ডিসেম্বরেই PNB ব্যাংকের বিরাট পরিবর্তন। একাজ না করলেই বন্ধ লেনদেন! বিশদে দেখুন।
ব্যাংকের ডিজিটালাইজেশন এর পর থেকে অন্যান্য ব্যাংকের সাথেই কদর বেড়েছে PNB Bank – এর। সাধারণ মানুষের ভরসা বেড়েছে ব্যাংকের অপর। গ্রাহকদের সুবিধার্থেই ব্যাংক কাজ করে। তবে এবারে কিছু পরিবর্তন আসতে চলেছে। আসুন, জেনে নেওয়া যাক।
PNB Bank – গ্রাহকেরা এই কাজ না করলেই পড়বেন চাপের মুখে।
2023 সাল শুরু হতে আর বাকি নেই বেশিদিন। তাই নতুন বছরের আগেই PNB Bank বেশ কিছু পরিবর্তন আনছে ব্যাংকিং সিস্টেমে। অনেক গ্রাহক আছে যারা হয়তো এখনো পর্যন্ত এই খবর জানতেই পারেন না। তাদের জন্য এই খবর অত্যন্ত কাজের।
PNB Bank – ব্যাংকের ডিজিটাল সিস্টেম আনার পর থেকে KYC তথা Know Your Customer বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। এই বিষয়ে গুরুত্ব না দিলে বেশ সমস্যা হতে পারে গ্রাহকদের। এবারে গ্রাহকদের সতর্ক করতে ব্যাংকের এই উদ্যোগ।
এই KYC তথা Know Your Customer আপডেট করার জন্য ডেডলাইন বেঁধে দিলো PNB ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের তরফে জনমাধ্যমে জানানো হয়েছে যে, যে সকল গ্রাহকেরা তাদের KYC তথা Know Your কাস্টমার আপডেট করবেন না, তাদের একাউন্ট ব্লক করে দেওয়া হবে।
ভারতীয় পোস্ট অফিস এর বাজার কাঁপানো স্কিম। 100 টাকার গুণিতক হারে বিনিয়োগেই পান লক্ষ লক্ষ টাকা।
এর ফলে ঐ সকল গ্রাহকেরা আর টাকা জমা-তোলা করতে পারবেন না। ফলে এই বিষয়টি তাদের দৈনন্দিন জীবনে বেশ প্রভাব ফেলতে চলেছে। তবে যারা তাদের KYC তথা নো ইয়োর কাস্টমার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজটি সেরে ফেলবেন, তাদের কোন সমস্যা হবার কথা নয়।
কিভাবে আপডেট করবেন KYC তথা Know Your Customer? এক্ষেত্রে আপনাকে নিজের সদ্য তোলা ফটো নিতে হবে। এর সাথে লাগবে নিজের আধার কার্ড, প্যান কার্ড। এগুলি স্বপ্রত্যায়িত কপি সহ ব্যাংকে গিয়ে ফর্ম ফিলাপ করে জমা করলেই কাজ শেষ।
জরুরী ঘোষণা – সকল SBI গ্রাহকদের নম্বর বদল, আজই আপডেট করুন, তার আগে জেনে নিন কি করতে হবে।
আগামী 12 ই ডিসেম্বর, 2022 তারিখের আগেই সেরে ফেলতে নির্দেশ দিচ্ছে ব্যাংক। এর পরে আর এই কাজ করা যাবে না। আর গেলেও জবাবদিহিতা করতে হতে পারে আপনাকে। সুতরাং দ্রুত সারুন এই কাজ।
আর বিলম্ব না করে চট জলদি সেরে ফেলুন এই গুরুত্বপূর্ণ কাজটি। নাহলে বেশ সমস্যা সম্মুখে অপেক্ষারত। এই রকম আরো নানা ধরণের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের আগামী প্রতিবেদনগুলি। ধন্যবাদ।
Written by Mukta Barai.