Post Office Scheme: ১০ লাখ রাখুন ২০ লাখ নিন। পোস্ট অফিসের এই প্রকল্পে তিনগুণ রিটার্ন! বিনিয়োগ করার আগেই জানুন
Post Office FD Investment
পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পগুলি (Post Office Scheme) গ্রাহকদের প্রচুর সুযোগ সুবিধা প্রদান করে থাকে। বিশেষ করে নিরাপদ ও সাশ্রয়ী সঞ্চয় ও ভালো রিটার্ন পাওয়ার জন্য পোস্ট অফিসের এই স্কিমগুলি অত্যন্ত জনপ্রিয়। আজ আলোচনা করা হবে এমন এক প্রকল্প সম্পর্কে যেখানে যদি একবার বিনিয়োগ করা যায়, তাহলে মিলবে তিনগুন রিটার্ন। আপনার ১০ লাখ টাকা নিমেষে হয়ে যাবে ২০ লাখ। আসুন ডিটেলস জেনে নেওয়া যাক।
Post Office Scheme Investment Ideas
- আলোচনা করা হচ্ছে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম (Post Office Fixed Deposit) নিয়ে। এমনিতে পোস্ট অফিসের যে কোনো স্কিমে বিনিয়োগ করা প্রত্যেক গ্রাহকের পছন্দের। তার উপর ফিক্সড ডিপোজিট স্কিম হল এমন এক সঞ্চয় প্রকল্প যেখানে টাকা রাখতে ভরসা পান বেশিরভাগ মানুষ। ব্যাংকেও ফিক্সড ডিপোজিট স্কিম অত্যন্ত জনপ্রিয়। একই রকমভাবে পোস্ট অফিসেও। আপনি এই স্কিমে বিনিয়োগ (Investment) করে অল্প সময়ের মধ্যেই ভাল রিটার্ন পাবেন তার গ্যারেন্টি তো আছেই।
পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম হল এমন এক সঞ্চয় প্রকল্প, যেখানে ভাল সুদের হার প্রদান করা হয়। এই ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগের সময়সীমা ১ থেকে শুরু করে ৫ বছর। এই সঞ্চয়ী প্রকল্পে সুদের হার দেওয়া হয়েছে ৭.৫ শতাংশ।
শুধু তাই নয়, এখানে আয়কর নিয়েও থাকে বিশেষ সুবিধা প্রদান করা হয়। তাই যদি আপনিও এখানে ইনভেস্ট করতে পারেন তাহলে আখেরে লাভ আপনারই হবে। ঠিকভাবে যদি পরিকল্পনা করে বিনিয়োগ করতে করা যায় তীব্র এখানে খুব কম সময়ের মধ্যে আপনিও পেতে পারেন ভাল রিটার্ন।
কিভাবে ১০ লাখ টাকা ২০ লাখ হবে?
আপনি যদি এখানে ১০ লক্ষ টাকা ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন, তবে এখান থেকে সুদের হার পাবেন ৭.৫ শতাংশ। যার ফলে মাত্র ৫ বছরের মাথায় আপনার হাতে আসবে মোট ৪ লক্ষ ৪৯ হাজার ৯৪৮ টাকা।
সবমিলিয়ে আপনার হাতে আসবে ১৪ লক্ষ ৪৯ হাজার ৯৪৮ টাকা। তবে মনে করুন এই টাকা যদি আপনি আরও ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি সুদ পাবেন ১১ লক্ষ ২ হাজার ৩৪৯ টাকা।
SIP-তে টাকা বিনিয়োগ করে নিমেষেই হবেন কোটিপতি। কিভাবে? জেনে নিন সিক্রেট
মোটমাট সব মিলিয়ে আপনি হাতে পেয়ে গেলেন ২১ লক্ষ ২ হাজার ৩৪৯ টাকা। যদি আপনি একে আরও ৫ বছর ধরে ইনভেস্ট করে থাকেন তাহলে সব মিলিয়ে আপনি হাতে পাবেন ২০ লক্ষ ৪৮ হাজার ২৯৭ টাকা। সেক্ষেত্রে বিনিয়োগকারী মেয়াদ শেষে হাতে পাবেন ৩০ লক্ষ ৪৮ হাজার ২৯৭ টাকা। তাহলে বুঝতে পারছেন তো, কতটা সহজে আপনার টাকা তিনগুণ হয়ে গেল। তাই যদি বিনিয়োগ করবেন বলে স্থির করে থাকেন তাহলে অবশ্যই পোস্ট অফিসে গিয়ে আবেদন করুন।