PNB Bank গ্রাহকদের জন্য বিরাট সুখবর, শুনলেই মন খুশিতে ভরে উঠবে।
প্রত্যেকেই নিজের শ্রমার্জিত অর্থ এমন জায়গায় বিনিয়োগ করতে চায়, যেখান থেকে নিশ্চিন্তে অল্প হলেও নিশ্চিত কিছু আয় হয়। PNB Bank এমনই একটি সুযোগ নিয়ে এসেছে তার গ্রাহকদের জন্য। এখন থেকেই অল্প করে হলেও স্থায়ীভাবে কিছু টাকা বিনিয়োগ করার অভ্যাস করা শুরু করে দিন। তবে আসুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
PNB Bank এখন গ্রাহকদের স্থায়ী আমানতের ওপরে দিচ্ছে উচ্চ হারে মাসিক সুদ।
এবারে ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তথা PNB Bank নিয়ে এলো নজর কাড়া খবর, যা শুনলেই আপনি চমকে যাবেন। এমনিতেই অর্থনৈতিক বিষয়ে বাজারের যে মন্দা তথা Economic Crisis চলছে তা সকলেরই জানা। কিছুদিন আগেই ভারতের রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করেছে। সেই মতাবেক ভারতের সমস্ত ব্যাঙ্কই তাদের সুদের হার অল্প বিস্তর বাড়িয়েছে।
আপনি যদি PNB Bank – এ একটি ফিক্সড ডিপোজিট একাউন্ট তথা FD Account করেন তাহলেই আপনি পেয়ে যাবেন এই বিশেষ সুবিধা। আপনাকে এই বিনিয়োগ করতে হবে একটু বেশি দিনের জন্য। 600 দিনের জন্য FD Account করলেই পাবেন বিশেষ সুদ। এবারে জেনে নেওয়া যাক, কি হারে সুদ মিলবে?
মধ্যবিত্তেরা অল্প অল্প করে কোথায় টাকা রাখলে সব দিক থেকে বেশি লাভবান হবেন?
PNB Bank তাদের অফিসিয়াল টুইটে এই নতুন হারে সুদের বিষয়ে বিশেষ তথ্য জানিয়েছে। PNB Bank টুইটে লিখেছে যে, “আপনি যখন বিনিয়োগে ভাল সুদ পাবেন, তখন সঞ্চয় স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। তাই সেই জন্যই PNB গ্রাহকদের জন্য ৬০০ দিনের একটি বিশেষ স্কিম নিয়ে এসেছে, যেখানে সুদ পাবেন প্রচুর”।
সেক্ষেত্রে তারা জানায় যে গ্রাহকেরা এই 600 দিনের জন্য স্থায়ী আমানতে বিনিয়োগ করলে তারা 7.85% হারে এই বিরাট সুদের লাভ ওঠাতে পারবেন। আরও বিস্তারি জানতে আপনি আপনার নিকটস্থ শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন। এই ব্যাঙ্ক গ্রাহকদের এই বিশেষ লাভ পাবেন 19শে অক্টোবর, 2022 তারিখ থেকে।
বদলে গেল পোষ্ট অফিসে টাকা তোলার নিয়ম, এবার চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে।
কত বছর বয়সে এই স্কিমে টাকা রাখতে পারবেন?
এক্ষেত্রে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র প্রবীণ নাগরিকেরাই এই সুবিধার লাভ নিতে পারবেন। কত বছর বয়স পর্যন্ত এই সুবিধা নেওয়া যাবে? প্রবীণ নাগরিক হলেও তাদের ক্ষেত্রে একটি বয়সসীমা বেধে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এক্ষেত্রে 60-80 বছরের মধ্যে থাকলেই দেশের প্রবীণ নাগরিকেরা এই বিশেষ সুবিধা নিতে পারবেন।
কত টাকা পর্যন্ত আমানত জমা করা যাবে?
এই স্কিমে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত টাকা আপনি বিনিয়োগ করার সুযোগ পাবেন। এই প্রতিবেদন উপকারে এলে অবশ্যয়ই জানান কমেন্ট বক্সে। এই প্রতিবেদন উপকারে এলে অবশ্যয়ই জানান কমেন্ট বক্সে। এছাড়াও আপনি চাইলেই প্রতিবেদনটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
Written by Mukta Barai.
News & views OSM…