PM Modi Scholarship – আবেদন করুন মোদী স্কলারশিপে, আর পান পড়াশোনার সব খরচ।
PMSS স্কলারশিপ, বা PM Modi Scholarship এ আবেদন করলে কত টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত জানুন।
আর্থিকভাবে পিছিয়ে পড়া অথচ মেধাবী পড়ুয়াদের জন্য কেন্দ্র এবং রাজ্য, উভয় সরকারের একাধিক স্কলারশিপ এর বন্দোবস্তু রয়েছে। যার ফলে উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে পড়ুয়াদের সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। এবার কেন্দ্রীয় সরকারের একটি স্কলারশিপ (Scholarship) নিয়ে জানানো হবে।
PM Modi Scholarship 2023:
এখানে আবেদন করলে প্রতি মাসে একটা নির্দিষ্ট অংকের টাকা সহায়তা হিসেবে পেয়ে যাবেন। এই স্কলারশিপে আবেদনকারী পড়ুয়াদের মধ্যে অধিকাংশ পড়ুয়াকেই স্কলারশিপের ব্যবস্থা করা হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপের নাম মোদী স্কলারশিপ (PMSS Scholarship).
PM Modi Scholarship Eligibility:
PMSS স্কলারশিপ বা PM Modi Scholarship এর ক্ষেত্রে প্রাক্তন সৈনিক এবং প্রাক্তন কোস্টগার্ডের কর্মীদের ওপরে নির্ভরশীল যে সমস্ত পরিবারের পড়ুয়ারা রয়েছেন, তারা সকলেই আবেদন জানাতে পারবেন। ২০২৩- ২৪ শিক্ষাবর্ষে পাঠরত সমস্ত পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন। তবে PMSS স্কলারশিপে আবেদন কবে থেকে শুরু হচ্ছে তার সময়সীমা কত, তা বিস্তারিত জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে হবে।
PM Modi Scholarship amount:
সাধারণত কেন্দ্রীয় সরকারের তরফে PM Modi Scholarship বা এই মোদি স্কলারশিপে ৫ হাজার ৫০০ জন পড়ুয়াকে আর্থিক সহায়তা করা হয়ে থাকে।
পুরুষ পড়ুয়ারা এই স্কলারশিপের মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা পাবেন।
মহিলা পড়ুয়ারা এই স্কলারশিপ এর মাধ্যমে প্রতি মাসে ৩ হাজার টাকা পাবেন।
ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, MBA, MCA, ডেন্টাল এই ধরনের প্রফেশনাল কোর্স নিয়ে পড়লেও আবেদন করা যায়।
How to apply online
কিভাবে আবেদন করবেন:
মোদি স্কলারশিপ এর আবেদন শুধুমাত্র অনলাইনেই করা সম্ভব। তাই আবেদনের সময় সমস্ত প্রয়োজনীয় নথির স্ক্যান কপি ঠিক করে নিতে হবে।
PMSS- এর ওয়েবসাইটে গিয়ে New Application অপশনে ক্লিক করতে হবে।
এরপরে সেখানে সম্পূর্ণ ফরম ফিলাপ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
Required Documents:
কি কি ডকুমেন্টস লাগবে:
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (MEQ), উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের মার্কশিট (সব বছরের) ডিপ্লোমার মার্কশিট (সমস্ত সেমিস্টারের)
সেভিং কর্মীদের জন্য Serving Certificate HOO দ্বারা ইস্যু করা।
যে সমস্ত পুলিশকর্মী নকশাল/ সন্ত্রাসবাদীর হামলায় নিহত হয়েছেন, সেই রাজ্য সরকারের জারি করা সার্টিফিকেট।
ডেথ সার্টিফিকেট (মৃতকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য)
PPO/Discharge Certificate/ নির্দিষ্ট বই (A to F ক্যাটাগরির জন্য)।
অক্ষমতার শংসাপত্র (প্রতিবন্ধী কর্মীদের জন্য)
বীরত্ব পুরস্কার বিজয়ীদের জন্য সার্টিফিকেট।
PM Modi Scholarship এর এই বিষয়ে আরও তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট ফলো করুন।
I want some money for my study
Apply korbo Sathik folafol paboto