PM Sauchalay Yojana – শুরু প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা আবেদন 2024। এইভাবে আবেদন করলেই পাবেন 12000 টাকা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো স্বচ্ছ ভারত মিশন বা প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা ( PM Sauchalay Yojana). যা খোলা বা উন্মুক্ত মলত্যাগ মুক্ত এবং ভারতকে স্বচ্ছ রাখার জন্য তৈরি হয়েছিল। পরিচ্ছন্নতার দূত হিসাবে মোদি সরকার এই অভিযান খুব ভালো ভাবেই চালিয়েছেন।

Advertisement

PM Sauchalay Yojana 2024 Online Apply

২০২৪ লোকসভা ভোটে তিনি তৃতীয় বারের মতো জয় লাভ করার পর সিংহাসন দখল করেছেন। এবং তিনি আবারও এই প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রসর হয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রসীমার নিচে থাকা কৃষক, শ্রমিক সহ সকল মানুষকে শৌচালয় যোজনার মাধ্যমে শৌচালয় তৈরি করে দেওয়া হবে। গ্রামে এখনো বহু মানুষ রয়েছে যাদের এখনো শৌচালয় নেই। মাঠে বা কোনো ফাঁকা জায়গায় তাদের মল মূত্র ত্যাগ করতে হয়।

নির্দিষ্ট জায়গা না থাকায় ফলে মানুষ যেখানে সেখানে ফল ত্যাগ করছে। এর ফলে টা একটি দৃষ্টিকটু দেখাচ্ছে এবং পরিবেশও দূষণ হচ্ছে ভীষণ ভাবে। তার ভারত সরকারের তরফ থেকে এই উদ্যোগ। শৌচালয় যোজনা থেকে শৌচালয় বানানোর জন্য পরিবারগুলিকে ১২ হাজার টাকা করে দেবে সরকার।

Ads

প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট পশ্চিমবঙ্গ। জানুন প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইনে আবেদন পদ্ধতি।

প্রকল্পের সুবিধা করা পাবেন

বিপিএল তালিকাভুক্ত পরিবার যাদের শৌচালয় নেই। এমন সব পরিবার এখানে মহিলার সদস্য রয়েছে অথচ বাড়িতে কোনো শৌচালয় নেই। এছাড়া তপশিল জাতি তপশিলি উপজাতি এবং প্রতিবন্ধী ব্যাক্তি রয়েছেন এমন সব পরিবার এই যোজনার সুবিধা পাবেন।

Advertisement

আবেদনের পদ্ধতি

১) শৌচালয় যোজনার আবেদন জানানোর জন্য ব্যাক্তিদের অনলাইনে আবেদন জানাতে হবে।
২) এর জন্য তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
৩) সেখানে রিকোয়ারড তথ্য দিয়ে রেজিস্ট্রেশন পূরণ করতে হবে।
৪) রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ‘ New Application ‘ এ ক্লিক করতে হবে।

Advertisement

৫) এখানে আপনারা থেকে চাওয়ায় সমস্ত তথ্য সঠিক ভাবে ইনপুট করতে হবে।
৬) সবশেষে ডিস্ট্রিক্ট অথরিটির তরফে ডিজিটাল ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এবং ভেরিফিকেশন শেষে সমস্ত ডকুমেন্টস ঠিক থাকলে ১২,০০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিছু দিনের মধ্যেই ঢুকে যাবে।

Ads

যোজনার প্রয়োজনীয় নথি

পরিচয় পত্র হিসাবে শৌচালয় যোজনায় লাগছে আধার কার্ড, ভোটার কার্ড। এছাড়া ব্যাংক ডিটেলস, ভেলিড মোবাইল নম্বর, বিপিএল বা এপিএল রেশন কার্ডের জেরক্স। সারা দেশের জনগন সহ নেট দুনিয়ার তারকারাও টেলিভিশনের মাধ্যমে স্বচ্ছ ভারত এবং শৌচাগার নির্মাণ করার প্রচার করছেন। দেশবাসী হিসাবে আমাদের সকলেই কর্তব্য শৌচালয় নির্মাণ করে পরিবেশকে দূষণ মুক্ত রাখা।
Written by Sathi Roy.

সম্পাদক

Leave a Comment

Advertisement