Ujjwala Yojana – পুজোর আগে বিনামূল্যে 75 লক্ষ মানুষকে গ্যাস সিলিন্ডার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এইভাবে আবেদন করলে তবেই পাবেন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তথা Pradhan Mantri Ujjwala Yojana বিনামূল্যে দেশের ৭৫ লক্ষ মানুষকে গ্যাস সিলিন্ডার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এইভাবে আবেদন করলে তবেই পাবেন।
দেশের সমস্ত রকম জনগণের কল্যাণের জন্য এর আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু করা হয়েছে।

Advertisement

Pradhan Mantri Ujjwala Yojana 2.0

Ujjwala Yojana প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন দেশের কোটি কোটি মানুষ বিশেষত অসহায় দরিদ্র শ্রেণীর মানুষেরা। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু হওয়া এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল সজল ধারা যোজনা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী আত্মনির্ভর নিধি যোজনা, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ইত্যাদি। তবে এর মাঝে আরো যে একটি উল্লেখযোগ্য প্রকল্পের কথা বলা একান্তই জরুরী সেটি হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা।

উজ্জ্বলা যোজনা প্রকল্প কি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ২০১৬ সালের ১ মে তারিখে উজ্জ্বলা যোজনা প্রকল্প চালু করে। দেশের লক্ষ লক্ষ অসহায় দরিদ্র মা-বোনেদের ঘরে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কেন্দ্রীয় সরকার প্রদান করে থাকে এই প্রকল্পের মাধ্যমে। এখনো পর্যন্ত দেশের অনেক অসহায় মহিলারা যারা কাঠ, কয়লা দিয়ে উনুন জ্বেলে কষ্ট করে রান্না করতেন তাদের সকলের ঘরে গ্যাস পরিষেবা পৌঁছে দিয়েছে সরকার।

Ads

ফলে তারা চরমভাবে উপকৃত হয়েছেন প্রধানমন্ত্রীর এই উজ্জ্বলা যোজনা প্রকল্পের (Ujjwala Yojana) মাধ্যমে। আর এইবার দেশের আরো ৭৫ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় গ্যাস পরিষেবা প্রদান করার সিদ্ধান্ত নেয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে।

Advertisement
সরকারি প্রকল্প - West Bengal Govt Schemes

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প ২.০ চালু করার। অর্থাৎ আগে একবার যখন এই প্রকল্প প্রথমবারের জন্য চালু হয়েছিল ২০১৬ সালে তখন দেশের অনেক সংখ্যক মানুষকে বিনামূল্যে গ্যাস পরিষেবা প্রদান করা হয়েছিল এর মাধ্যমে। সেই প্রকল্পরই দ্বিতীয় ভাগ এবার চালু করতে চলেছে সরকার। তবে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নি নতুন এই উজ্জ্বলা প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে, কাদের দেওয়া হবে এই সুবিধা এবং কত তারিখ পর্যন্ত দেওয়া হবে।

Advertisement

কারা পাবেন নতুন এই প্রকল্পের সুবিধা?
১. শুধুমাত্র মহিলারা উজ্জ্বলা প্রকল্পের সুবিধা নিতে পারেন।
২. যে কোনো বিভাগে দরিদ্র পরিবারের অধীনে তালিকাভুক্ত হতে হবে।
৩. আবেদনকারী মহিলার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
৪. একই পরিবারে এই প্রকল্পের অধীনে অন্য কোনও এলপিজি সংযোগ থাকা যাবে না।

Ads

উজ্জ্বলা যোজনা প্রকল্পে কীভাবে আবেদন করবেন?
১. উজ্জ্বলা প্রকল্পের সুবিধা নিতে, আপনি অফিসিয়াল পোর্টাল pmuy.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
২. অনলাইন পোর্টাল pmuy.gov.in-এ ক্লিক করার পরে, উপরে দেওয়া Apply For New Ujjwala 2.0 Connection জন্য আবেদন করুন।

আরও পড়ুন, G20 সম্মেলনের পর থেকে তরতরিয়ে বাড়ছে এই সকল কোম্পানির শেয়ার

৩. এখানে আপনি পৃষ্ঠার নীচে তিনটি বিকল্প পাবেন। ইন্ডেন, ভারত পেট্রোলিয়াম এবং এইচপি।
৪. আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি বিকল্প নির্বাচন করে এবং নতুন সংযোগের জন্য অনুরোধ করা তথ্য পূরণ করে জমা দিন।
৫. এ ছাড়া, আপনি চাইলে ফর্মটি ডাউনলোড করে পূরণ করে নিকটস্থ গ্যাস এজেন্সির ডিলারের কাছে জমা দিতে পারেন।
৬. নথি যাচাইয়ের পরে, আপনাকে সরকার কর্তৃক এলপিজি গ্যাস সংযোগ প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কী নথি লাগবে?
১. কেওয়াইসি লাগবে
২. বৈধ মোবাইল নম্বর
৩. বয়সের প্রমাণপত্র
৪. আধার কার্ড

৫. বিপিএল রেশন কার্ড
৬. বিপিএল তালিকায় থাকা নামের প্রিন্ট
৭. রঙিন পাসপোর্ট সাইজ ছবি
৮. ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি।

আরও পড়ুন, ব্যাংক একাউন্টের টাকা হচ্ছে গায়েব। আধার প্রতাড়নার হাত থেকে কিভাবে বাঁচবেন?

কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে?
নতুন এ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প 2.0 তে আবেদন করার জন্য এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ এখনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তর মারফত এ বিষয়ে জানানো হবে। এর জন্য আগ্রহীদের অনুরোধ করা হচ্ছে নিয়মিতভাবে ওয়েবসাইট ফলো করার জন্য।
Written by Nabadip Saha.

সুখবর বাংলা

Leave a Comment

Advertisement