Post Office RD: জরুরিভিত্তিতে টাকা দিচ্ছে পোস্ট অফিস। সবচেয়ে কম সুদে লোন পাবেন। এক ক্লিকে বিস্তারিত জানুন

Post Office RD Loan Application Process

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে (Post Office RD) জরুরীভিত্তিতে টাকা দিচ্ছে গ্রাহক দের। আমাদের বিভিন্ন সময়ে টাকার দরকার হয়। তখন বিভিন্ন জায়গা থেকে আমরা লোনের জন্য আবেদন করি। বিশেষ করে ব্যাংকে লোনের জন্য আবেদন জমা করা হয়। তবে অনেকের এটা জানা থাকে না, পোস্ট অফিসও অনেক স্বল্প সুদে লোন প্রদান করে (Post Office Loan). তবে আপনাকে জানতে হবে কিভাবে আপনি এখান থেকে লোন পেতে পারেন। আসুন সেই বিষয়ে আজকে আলোচনা করা যাক।

Post Office RD Loan Application Process

পোস্ট অফিসের একটি সঞ্চয় প্রকল্প হল RD বা রেকারিং ডিপোজিট স্কিম (Post Office RD)। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের সুবিধা পাওয়া যায় পোস্ট অফিস এবং ব্যাঙ্ক উভয় ক্ষেত্রেই। পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট করা যেতে পারে এক, দুই, তিন বা পাঁচ বছরের জন্য। রেকারিং ডিপোজিট এর বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। বর্তমানে পোস্ট অফিসের RD-তে সুদের হার ধার্য করা হয়েছে ৬.৭ শতাংশ। এই স্কিমের আওতায় আপনি লোনের জন্যেও আবেদন করতে পারেন।অর্থাৎ এটা অবশ্যই আপনার জেনে রাখা দরকার যে, কোনও স্কিম না ভেঙেই টাকা পাওয়া যেতে পারে। তাহলে আর দেরি কিসের? এবার লোন নেওয়ার জন্য শুধুমাত্র ব্যাংকের উপর ভরসা করার প্রয়োজন নেই। আপনি পোস্ট অফিস থেকে অনেক স্বল্প সুদে লোন পেয়ে যাবেন।

আসলে কোন প্রয়োজনে লোন নিতে হলে আমরা ব্যাংকে ভিজিট করি। আর এই ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য অনেক জটিলতার সম্মুখীন হতে হয়। তাছাড়া অনেক সময় লাগে। তারপর লোন পাওয়া যায়। আর শুধু লোন পেয়ে গেলেই তো হল না, লোন পরিশোধ করার জন্য মোটা অঙ্কের সুদ দিতে হয়। আর বিভিন্ন ব্যাংকে সুদের পরিমাণ আলাদা আলাদা হয়। গ্রাহকরা অবশ্যই চান যাতে স্বল্প সুদে লোনের টাকা পরিশোধ করা সম্ভব হয়। আর তাই পোস্ট অফিসের লোনের চাহিদা ক্রমশ বাড়ছে।

Post Office RD Scheme Benifits

পোস্ট অফিসের পাঁচ বছরের স্কিমে যদি কমপক্ষে মাত্র ১২টি কিস্তি জমা করা যায়, তাহলে এই স্কিম থেকে আপনি ঋণের সুবিধাও পেতে পারবেন। তবে আপনাকে মনে রাখতে হবে যে, এই সুবিধা পেতে কমপক্ষে এক বছর ধরে আপনাকে পরিমাণ জমা করতে হবে। এক বছর পর অ্যাকাউন্টে জমা করা পরিমাণের ৫০ শতাংশ অর্থ আপনি ঋণ হিসেবে নিতে পারবেন। এই ঋণের টাকা আপনি কিস্তিতে অথবা একবারেও জমা করতে পারেন।

মাত্র 1000 টাকা জমালেই সারাজীবন টাকা দেবে পোস্ট অফিস!

Post Office RD Loan Interest Rate

পোস্ট অফিদের রেকারিং ডিপোজিট স্কিমের আওতায় যদি কোনও ব্যক্তি ঋণ নেন, তাহলে সেই পরিমাণের উপর সুদ হবে ২ শতাংশ + RD অ্যাকাউন্টে প্রযোজ্য সুদ। অর্থাৎ এখানে আপনার প্রযোজ্য সুদের হারের চেয়ে ২ শতাংশ বেশি হারে লোন নিতে হয়। সেক্ষেত্রে ঋণ নেওয়ার দিন থেকে টাকা জমা দেওয়ার দিন পর্যন্ত গণনা করা হবে সুদ। আর যদি ব্যক্তি ঋণের পরিমাণ পরিশোধ করতে অক্ষম হন, তাহলে রেকারিং ডিপোজিট ম্যাচিওর হলে সেখান থেকে সুদ-সহ ঋণের পরিমাণ কেটে নেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, যদি আপনি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের অন্তর্গত থেকে লোন নিতে চান, তাহলে আপনাকে ভিজিট করতে হবে নিকটবর্তী পোস্ট অফিসে। আর সেখানে গিয়েই আপনি এই বিষয়ে আরও ডিটেলসে জানতে পারবেন। লোন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।

Related Articles

Back to top button