PM Kisan – পিএম কিষানের নতুন পোর্টাল চালু। এখন 2 মিনিটে হবে সব সমস্যার সমাধান।

কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা বা PM Kisan প্রকল্পটি চালু করেছিলেন দেশের ক্ষুদ্র ও দারিদ্র কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য । এটি প্রথম চালু করবে ১লা ডিসেম্বর ২০১৮ সালে। এই পিএম কিষান প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে।
কৃষকরা আবেদন জানিয়ে প্রতিবছর সেইটাকা পেয়েও থাকেন। এতে তাদের অনেকটাই আর্থিক সহায়তা হয়।

How to Solve Any PM Kisan Problem?

কিন্ত কৃষকদের কথা অনুযায়ী, PM Kisan এ তাদের আবেদন জানাতে অসুবিধা হচ্ছে কারণ যে পোর্টালে আবেদন জানাতে হয় তাতে কিছু সমস্যা হচ্ছে। তাই কেন্দ্রীয় সরকার আরেকটি নতুন পোর্টাল চালু করলেন কৃষকদের জন্য। সমস্যার মধ্যে প্রধান হচ্ছে কোনো কোনো কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না।

আবার কোনো কোনো কৃষকের আবেদন অ্যাপ্রুভ হচ্ছে না। এরকম আরো নানাবিধ সমস্যার কথা প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধির বা PM Kisan এর উপভোক্তাদের কাছ থেকে শুনতে পাওয়া যাচ্ছিল। এই সমস্ত সমস্যার সমাধান করবার জন্য কেন্দ্রের তরফ থেকে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে।

যেখানে যেকোনো পিএম কিষাণ গ্রাহক নিজের সমস্ত সমস্যার সমাধান করাতে পারবেন। এই নতুন পোর্টালে মোট আটটি সমস্যার সমাধান করা যাবে যেমন কোনো কৃষক টাকা পাচ্ছিলেন হঠাৎ টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল, পরিবারের সমস্ত মেম্বার পিএম কিষাণের টাকা পেতে চান, ইনকাম ট্যাক্স জনিত সমস্যা ইত্যাদি।

নতুন পোর্টালে কিভাবে আবেদন করবেন?

  • সর্বপ্রথম আপনাকে Department of Administrative Reforms & Public Grievances -এর ওযেবসাইটে যেতে হবে এবং সেখানে একটি নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
  • অ্যাকাউন্ট তৈরি হ‌ওয়ার পর যে আইডি ও পাসওয়ার্ড আপনি পাবেন সেটা দিয়ে নিজের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে।
  • এরপর একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হবে, সেখান থেকে Lodge Public Grievance অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনি কোন ডিপার্টমেন্টে আবেদন করতে চান সেটা সিলেক্ট করুন।

 কৃষকদের সুবিধার্থে বিরাট সুবিধা দিলো সরকার। কিষান যোজনার টাকা পেতে এখনই বিস্তারিত

  • আপনার ক্ষেত্রে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে।
  • এরপর আপনার কাছে কোন প্রকল্প নিয়ে আবেদন করতে চান সেটা জানতে চাওয়া হবে।
  • আপনি পিএম কিষাণ রিলেটেড ইস্যু অপশনে ক্লিক করবেন।
  • এখানে যে সমস্যার পয়েন্ট গুলো রয়েছে তের থেকে আপনার সমস্যা বেছে নিয়ে সিলেক্ট করুন।
সুকন্যা সমৃদ্ধি যোজনা বা Sukanya Samriddhi Yojana
  • এরপর আপনার সমস্যা সম্বন্ধে আপনাকে বিস্তারিত লিখতে হবে এবং সেই সমস্যা সংক্রান্ত যদি কোনো ডকোমেন্স আপনার কাছে থাকে তবে সেটা আপলোড করে দিতে হবে।
  • এরপর নেক্সট পেজে আপনার আবেদনের পেজটি আবার দেখানো হবে সেটা ভালো করে মিলিয়ে নেবেন।
  • এরপর ক্যাপচা লিখে সাবমিট বাটনে ক্লিক করুন
  • সাবমিট করার পর আপনাকে একটি আইডি নাম্বার দেওয়া হবে। যেটির মাধ্যমে আপনি আপনার আবেদনের পর স্ট্যাটাস চেক করতে পারবেন।

নতুন বাইক বা 4 চাকা গাড়ি কিনলে 50000 দিচ্ছে সরকার। এইভাবে আবেদন করুন।

এভাবে আপনি নতুন পোর্টালে PM Kisan বা পি এম কৃষাণ সম্মান নিধির জন্য আবেদন করতে পারবেন সমস্যার সমাধানের মাধ্যমে। ফলে আগে যে সমস্যাগুলো হচ্ছিল তার থেকে খুব সহজেই পরিত্রাণ মিলবে এই কেন্দ্রীয় সরকারের তরফে চালু হওয়া নতুন পোর্টালে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button