PM Kisan – কৃষকদের একাউন্টে 8 হাজার টাকা দিচ্ছে মোদি সরকার। নভেম্বরে মিলবে টাকা। এইভাবে চেক করুন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) আওতায় থাকা 12 কোটি কৃষকদের জন্য সুখবর। আগামী মাসেই আসতে চলেছে 15 তম কিস্তির টাকা। গত বছরের তুলনায় আরো ২০০০ টাকা বাড়িয়ে মোট ৮ হাজার টাকা কৃষকদের এবারে প্রদান করছে মোদি সরকার।
PM Kisan Yajana 15th Installment date
একাধিক জল্পনা অনুযায়ী, আগামী মাসের ১৫ তারিখের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা আসতে চলেছে। যদিও সরকারি ভাবে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এ বিষয়ে আরো জানতে হলে নিচে দেখুন।
PM Kisan Beneficiary List
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি কি?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হল কেন্দ্রীয় সরকারের যোজনা গুলির মধ্যে একটি। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য ২০১৮ সালে সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন।
কি কি সুবিধা পাওয়া যায় এই পাওয়া যায়?
এই প্রকল্পের আওতায় কৃষকেরা কিস্তিতে 2000 টাকা করে বছরে তিন বার বার্ষিক মোট 6000 টাকা পান। তবে সাম্প্রতিককালে PM Kisan Yajana এর এই পরিমাণ আরও ২০০০ টাকা বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়েছে বলে আভাস পাওয়া গেছে। যদিও সরকারের তরফ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। কৃষকদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে মোদী সরকারের তরফে। এই যোজনার টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয়।
১৪ তম কিস্তি কবে এসেছিল?
এর আগে পিএম কিষান যোজনার আওতায় 14 তম কিস্তি রিলিজ করেছিল কেন্দ্র। চলতি বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার PM Kisan Yajana এর এই কিস্তির টাকা দিয়েছিলেন বিনিয়োগকারীদের। এই যোজনার আওতায় তখন 8 কোটিরও বেশি সুবিধাভোগী কৃষকদের 16,800 কোটি টাকার সম্মান নিধি দেওয়া হয়েছে।
পিএম কিষান যোজনার টাকা পেতে হলে কী করণীয়?
আপনিও যদি একজন পিএম কিষান যোজনার সুবিধাভোগী হন, তাহলে দেখতে হবে যাতে টাকা পেতে কোনও সমস্যা না হয়। 15 তম কিস্তির টাকা পেতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা জরুরি। এক্ষেত্রে মনে রাখতে হবে রেজিস্ট্রেশন করা কৃষকদের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক।
ই-কেওয়াইসি (PM Kisan Yajana e-Kyc) না থাকলে টাকা পাওয়া যাবে না। PM Kisan পোর্টালে OTP ভিত্তিক eKYC উপলব্ধ রয়েছে। এছাড়া, বায়োমেট্রিক ভিত্তিক eKYC এর জন্য, নিকটতম CSC কেন্দ্রগুলিতে যোগাযোগ করা যেতে পারে৷ পাশাপাশি যে কোনও ধরনের সাহায্যের জন্য সুবিধাভোগীরা PM-Kisan হেল্পলাইন নম্বর 155261/ 011- 24300606 ডায়াল করতে পারেন। উল্লেখ্য বিষয় হল, 15 তম কিস্তি শুধুমাত্র যোগ্য কৃষকদের কাছে পাঠানো হবে।
রাজ্যের মহিলাদের মোবাইল কিনতে 8000 করে টাকা দিচ্ছে রাজ্য সরকার। পুজোর আগে কিভাবে পাবেন এই টাকা?
PM Kisan এর টাকা কারা পাবেন না?
যে কৃষকেরা কর দেন তারা এই যোজনার টাকা পাবেন না। এছাড়াও, কোনও বর্তমান বা প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, বিধায়ক এবং মেয়র ইত্যাদি এই স্কিমের অধীনে সুবিধা নিতে পারবেন না। একইসঙ্গে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কর্মচারীরাও এই স্কিমের সুবিধা নিতে পারবেন না। এছাড়া, যে কৃষকরা 10,000 টাকা বা তার বেশি পেনশন পান তাঁরাও এই প্রকল্পের যোগ্য নন। এছাড়া, পেশায় ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং স্থপতি হলেও সেই লোকেরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারে না।
গ্যাস ডিলারদের ধর্মঘট। রান্নার গ্যাস ডেলিভারি বন্ধ। চরম দুর্ভোগের আশংকা সাধারণ মানুষের।
পিএম কিষান যোজনার স্ট্যাটাস চেক
১. প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যেতে হবে।
২. এর পর হোম পেজে Formers কর্নারে ক্লিক করুন।
৩. তারপর Beneficiary Status অপশনে ক্লিক করুন। এখানে আপনি রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক বা গ্রাম নির্বাচন করতে পারেন।
৪. এর পরে, স্ট্যাটাস জানতে আপনাকে Get Report- বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পাবেন আপনার একাউন্টে টাকা ঢুকেছে কিনা।
Written by Nabadip Saha.