PM E-Drive Scheme 2024: জনতাকে গাড়ি কেনার টাকা দিচ্ছে সরকার! প্রধানমন্ত্রী আনলেন নতুন স্কিম! কিভাবে আবেদন করবেন জানুন
পুজোর আগেই কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ। সরকারের নতুন স্কিমে গাড়ি কেনার টাকা পাবেন আপনিও(PM E-Drive Scheme). দুর্দান্ত সুখবর ভারতবাসীর জন্য। সরকারের এই নতুন প্রকল্প চারিদিকে হইচই ফেলল(PM E-Drive Scheme). কিন্তু কোন প্রকল্প? কিভাবে আবেদন করবেন? বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ানোর জন্য নতুন একটি ভর্তুকি প্রকল্প চালু করল কেন্দ্র। যার নাম দেওয়া হয়েছে পিএম ই-ড্রাইভ স্কিম(PM E-Drive Scheme). সরকার এই প্রকল্পের মাধ্যমে যেমন সাধারণ মানুষকে ইলেকট্রিক গাড়ি কেনার জন্য উদ্বুদ্ধ করছে, ঠিক একইভাবে বৈদ্যুতিক গাড়ির ক্রয়ের জন্য ভর্তুকিও দিচ্ছে।
খুশির খবর! রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকবে মাসে মাসে 6000 টাকা! পুজোর আগেই বিরাট সিদ্ধান্ত সরকারের
PM E-Drive Scheme 2024
বর্তমানে ভারতের বাজারে বৈদ্যুতিক দু-চাকার গাড়ির চাহিদা ক্রমাগত বাড়ছে(PM E-Drive Scheme). সরকার মানুষের আগ্রহ বাড়াচ্ছে ইলেকট্রিক গাড়ি কেনার জন্য। সরকারি তরফে বৈদ্যুতিক গাড়ি ক্রয়ের ভর্তুকিও মিলছে। চালু করা হয়েছে নতুন এক প্রকল্প(PM E-Drive Scheme). ইতোমধ্যে সরকার বৈদ্যুতিক দুই চাকার ভর্তুকির মেয়াদ বাড়িয়েছে আগামী সাত মাসের জন্য।
বর্তমানে ভারতবাসী যে সকল নাগরিক পেট্রোল এবং ডিজেল গাড়ির বিকল্প হিসাবে বৈদ্যুতিক গাড়ি কিনছেন, তাঁরা পেয়ে যাবেন সরকারের এই পিএম ড্রাইভ প্রকল্পের (PM E-Drive Scheme) সুবিধা। আর এই স্কিমের সহয়তায় আপনি কিনতে পারবেন অ্যাম্বুলেন্স -সহ বৈদ্যুতিক দু-চাকার গাড়ি, পাশাপাশি, বৈদ্যুতিক থ্রি-হুইলার, বৈদ্যুতিক বাস এমনকি ট্রাক-ও।
জানা যাচ্ছে, পিএম ই-ড্রাইভ স্কিম(PM E-Drive Scheme) কার্যকর হয়েছে দুই বছরের জন্য। যার অর্থ পিএম ই-ড্রাইভ স্কিমটির সুবিধা পাওয়া যাবে আগামী 2026 সালের মার্চ মাস পর্যন্ত। এই স্কিমের মাধ্যমে একজন সুবিধা ভোগী বৈদ্যুতিক গাড়ি কেনার উপর ভর্তুকি পেয়ে যাবেন।
লক্ষ্মীর ভান্ডার স্কিমের টাকা বাড়ছে! এবার 1500, 2000 টাকা পাবেন প্রতিমাসে! পুজোর আগেই মিলবে সুখবর?
PM E-Drive Scheme Benifits 2024
কেন্দ্রের উদ্যোগে চালু হওয়া PM ই-ড্রাইভ স্কিম(PM E-Drive Scheme)-র দ্বারা ভারত সরকার বৈদ্যুতিক টু হুইলারের গাড়ি ক্রয়ের উপর 10,000 টাকা ভর্তুকি দিচ্ছে। এই গাড়িগুলিতে ভর্তুকি প্রদানের পরিকল্পনা আগামী 2025 সালের মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগে সরকার বৈদ্যুতিক থ্রি-হুইলার গাড়িতে 50 হাজার টাকা ভর্তুকি দিত। কিন্তু বর্তমানে 2024 সালের এপ্রিল থেকে ভর্তুকির পরিমাণ কমিয়ে 25 হাজার টাকা করা হয়েছে।
সম্প্রতি বৃহস্পতিবার দিন কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী এইচডি কুমারস্বামী সরকারি প্রকল্পটির আপডেট শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন 2026 সালের মার্চ মাসের মধ্যে টু-হুইলার বিভাগে 10 শতাংশ যানবাহন এবং তিন চাকার বিভাগে 15 শতাংশ যানবাহন চালু করার জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এও শোনা যাচ্ছে, দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে এবং স্বচ্ছ পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার চার্জিং পরিকাঠামো বাড়াতে হবে বলেও ভাবনাচিন্তা চলছে। প্রসংগত, এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখান থেকে যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন।