Post Office-এর নববর্ষ অফার! 1500 টাকা রাখুন 1 লাখ টাকা নিন। অবাক হলেও সত্যি!

Post Office RD Scheme

মাঝেমধ্যেই পোস্ট অফিস (Post Office) তার গ্রাহকদের নিত্যনতুন প্রকল্প এনে অবাক করে থাকে। পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্প একদিকে যেমন নিশ্চিন্ত নির্ঝঞ্ঝাট বিনিয়োগে সহায়তা করে ঠিক তেমনভাবেই ভালো রিটার্ন দিয়ে গ্রাহকদের মুখে হাসি ফোটায়।ইতিমধ্যে পোস্ট অফিস তার নববর্ষ অফার নিয়ে হাজির। এমন একটি স্কিম পোস্ট অফিসে চালু (Post Office Scheme) রয়েছে যেখানে মাত্র ১৫০০ টাকা বিনিয়োগ করে রিটার্ন মিলতে পারে ১ লাখ টাকারও বেশি।

Post Office Scheme 2025

পোস্ট অফিসের বিশেষ প্রকল্প হল রেকারিং ডিপোজিট বা Post Office RD Scheme. এই স্কিম এতটাই লাভজনক যে, মাত্র ১৫০০ টাকা জমিয়েই এখান থেকে আপনি ১ লক্ষ টাকার বেশি রিটার্ন পেতে পারেন। তবে এই স্কিমের বেশ কিছু নিয়ম কানুন আছে। যা আপনাকে আগের থেকেই মেনে চলতে হবে।

আরও পড়ুন: অল্প সময়ে কোটিপতি হতে চান? মাসে কেবল 1000 টাকা বিনিয়োগ করতে হবে। দেখে নিন বিস্তারিত

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম কী?

পোস্ট অফিসের RD বা রেকারিং ডিপোজিট স্কিম হল একটি সঞ্চয় প্রকল্প, যেখানে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করে কোনো একজন ব্যক্তি তার মেয়াদ শেষে একসঙ্গে সুদ-সহ মোটা অঙ্কের মুনাফা পাবেন। যারা নিয়মিত এবং ছোট অঙ্কের মূল্যধন বিনিয়োগ করতে চান তাঁদের জন্য এই স্কিম দারুন উপযোগী। এখানে বিনিয়োগ করতে পারেন মধ্যবিত্ত জনসাধারণ, অবসরপ্রাপ্ত কর্মী, গৃহবধূ ও ছাত্র-ছাত্রীরা।

এখানে বিনিয়োগ করে কত সুদ পাবেন?

বর্তমানে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা RD স্কিমে ৬.৭% হারে বার্ষিক সুদ পাবেন। এই সুদ চতুর্থ মাসিক কম্পাউন্ডিং অনুযায়ী গণনা করা হবে। এখানে একজন ব্যক্তি প্রতি তিন মাস অন্তর সুদের উপর সুদ পাচ্ছেন। যার ফলে মেয়াদ শেষে আপনার বিনিয়োগকৃত মূলধন পরিণত হবে মোটা অঙ্কের টাকায়।

আরও পড়ুন: এবারে 7.5% সুদ পাবেন পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমে। নববর্ষের দিন শুভ কাজ সেরে ফেলুন

রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করার নিয়ম

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে টাকা বিনিয়োগ করার আগে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে। প্রথমত, এই স্কিমে আপনি প্রতি মাসে ১০০ টাকার কম বিনিয়োগ করতে পারবেন না। তবে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই। আপনি এখানে নিজের সুবিধামতো টাকা বিনিয়োগ করতে পারবেন। রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদ হল ৫ বছর। তবে প্রয়োজনে মাঝপথে টাকা তুলতে পারবেন।

১৫০০ টাকা জমিয়ে কিভাবে ১ লাখ পাবেন?

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে যদি আপনি প্রতি মাসে ১৫০০ টাকা করে জমান এবং ৫ বছর ধরে টাকা জমানো জারি রাখেন, তাহলে হিসেব বলছে, ৫ বছর অর্থাৎ ৬০ মাস ধরে ১৫০০ টাকা করে জমানো হলে আপনার মূলধন দাঁড়াবে ৯০ হাজার টাকা। এখান থেকে আপনি সুদ পাবেন ১৭৫০ টাকা। অর্থাৎ যা বোঝা যাচ্ছে, মেয়াদ শেষে আপনার মোট মূলধন দাঁড়াবে ১ লক্ষ ৭ হাজার ৫০ টাকা। আপনি নিজের সঞ্চয়ের উপরেই পাবেন ১৯% রিটার্ন। সব মিলিয়ে আপনার লাভ হবে বিস্তর।

উপসংহার: পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগে বর্তমানে প্রচুর মানুষ লাভবান হয়েছেন। তবে বিনিয়োগ করার আগে কিছু বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সমস্ত কাগজপত্র দেখে নিয়ে নিজের দায়িত্বে বিনিয়োগ করবেন।

Related Articles

Back to top button