Free LPG Cylinder – পুজোর মাসে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দিচ্ছে সরকার। কিভাবে পাবেন জেনে নিন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা – Free LPG Cylinder
বিগত কয়েক বছরে রান্নার গ্যাসের দাম ৪ গুন বেড়েছে। যদিও কেন্দ্র সরকার Free LPG Cylinder বা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রচুর পরিবার কে বিনামূল্যে LPG Gas Connection ও Free LPG Cylinder দিয়েছে। আর এবার উৎসবের মরশুমে দেশের কোটি কোটি সাধারণ মানুষকে সম্পূর্ণ ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার দিচ্ছে মোদী সরকার। কারা এই প্রকল্পের যোগ্য, বা কারা এই গ্যাস পাবেন, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ জেনে নিন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা – PM Ujjwala Yojana
PM Ujjwala Yojana বা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের অভাবী মহিলাদের বিনামূল্যে গ্যস দেওয়ার প্রকল্প চালু করে বর্তমান কেন্দ্র সরকার। আর এর পরই একাধিক রাজ্য সরকার ও এই প্রকল্পের সংজন করে সাবসিডি বাড়ানো সহ একাধিক ভাবে সাধারণ মানুষ কে বিনামূল্যে গ্যাস কানেকশন প্রদান করে। আর PM Ujjwala Yojana এর দ্বিতীয় ভার্সন চালু হলো। আর এবার ও সরকার বেশ কিছু সুবিধা চালু করেছে। তার মধ্যে PM Ujjwala Yojana Free LPG Cylinder অন্যতম।
PM Ujjwala Yojana Free Gas Cylinder Benefits
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন বহু কর্মসূচি গ্রহণ করেছেন যার ফলে উপকৃত হয়েছেন দেশের ১৪৩ কোটি জনগণ। দেশের সকল স্তরের মানুষের জন্যই একাধিক সুবিধা চালু করেছেন। প্রধানমন্ত্রীর চালু করা বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), জীবন জ্যোতি বীমা যোজনা (PMJY), অটল পেনশন যোজনা (APY), প্রভৃতি।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প ২.০
কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প পর্ব ২.০ চালু করার প্রথমেই ঘোষণা ক্রা হয়েছে, এবার প্রচুর মহিলা কে বিনামূল্যে গ্যাস দেওয়া হবে। আর এই প্রকল্প কাদের জন্য, কি কি সুবিধা পাবেন, জেনে নিন।
কারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প ২.০ তে Free LPG Cylinder পাবেন?
১. Free LPG Cylinder প্রকল্পের শুরুতেই বলা হয়েছে, এই প্রকল্পে শুধুমাত্র মহিলারাই অংশগ্রহণ করতে পারবেন।
২. এই প্রকল্পে আবেদনকারী মহিলার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
৩. BPL Ration Card বা দরিদ্র শ্রেণীর হতে হবে।
৪ বাড়ির অন্য কারো নামে গ্যাস কানেকশন থাকলে Free LPG Cylinder পাবেন না।
Free LPG Cylinder পেতে কীভাবে আবেদন করবেন?
১. অনাইনে আবেদন করে এই প্রকল্পের মাধ্যমে Free LPG Cylinder পেতে পারেন।
২. প্রথমেই অফিসিয়াল পোর্টাল -এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
২. প্রথমেই Apply For New Ujjwala 2.0 Connection জন্য আবেদন করুন।
৩. এবার ফর্ম পুরোন করুন। এবার এটিকে নিকটবর্তী LPG Gas Distributor এর কাছে আবেদন করলে আপনার কানেকশন প্রস্তুত হয়ে যাবে।
Free LPG Cylinder পেতে কি কি লাগবে?
- KYC Form
- email ID
- বার্থ সার্টিফিকেট
- আধার, ভোটার ও BPL রেশন কার্ড।
- নিজের ছবি।
- ব্যাংকের পাশ বই এর জেরক্স।
সুতরাং ফ্রিতে রান্নার গ্যাস পেতে আজই আবেদন করে নিন। কেউ যদি এই প্রকল্পে ইতিমধ্যেই গ্যাস পেয়ে থাকেন, তবে নিচে কমেন্ট করুন। এবং আপনার প্রিয়জন দের এই খবর শেয়ার করুন।
আমাদের WhatsApp করতে এখানে ক্লিক করুন।
Written by Nabadip Saha.
আরও পড়ুন, মাত্র 20 টাকার মোবাইল রিচার্জে পাবেন সব কিছু। পুজোর অফার।