Post Office Savings Account – নতুন বছরে পোস্ট অফিস সেভিংস একাউন্ট খুললেই দিচ্ছে বিশেষ সুবিধা।
নতুন বছরের শুরুতেই পোস্ট অফিসে Post Office Savings Account খুললেই দিচ্ছে দুর্দান্ত সুযোগ! পোস্ট অফিসে সেভিংস একাউন্ট (Post Office Savings Account) খুলতে চান? তাহলে এখন পেয়ে যাবেন বিশেষ সুবিধা।
Post Office Savings Account opening online
সাধারণত টাকা পয়সা জমা রাখার ক্ষেত্রে পোস্ট অফিসের জুড়ি মেলা ভার। কারণ পোস্ট অফিসে টাকার ওপর অতিরিক্ত হারে সুদ এবং অন্যান্য আকর্ষণীয় সুবিধা। এই জন্য দেশের অনেক মানুষ অর্থবিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিসকেই অগ্ৰাধিকার দেন । আর এই সকল বিনিয়োগকারীদের জন্যই এবার ডাক বিভাগ চালু করল এই সুবিধা গুলি। নতুন বছরে পোস্ট অফিসে সেভিংস একাউন্ট (Post Office Savings Account opening online) খুললেই হয়ে যাবেন মালামাল। অনেকেই ইতিমধ্যে অ্যাকাউন্ট ওপেন করে এই লাভ ওঠাচ্ছেন। তবে আপনি কেন পিছিয়ে থাকবেন? এখনই জেনে নিন পোস্ট অফিসের এই দারুণ প্ল্যান।
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট কত ধরনের ও কি কি?
Post Office Regular Savings Account
১. পোস্ট অফিস রেগুলার সেভিংস অ্যাকাউন্ট
এই প্ল্যানে আপনি বিনিয়োগ করলে বার্ষিক ৪ শতাংশ হারে সুদ লাভ করবেন। সর্বনিম্ন ৫০০ থেকে বিনিয়োগ শুরু করা যায়। সর্বনিম্ন ৫০ শতাংশ অর্থ প্রত্যাহার করা যায়। এখানে আপনি ১,২ ও ৩ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন।
Post office time deposit Account
২. পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (টিডি)
এই প্ল্যানে বিনিয়োগ আপনি ১,২,৩ ও ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। সুদের হার ১ বছরে ৬.৯ শতাংশ, ২ বছরে ৭ শতাংশ, ৩ বছরে ৭ শতাংশ এবং ৫ শতাংশ বছরে ৭.৫ শতাংশ। সর্বনিম্ন ১০০০ থেকে বিনিয়োগ করা যাবে।
Post Office Recurring Deposit Account
৩. পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট (আরডি) :- এই প্লেনে ন্যূনতম পাঁচ বছরের জন্য আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন। সুদের হার হল ৬.৫%। ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ শুরু করা যেতে পারে। সর্বনিম্ন ৫০ শতাংশ অর্থ প্রত্যাহার করা যাবে।
Post Office MIS Account
৪. পোস্ট অফিস মান্থলি ইনকাম ডিপোজিট অ্যাকাউন্ট
সিঙ্গেল এবং জয়েন্ট দু ধরনের একাউন্ট খোলা যায় এখানে। সিঙ্গেল একাউন্টে ৯ লক্ষ এবং জয়েন্ট একাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। বিনিয়োগের ন্যূনতম সীমা ১০০০ টাকা। টাকা ম্যাচিওরড হতে সময় নেয় ন্যূনতম 5 বছর। সুদের হার ৭.৪ শতাংশ।
Post Office PPF Account
৫. পোস্ট অফিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (পিপিএফ)
নূন্যতম ৫০০ থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। বিনিয়োগের ন্যূনতম সময়সীমা ১৫ বছর। ম্যাচিউরিটির পর অতিরিক্ত পাঁচ বছরের জন্য ফিক্স করা যাবে। সুদের হার ৭.৫ শতাংশ।
আরও পড়ুন, রাজ্যের নতুন প্রকল্প। সিনিয়র সিটিজেনদের বিশাল সুবিধা দিচ্ছে রাজ্য সরকার!
Post Office SSY Account
৬. সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট
কন্যা সন্তানের দশ বছর বয়স পূর্ণ হলে অর্থ বিনিয়োগ শুরু করা যেতে পারে। সর্বনিম্ন আড়াইশো থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। সুদের হার ৮%। ২১ বছর বয়স পূর্ণ হলে অর্থ বিনিয়োগ করা যেতে পারে। ১৮ বছর বয়সে প্রত্যাহার করলে ৫০ শতাংশ অর্থ পেনাল্টি স্বরূপ কাটা হবে।
Kisan Vikas Patra
৭. কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট
কিষান বিকাশ যোজনার আওতায় ন্যূনতম আড়াই বছরের জন্য অর্থ বিনিয়োগ করা যায়। সুদের হার 7.5%। এক হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। ১০০ টাকার গুনিতাকে বিনিয়োগ করা যায়। মেয়াদ পূর্তিতে টাকা ডবল হয়।
Post Office NSC Account
৮. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট
এনএসসির আওতায় ন্যূনতম ৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করা যায়। সুদের হার 7.7%। এক হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। ১০০ টাকার গুনিতাকে বিনিয়োগ করা যায়।
Senior Citizen Savings Certificate
৯. সিনিয়র সিটিজেন সেভিংস সার্টিফিকেট
৫৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে থাকা ব্যক্তিরা এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। বিনিয়োগের নিম্ন সীমা ১০০০ এবং উর্ধ্বসীমা ৫৫ লক্ষ টাকা। টাকা তিন এবং পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা যেতে পারে। সুদের হার ৮.২%।
এখন সেভিংস একাউন্ট এ কি কি সুবিধা?
১. পোস্ট অফিসের Post Office Savings Account অ্যাকাউন্টধারীরা নিজেদের অ্যাকাউন্টে নমিনি যোগ করতে পারেন। অ্যাকাউন্টধারীর অবর্তমানে নমিনি ওই অ্যাকাউন্ট (Post Office Savings Account) পরিচালনা করতে পারবেন।
২. Post Office Savings Account অ্যাকাউন্টধারীর ইচ্ছায় এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট ট্রান্সফার করা সম্ভব। (মূলত বাড়ির ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে)
৩. অপ্রাপ্তবয়স্ক সন্তানের হয়ে অভিভাবক বা মা-বাবা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন।
৪. ১০ বছরের উপরে যাঁদের বয়স, তাঁরা নিজেরাই স্বাধীন ভাবে নিজের অ্যাকাউন্ট খুলে সেটা পরিচালনা করতে পারবেন।
৫. একা অথবা যৌথ ভাবে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট খোলা সম্ভব।
৬. পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহকরা ডেবিট কার্ডের সুবিধা পাবেন।
৭. একক সেভিংস অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্টে রূপান্তরিত করা যাবে। শুধুমাত্র দ্বিতীয় হোল্ডারের কেওয়াইসি নথিপত্র জমা করতে হবে।
Post Office Savings Account Form
পোস্ট অফিসের সেভিংস একাউন্ট খোলার জন্য,
১. আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে।
২. সেখানে গিয়ে Post Office Savings Account অ্যাপ্লিকেশন ফর্ম চাইতে হবে।
৩. আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে।
আরও পড়ুন, বড়দিনে নরেন্দ্র মোদীর নতুন প্রকল্প চালু। এই কাগজ থাকলেই টাকা পাবেন।
৪. প্রয়োজনীয় Post Office Savings Account কেওয়াইসি নথিপত্র জমা করতে হবে।
৫. নিজের সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি লাগবে যেটি জমা দিতে হবে।
৬. প্রয়োজনীয় নথি ও ছবি-সহ ফর্ম জমা করে অ্যাকাউন্টের জন্য প্রাথমিক ডিপোজিট দিতে হবে। ডিপোজিট করতে হবে নগদেই।
Written by, Nabadip Saha.