপোজিট গোটা দেশের ক্ষেত্রে একই নিয়ম থাকে। আবার সুদের হারও এক থাকে। তবে যদি আপনি এখানে বিনিয়োগ করা হয় তাহলে এই বিনিয়োগ থেকে নিজের টাকাকে তিনগুণ করতে পারবেন। তাই অবশ্যই আপনি নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে বিনিয়োগের জন্য আবেদন করতে পারেন। আর লাভবান হতে পারেন।

Related Articles

Back to top button