PM Posan Yojana: মাসে 12,000 টাকার বেতনে চাকরি দিচ্ছে মোদি সরকার। সরকারি যোজনায় এবার চাকরি পাবে লাখ লাখ প্রার্থী

PM Posan Yojana Scheme Recruitment

দেশে বেকারত্ব দূরীকরণে মোদি সরকারের নতুন পদক্ষেপ পিএম পোষণ যোজনা স্কিম (PM Posan Yojana). মোদি সরকারের এই প্রকল্পে প্রত্যেক মাসে ১২,০০০ টাকার বেতনে চাকরি দেওয়া হচ্ছে।চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন একটি ভালো চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য, তাঁদের সবার জন্য এটি একটি ভালো সুযোগ। আপনারা অবশ্যই দেখে নিন কিভাবে এই সুবিধা গ্রহণ করবেন আর এই সুবিধা গ্রহণ করার জন্য আপনাকে কি কি করতে হবে।

PM Posan Yojana Recruitment

সম্প্রতি মোদি সরকারের পোষন যোজনার দ্বারা মূলত দুটি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়াটিতে দেশের বেকার যুবক-যুবতীরা অনায়াসেই একটি ভালো চাকরিতে যোগদান করতে পারবেন। তবে এখন প্রশ্ন হলো কোন কোন পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে? আসুন জেনে নেওয়া যাক সেই বিষয়ে বিস্তারিত।

এখানে মূলত নিয়োগ দেওয়া হবে দুটি পদের জন্য। যার মধ্যে একটি হল ১) অ্যাকাউন্টেন্ট আর অপরটি হলো ২) সহকারী অ্যাকাউন্টেন্ট আপনারা জেনে নিন, সম্প্রতি পুরুলিয়ার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে এই চাকরির সকল শূন্যপদ সম্পর্কে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার ডিটেলস অবশ্যই আপনার জেনে নেওয়া জরুরী।

PM Posan Yojana Vacancy Details

পিএম পোষণ যোজনায় নতুন নিয়োগে আবেদন জানাতে হলে আপনাকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। যার মধ্যে একটি হল ১) চুক্তিভিত্তিক পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। ২) নির্বাচিত কর্মীদের এক বছরের চুক্তির ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। ৩) প্রকল্পের চাহিদার ভিত্তিতে এখানে চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে। ৪) এই নিয়োগে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।

প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, কারা পাবেন? কিভাবে পাবেন?

PM Posan Yojana Eligibility

পিএম পোষণ যোজনায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনাদের জেনে নেওয়া জরুরী। প্রথমত, আবেদনকারীদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে। আর দ্বিতীয়ত যেটা মাথায় রাখতে হবে, প্রার্থীর অ্যাকাউন্টিংয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সম্পর্কে বলা যায়, আবেদনকারীর বয়স হতে হবে ৬৩ বছরের বেশি। আর বয়স হিসেব করা হবে ০১/১২/২০২৪ তারিখ অনুযায়ী।

PM Posan Yojana Monthly Salary

পিএম পোষণ যোজনার নিয়োগে অ্যাকাউন্টেন্ট পদে কর্মরতরা প্রতি মাসে পাবেন ১২,০০০ টাকা। আর সহকারী অ্যাকাউন্টেন্টরা প্রতি মাসে পাবেন ১১,০০০ টাকা।

PM Posan Yojana Application

এই নিয়োগ আবেদন জানানো হবে অফলাইনে। সেক্ষেত্রে আবেদনপত্র পাঠানোর ফরম্যাট দেখে নিন। আপনারা নিজের সমস্ত বিবরণ দিয়ে একটি আবেদনপত্র পূরণ করুন। তারপর মুখবন্ধ খামে পাঠিয়ে দেবেন। আর আবার, আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। দেখে নিন ঠিকানা- District PM POSHAN (Mid-Day Meal) Cell, Purulia Collectorate

সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগ। 67,000/- টাকা বেতনে নতুন চাকরি। আবেদন করুন শীঘ্রই

PM Posan Yojana Application Date

এই নিয়োগে আবেদন জানানো যাবে আগামী ১৯/১২/২০২৫ (বিকাল ৫ টা পর্যন্ত)। ইন্টারভিউ দেওয়ার তারিখ হলো ২৪/১২/২০২৪ (সকাল ১১ টা থেকে)।

Related Articles

Back to top button