PMJAY: 5 লাখ টাকার ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিভাবে আবেদন করবেন? একনজরে দেখে নিন
৫ লাখ টাকার ফ্রি ট্রিটমেন্টের জন্য সরকারি প্রকল্পে আবেদন করুন।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছেন প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা (PMJAY). আর এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সব ভারতবাসীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পেতে হলে কি করতে হবে? আজকের প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
PMJAY Scheme In India
বর্তমানে ভারতবর্ষের বহু মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে চালু হওয়া আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card) দ্বারা অত্যন্তভাবে উপকৃত। একজন ভারতবাসী আয়ুষ্মান ভারত দ্বারা বর্তমানে ৫ লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন। আর সব থেকে ভালো ও অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় হল, আপনি বাড়ি বসে ফ্রিতে এই আয়ুষ্মান কার্ড অনায়াসেই বানাতে পারবেন। আপনার মোবাইলের মাধ্যমে কিংবা ট্যাব ব্যবহার করে আপনি অনলাইনে এই কার্ড বানিয়ে নেওয়া যায়। যদি আপনি সরকারের চিকিৎসা পরিষেবা পেতে চান, অবশ্যই আয়ুষ্মান ভারত কার্ড বানিয়ে সেটি ডাউনলোড করে নেবেন।
Ayushman Bharat Card Benifits
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সহ ৭০ বছর বা তার থেকে বয়স্ক দেশের প্রবীণ নাগরিকরা অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য একেবারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। আর এই যোজনার আয়তায় এই দেশের প্রবীণ নাগরিকরা সরকারি প্যানেলের তালিকাভুক্ত হাসপাতালে পুরোপুরি ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা অর্থাৎ ফ্রি ট্রিটমেন্ট সুবিধা পেয়ে যাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে প্রায় ৪.৫ কোটি পরিবার থেকে ৬ কোটি মানুষ ইতিমধ্যে উপকৃত হয়েছে।
নিঃসন্দেহে বলা যায়, দেশের প্রবীণ নাগরিকদের জন্যে প্রধানমন্ত্রী পরিচালিত বিনামূল্যে স্বাস্থ্য বীমা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। এদেশের অবসরপ্রাপ্ত ও প্রবীণ নাগরিকদের জন্য এটি একটি দারুন প্রকল্প যা নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবার সুযোগ করে দেয়। প্রকল্পের অধীনে ভারতের প্রত্যেক প্রবীণ নাগরিক একটি বিশেষ ধরনের আয়ুষ্মান ভারত কার্ড পান। এই কার্ডটি পাওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে অনলাইনে। আর সেটা ডাউনলোড করতে হবে সরাসরি PMJAY-এর ওয়েবসাইটের মাধ্যমে।
কেন্দ্র সরকারের এই প্রকল্পে প্রতিমাসে 3000 টাকা পাবেন। এইভাবে আবেদন করুন
আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে ডাউনলোড করবেন?
- আপনি সর্বপ্রথম ভিজিট করুন PMJAY-এর অফিশিয়াল ওয়েবসাইটে।
- এরপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে “Beneficiary” অপশনটিতে।
- এরপর নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করে নিন। আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন অনলাইন মারফত।
- এরপর মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে প্রবেশ করুন।
- আর OTP দিয়ে প্রবেশ করার পর আপনাকে একটি নতুন পেজে রি-ডাইরেক্ট করে নেবে।
- এর পরের ধাপে আপনার প্রয়োজনীয় স্কিমটি আপনাকে নির্বাচন করে নিতে হবে।
- আর তারপর PMJAY স্কিম নির্বাচন করার পর আপনি আপনার রাজ্য, জেলা, এবং সাব-স্কিম সিলেক্ট করুন।
- এরপর আপনি নিজের নাম, ঠিকানা, আর আধার কার্ডের তথ্য, এর পাশাপাশি ফ্যামিলি আইডি বা PMJAY আইডি ব্যবহার করে দেখুন যে আপনি এই আয়ুষ্মান কার্ডের যোগ্য কিনা।
- এর পরের ধাপে নতুন একটি পেজ খুলবে, যেখানে আপনি দেখতে পারবেন আপনার সকল পরিবার-এর সদস্যদের তথ্য।
- কারা এই স্কিমে নিবন্ধিত আছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
- এরপর প্রত্যেক সদস্যের নামের পাশে আপনি ডাউনলোড অপশনটি দেখতে পাবেন।
- ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনি আপনার আধার কার্ডের তথ্য ও মোবাইল নম্বর প্রবেশ করান।
- দেখবেন যে এরপর আপনার আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।
- আর এই কার্ডে উল্লেখিত QR কোড, PMJAY আইডি ব্যবহার করে আপনি বিনামূল্য চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।