Post Office Scheme: সুখবর! প্রতিমাসে 5000 টাকা দিচ্ছে পোস্ট অফিস! কিভাবে আবেদন এই স্কিমে? জানুন

বর্তমানে সাধারণ মানুষ টাকা সঞ্চয় করার জন্য ব্যাংক এবং পোস্ট অফিসকে সবচেয়ে নিরাপদ মনে করেন(Post Office Scheme). ডাকঘর এমন কিছু দুর্দান্ত স্কিম বাজারে এনেছে যার দ্বারা আমজনতা প্রভূত লাভ পেতে পারেন। পোস্ট অফিস চালু করেছে মান্থলি ইনকাম স্কিম(Post Office Monthly Income Scheme). এই স্কিম প্রত্যেককে প্রতিমাসে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিভাবে আবেদন করবেন এই স্কিমে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন।

Post Office Monthly Income Scheme 2024

পোস্ট অফিসের একটি প্রকল্প রয়েছে যেখানে যদি একবার বিনিয়োগ করা হয় তাহলে প্রতি মাসে ভাল টাকা রিটার্ন আসে। তেমনি একটি প্রকল্প নিয়েই আজ আমাদের আলোচনা। আর সেটা হলো পোস্ট অফিস মন্থলি ইনকাম স্কিম(Post Office Monthly Income Scheme).

পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলে প্রতি মাসে ভালো সুদ পাওয়া যায়। ফলে অতিরিক্ত টাকা পেয়ে যাবেন গ্রাহক। এই প্রকল্পের জন্য পোস্ট অফিস চলতি বছর ৭.৪ শতাংশ সুদ ধার্য করেছে। আর তারপর থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম(Post Office Monthly Income Scheme).

1 লাখ টাকা রাখুন 4 লাখ টাকা রিটার্ন পান। কিভাবে? টপ সিক্রেট জেনে নিন

Post Office Monthly Income Scheme Benifits

পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে লক ইন পিরিয়ড হলো পাঁচ বছর। একজন গ্রাহক যদি এখানে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সেই অর্থের উপর ৭.৪ শতাংশ হারে সুদ পাবেন। অর্থাৎ মাসে মাসে প্রায় ৩,০৮৩ টাকা পাবেন তিনি।

আর যদি একজন ব্যক্তি ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে মাসে মাসে একই সুদের হারে একাউন্টে জমা পড়বে পাঁচ হাজার টাকা। তবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে গ্রাহকের মৃত্যু হলে, এই স্কিম কিন্তু বন্ধ হয়ে যাবে। যদিও পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম প্রতিমাসে ৫০০০ টাকার গ্যারান্টি দিচ্ছে।

স্টেট ব্যাংকের এই স্কিমে 8.30 শতাংশ সুদ! রিটার্ন 41,000 টাকা! কিভাবে বিনিয়োগ? সিক্রেট জেনে নিন

Post Office Monthly Income Scheme Rules

একজন ব্যক্তি যদি এখানে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে তিনি দুই ভাবে এই একাউন্ট ওপেন করতে পারেন। প্রথমটি হল, গ্রাহক এককভাবে MIS স্কিমে বিনিয়োগ করতে পারেন। আবার, জয়েন্ট একাউন্ট খুলতে পারেন।

সেক্ষেত্রে একাউন্ট হোল্ডারের সংখ্যা সর্বাধিক তিনজন হতে পারে। ব্যক্তি যদি একক অ্যাকাউন্ট খোলেন, তাহলে তিনি সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। আর যদি তিনি যৌথ একাউন্ট খোলেন, তাহলে সর্বাধিক ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। MIS একাউন্টে লগ্নির পরিমাণটা এভাবেই নির্ধারিত হয়।

আপনি যদি মনে করেন মান্থলি ইনকাম স্কিমে টাকা বিনিয়োগ করবেন তাহলে আপনার পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। শুধুমাত্র তাই নয় এই প্রকল্পে বিনিয়োগ করতে হলে বিনিয়োগ কারীর বয়স হতে হবে অন্ততপক্ষে আঠারো বছর। মনে রাখবেন, এখানে বিনিয়োগের জন্য কোন সর্বোচ্চ বয়সসীমা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button