Viswakarma Yojana: 1 লাখ টাকার ইনস্ট্যান্ট লোন দিচ্ছে সরকার। কোন কোন নথি লাগবে? এইভাবে আবেদন করুন

PM Viswakarma Yojana Instant Loan Apply

দেশের সরকার সাধারণ মানুষের জন্য চালু করে বিশ্বকর্মা যোজনা (Viswakarma Yojana). এই প্রকল্পটি প্রচুর মানুষের সুবিধার্থে সাহায্য করেছে। প্রয়োজনে লোন নিতে হলে সাধারণ মানুষ ব্যাংক কিংবা পোস্ট অফিসে ছোটাছুটি করেন। অনেকেই জানেন না, দেশের সরকার একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে লোন প্রদান করে থাকে। আর এই প্রকল্পটি হলো বিশ্বকর্মা যোজনা। আজকের প্রতিবেদনে তাই জেনে নেওয়া যাক বিশ্বকর্মা যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য।

PM Viswakarma Yojana Scheme 2024

গত বছর তথা ২০২৩ সালের ১৭ই সেপ্টেম্বর এই দেশে চালু হয় বিশ্বকর্মা যোজনা (Viswakarma Yojana). কারিগরদের কথা চিন্তা করে প্রকল্পটি চালু করে সরকার। ভারত সরকার কারিগরদের আর্থিক সাহায্য করার জন্য এই পিএম বিশ্বকর্মা যোজনা চালু করে। কারিগরদের দক্ষতা এবং কাজের মান উন্নত করা প্রধানত সরকারের লক্ষ্য। তাই যারা এই স্কিমের জন্য যোগ্য প্রার্থী তাঁরা এক লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। আর ঋণ দেওয়া হয় কম সুদে। আবেদনকারী কারিগর এই প্রকল্প দ্বারা ঋণ এবং অন্যান্য সহায়তা পেতে পারেন।

ভারত সরকারের এই স্কিমটি দেশের কারিগরদের ভবিষ্যৎ উন্নতির দিশারী। আর্থিক সাহায্য, দক্ষতা প্রশিক্ষণ, ঋণ, কাজের সুযোগ এবং কারিগরদের জন্য একাধিক ভালো ভালো সুবিধা প্রদান করে এই প্রকল্প। তাই আপনিও যদি এক লক্ষ টাকার ঋণের জন্য আবেদন করতে চান, আপনার যদি টাকার দরকার হয়, আর আপনি যদি কারিগর হয়ে থাকেন, তাহলে আপনিও এই প্রকল্পে জমা করতে পারেন আবেদন। তবে, প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে বিভিন্ন শর্তগুলো চেক করে নিতে হবে। আপনাকে আবেদন পদ্ধতি সম্পর্কে জানতে হবে। আজকের এই প্রতিবেদন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেরি না করে প্রতিবেদনটি অবশ্যই পড়ে নেবেন।

PM Viswakarma Yojana Benifits

  1. আর্থিক সহায়তা প্রদান করে: ভারত সরকারের এই স্কিমটি দেশের কারিগর সম্প্রদায়ের লোকে দের আর্থিক সহায়তা প্রদান করে। যার এই অর্থ হলো, এই স্কিম এমন, যেখানে আবেদন করলে একজন কারিগর নতুন সরঞ্জাম, উপকরণ কেনার জন্য টাকা পেতে পারেন। তাঁদের ব্যবসা, কাজের উন্নতি করতে পারেন।
  2. দক্ষতার উন্নতি ঘটায়: বিশ্বকর্মা যোজনা স্কিমটি কারিগরদের দক্ষতা উন্নত করতে সাহায্য করে। দেশের সরকার বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে। এটি তাঁদের আরও ভাল পণ্য তৈরি করতে ও আরও দক্ষতার সাথে কাজ করতেও সহায়তা করে।
  3. ঋণের সুবিধা: পিএম বিশ্বকর্মা যোজনা প্রকল্পের দ্বারা একজন ব্যক্তি 3 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এ ক্ষেত্রে প্রাথমিকভাবে সুবিধাভোগীরা পাবেন ১ লাখ টাকা পেতে পারেন। পরে অতিরিক্ত ২ লাখ টাকা দেওয়া হবে এই প্রকল্পে। তবে এটি খেয়াল রাখা জরুরি যে, ঋণ দেওয়া হয় সবই কম সুদের হারে। এটি তাদের ব্যবসা বাড়াতে সাহায্য করে।

Viswakarma Yojana Loan Documents List

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য আপনিও যদি আবেদন করতে চান, তাহলে আপনার কি কি নথি দরকার হবে? আসুন সেই তালিকায় নজর দেওয়া যাক। ১) প্রয়োজন হবে আবেদনকারীর আধার কার্ড ২) প্যান কার্ড ৩) জাত শংসাপত্র ৪) বসবাস প্রমাণ (উদাহরণস্বরূপ বলা যায়, সাম্প্রতিক ইউটিলিটি বিল, ভোটার আইডি, ইত্যাদি) ৫) ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ৬) পাসপোর্ট আকারের ছবি ৭) যোগাযোগের জন্য মোবাইল নম্বর, ইত্যাদি।

মাত্র 1000 টাকা জমালে সারাজীবন টাকা দেবে পোস্ট অফিস!

Viswakarma Yojana Loan Application

১) আবেদন জানানোর জন্য প্রথমে আপনাকে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। ২) এবার হোমপেজে, পিএম বিশ্বকর্মা স্কিম লিঙ্কে ক্লিক করতে হবে।৩) যাচাইকরণের জন্য আপনার আধার নম্বর এবং মোবাইল নম্বর উল্লেখ করুন। ৪) এবার আবেদনপত্র খুলতে আপনাকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে। রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। ৫) এবার আপনার প্রয়োজনীয় তথ্যগুলি উল্লেখ করে আবেদনপত্র পূরণ করুন। প্রত্যেকটি তথ্য সঠিক ভাবে উল্লেখ করতে হবে। ৬) এরপর আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। ৭) এবার জমা দেওয়ার আগে আপনি সমস্ত বিবরণ পুনরায় চেক করুন। ৮) এবার আবেদনপত্রটি জমা দিন। আর একটি কপি নিজের কাছে রেখে দেবেন।

Related Articles

Back to top button