Awas Yojana – প্রকাশিত হলো বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট। এবার কারা টাকা পাবেন এবং কবে পাবেন?

PM Bangla Awas Yojana List Pdf Download

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেছিলেন পিএম আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্প। তবে তারপর রাজ্য সরকার বাংলার সাধারণ মানুষের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করেছেন বাংলা আবাস যোজনা প্রকল্প (Bangla Awas Yojana) দরিদ্র সাধারণ মানুষ যাতে মাথার উপর পাকা ছাদ পেতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী চালু করেছেন এই প্রকল্প। সেই বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে। বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।

আবার নতুন করে শুরু হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) তথা বাংলা আবাস যোজনা স্কিম (Bangla Awas Yojana)-তে নতুন করে আবেদন গ্রহণের প্রক্রিয়া। এই প্রকল্পে আবেদন করলেই আপনি পেয়ে যাবেন কড়কড়ে ১৩০০০০ টাকা। Bangla Awas Yojana প্রকল্পে আবেদনকারীদের বাড়ি বানানোর জন্য রাজ্য সরকার ১২০০০০ ঠেকে ১৩০০০০ টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাঠাচ্ছে।

Bangla Awas Yojana Scheme Eligibility

অন্যান্য প্রকল্পের মতো বাংলা আবাস যোজনা প্রকল্পেও আবেদন করতে হলে আপনাকে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি কি কি? আসুন জেনে নেওয়া যাক।

  1. প্রথমত, এই প্রকল্পের আবেদনকারীকে অবশ্যই হতে হবে ভারতের নাগরিক। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. দ্বিতীয়ত, এই প্রকল্পের যারা আবেদনকারী তাঁদের কমপক্ষে ১৮ বছর হতে হবে, অর্থাৎ তাঁকে প্রাপ্তবয়স্ক হতে হবে।
  3. তৃতীয়ত, আবেদনকারী ব্যক্তির বার্ষিক আয় যদি ১ লাখ টাকার কম হয়, তবেই তিনি এই আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
  4. চতুর্থত, এই প্রকল্পে আবেদনের জন্য একজন আবেদনকারীকে হতে হবে বিপিএল তালিকাভুক্ত। আপনি বিপিএল তালিকাভুক্ত না হলে এই সুবিধা পাবেন না।
  5. পঞ্চমত, আবেদনকারীর পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন, তাহলে কিন্তু তিনি এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পাবেন না।

Awas Yojana Application

আপনাদের মনে রাখতে হবে, বাংলা আবাস যোজনা স্কিমে আবেদন করার জন্য রয়েছ দুটি পদ্ধতি। যার মধ্যে একটি অনলাইন আর অপরটি হল অফলাইন। সেক্ষেত্রে অনলাইনের আবেদন পদ্ধতি সহজ হলেও, যারা অনলাইনে আবেদন জমা করতে পারছেন না, তারা অফলাইনে এই প্রকল্পের আবেদন জমা করতে পারেন।

কম সুদে ব্যবসা ঋণ দিচ্ছে সরকার। অনলাইনে আবেদন করে নিন

List Of Important Documents

এই প্রকল্পে আবেদন জানানোর জন্য আপনার বেশ কিছু নথির প্রয়োজন হবে। সেগুলি কি কি? আপনার যে যে নথি প্রয়োজন হবে সেগুলো হলো- ১) বর্তমান বাড়ির একটি রঙিন ছবি ২) আধার কার্ড ৩) রেশন কার্ড ৪) জমির নথির কপি ৫) ব্যাঙ্কের পাসবই।

Online Application Process

১) আপনি প্রথমে ভিজিট করুন পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। ২) এবার এই ওয়েবসাইট থেকে বাংলা আবাস যোজনার ফর্ম ডাউনলোড করুন। ৩) এরপরের ধাপে আপনি প্রয়োজনীয় নথি আপলোড করুন। আর আবেদন জমা দিন।

নতুন করে ফ্রিতে বাড়ি বানিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। আবাস যোজনার টাকা পেতে হলে কী কী শর্ত মানতে হবে?

Offline Application Process

১) অফলাইনে আবেদন জমা করার জন্য আপনি নিকটবর্তী BDO অফিসে গিয়ে সংগ্রহ করে নিন অ্যাপ্লিকেশন ফর্ম। ২) তারপর সেই ফর্ম সঠিক ভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যুক্ত করে জমা দিন। মনে রাখবেন, নথিগুলি যাচাই করার পর তবেই আপনার আবেদন গ্রহণ করা হবে। তাই যাদের আবেদন গ্ৰাহ্য হবে তারা পরবর্তীতে টাকা পাওয়ার যে মেসেজ সেটি পাবেন। এছাড়া, এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল সাইটে ভিজিট করুন।

Related Articles

Back to top button