PM Kisan প্রকল্পের টাকা পাঠানো শুরু হল। কারা টাকা পাবেন না? বাড়ি বসে কিভাবে KYC করবেন? জেনে নিন
PM Kisan Yojana Update
২০১৯ সালে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan) চালু করে। এই প্রকল্পটি হল কেন্দ্রীয় সরকারের চালু করা একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। যার মাধ্যমে প্রধানত উপকৃত হন দেশের কৃষকরা। এই প্রকল্পে (Government Scheme) কৃষকরা প্রতি বছর ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা পান। টাকা আসে তিনটি কিস্তিতে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রতি কিস্তিতে জমা পড়ে ২০০০ টাকা। তবে প্রকল্পের টাকা পেতে হলে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে।
PM Kisan Government Scheme Money
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি তথা (PM Kisan Yojana) যোজনার ২০ তম কিস্তি টাকা খুব শীঘ্রই আসতে চলেছে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে। তবে সামান্য অসাবধানতা হলেই টাকা ক্রেডিট হওয়া আটকে যেতে পারে। একটু ভুল হলে বা কোন গাফিলতি হলে আপনার প্রাপ্য টাকা অন্য কারোর ব্যাংক একাউন্টে চলে যেতে পারে। এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে। যদি আপনি নিয়ম কানুন না মেনে থাকেন তাহলে সেই টাকা পেতে সমস্যা হতে পারে। এখনো যদি আপনি টাকা না পেয়ে থাকেন, তাহলে নিম্নলিখিত দেখে নিন কোন কোন কারণে প্রকল্পের টাকা আটকে যেতে পারে।
আরও পড়ুন: নববর্ষে টাকা দেওয়ার ঘোষণা করল সরকার। ৭.৫ লক্ষ মানুষের জন্য খুশির খবর।
পিএম কিষান প্রকল্পের টাকা আটকে যেতে পারে কেন?
নির্দিষ্ট কিছু কারণে পিএম কিষাণ প্রকল্পের টাকা আটকে যেতে পারে।
- তার মধ্যে অন্যতম হলো যদি আপনি ই-কেওয়াইসি সম্পন্ন না করে থাকেন, তবে আপনার টাকা আটকে যেতে পারে।
- যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ বা অচল থাকে, তাহলেও আপনি টাকা পাবেন না।
- যদি স্কিমের সঙ্গে আধার নাম্বার লিংক না করা থাকে, তাহলেও আপনি টাকা পাবেন না।
- যদি কোনো কারণে ভুল জমির তথ্য বা নথি জমা দেন, তাহলেও টাকা মিলবে না।
- আর যদি মোবাইল নাম্বার স্কিমে রেজিস্টার না করা থাকে, তাহলেও প্রকল্পের টাকা পাওয়া যাবে না।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে টাকা ফেরতের আশ্বাস। অযোগ্য শিক্ষকেরা টাকা ফেরত পাবেন
বাড়ি বসে কিভাবে কেওয়াইসি করবেন?
বাড়ি বসে কেওয়াইসি করার জন্য অনলাইনে ধাপে ধাপে প্রসেস মেনে করতে হবে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে করবেন।
- প্রথমে আপনাকে ভিজিট করতে হবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে (https://pmkisan.gov.in) যান।
- এবার ওই স্ক্রিনের বাম দিকে থাকা “e-KYC” অপশনে ক্লিক করতে হবে।
- এবার সিলেক্ট করে নিন “OTP Based E-KYC” অপশনটি।
- এরপর আপনার আধার নাম্বার দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে।
- আপনার নাম্বারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে আসা ওটিপি ইনপুট করুন।
- দেখবেন, ওটিপি ভেরিফাই হয়ে গেলেই সম্পূর্ণ হয়ে যাবে আপনার ই-কেওয়াইসি প্রসেস।
উপসংহার: এই প্রতিবেদনে বলা হল যদি আপনার পিএম কিষাণ প্রকল্পের টাকা আটকে যায় তাহলে তার কি কি কারণ থাকতে পারে। নিয়ম কানুন মেনে আবেদন করুন। কেওয়াইসি প্রক্রিয়া যদি না করা থাকে তাহলে দ্রুত সম্পন্ন করুন।