PMJJBY: মাত্র 436 টাকা জমা করলেই পাবেন 2,00000 টাকার জীবন বীমা। মধ্যবিত্তের জন্য নতুন প্রকল্প আনলো সরকার
PMJJBY Scheme Details By Central Government
দেশের সরকার সাধারণ মানুষের স্বার্থে এনেছে পিএম জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY). এই প্রকল্পে আবেদন করলে দু লাখ টাকার বীমা যোজনা পাবেন। আপনারা যারা জীবনবীমার জন্য আবেদন করবেন বলে ভাবছিলেন, আজকের এই প্রতিবেদন তাঁদের জন্য। অবশ্যই আবেদন জমা করার আগে বিস্তারিত আপনাদের পড়ে নিতে হবে। কিভাবে আবেদন জানাবেন, কারা আবেদন জমা করতে পারবেন প্রত্যেকটি তথ্যের বিবরণ রইলো আজকের প্রতিবেদনে।
PMJJBY Scheme By Central Government
কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY Scheme)। এই যোজনা নাগরিকদের দেবে ২ লক্ষ টাকার জীবন বীমা কভারেজ। ২১ কোটিরও বেশি মানুষ ইতিমধ্যেই কেন্দ্রের এই স্কিম থেকে উপকৃত হয়েছেন। যদি আপনিও এই কভারেজ পেতে আগ্রহী হয়ে থাকেন তবে কীভাবে আবেদন করতে পারেন, তা এখানে আলোচনা করা হল। আসুন জেনে নেওয়া যাক এই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য।
PMJJBY Scheme Benefits
এই স্কিমটি চালু হয়েছিল ২০১৫ সালে। কেন্দ্রের তরফে আরম্ভ হওয়া, এই PMJJBY হল একটি রিনিউযোগ্য মেয়াদী বীমা পলিসি। এই প্রকল্পের দ্বারা আপনাকে এটি বার্ষিক নবায়ন প্রদান করা হবে। যার বার্ষিক প্রিমিয়াম হল ৪৩৬ টাকা। এর বিনিময়ে যদি পলিসিধারকের মৃত্যু হয় তখন ওই পলিসিধারকের পরিবার পাবেন ২ লক্ষ টাকার কভারেজ। পলিসিধারকের সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রিমিয়াম কেটে নেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে। পলিসিধারকের মৃত্যু হলে তাঁর পরিবার পাবে দুই লক্ষ টাকা।
এই বীমা যোজনাতে ২১ কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। মাত্র ৪৩৬ টাকা জমা দিলেই বার্ষিক প্রিমিয়াম দেওয়া হয়ে যায়। তাই যেকোন আয়ের মানুষের কাছেই এই প্রকল্প খুব দরকারী ও উপকারী। ২০২৪ সালের অক্টোবর মাস পর্যন্ত, মোট ১৭,২১১.৫০ কোটি টাকার ৮.৬ লক্ষেরও বেশি দাবি পরিশোধ করা হয়েছে বলে পরিসংখ্যান বলছে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার বৈশিষ্ট্য
উল্লেখিত এই স্কিমটি পরিচালিত হয় LIC এবং বেশ কয়েকটি বেসরকারি বীমা কোম্পানি দ্বারা। এখানে আবেদন করার আগে আপনার ব্যাঙ্ক কর্মীদের সাথে অবশ্যই স্কিমের বিবরণ চেক করে নিন। এই পলিসিটিতে আপনি প্রতি বছর জমা করবেন মাত্র ৪৩৬ টাকা। অর্থাৎ কম প্রিমিয়ামে ২ লক্ষ টাকার কভারেজ আপনাকে প্রদান করা হবে। এই PMJJBY-তে যোগদান করে, আপনি যে কোনো অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। তাহলে আজই আবেদন করুন ও স্কিমের সুবিধা নিয়ে আপনার ভবিষ্যত সুরক্ষিত করুন।
PMJJBY Scheme Eligibility
PMJJBY-এর জন্য আবেদন করার জন্য বেশ কিছু শর্ত মানা জরুরী। যেমন- ২) এই স্কিমটিতে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। ২) আবেদনকারীর একটি নির্দিষ্ট সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। ৩) ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট থাকলেও, তিনি শুধুমাত্র একটির মাধ্যমে শুধু আবেদন করতে পারবেন। ৪) আধার লিঙ্ক জরুরী। জেনে রাখুন আপনার সেভিংস অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করতে হবে। ৫) একজন ব্যক্তি আবেদনের সময় একটি স্ব-প্রত্যয়িত মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন।
PMJJBY Scheme Application
উল্লেখিত এই স্কিমে আবেদন জানানোর জন্য আপনি জীবন বীমা কর্পোরেশন (LIC) বা অন্যান্য বেসরকারি বীমা প্রদানকারীর সাথে অনুমোদিত যে কোনও ব্যাঙ্কের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। একজন আবেদনকারী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB), অথবা কানাড়া ব্যাঙ্ক, IDBI ব্যাঙ্ক এবং এলাহাবাদ ব্যাঙ্কের মতো জনপ্রিয় ব্যাঙ্কগুলির মাধ্যমে স্কিমে আবেদন জমা করতে পারেন।
মাসে 20,000 টাকা পেনশন পাবেন প্রত্যেকে। অবসরের পর চিন্তা দূর করতে পারে এই নামকরা প্রকল্প
আপনি অফলাইন এবং অনলাইন মোডে আবেদন করতে পারবেন। PMJJBY স্কিমে আবেদনের জন্য আপনি ব্যাঙ্কের নিকটতম শাখায় যান। আর সেখানে গিয়ে আবেদনপত্র পূরণ করুন। তারপর আধার এবং মেডিকেল সার্টিফিকেটের মতো নথি নথি জমা দিন। বার্ষিক প্রিমিয়াম পরিশোধ করুন।